পশ্চিমবঙ্গ

উৎপল দত্তের কত গুণ, কি বিচিত্র তাঁর সেলুলয়েড জীবন! প্রয়াণদিবসে কিছু অজানা তথ্যের সাথে নাট্যকার স্মরণ

‘শুন গো ভারত ভূমি
কত নিদ্রা যাবে তুমি
উঠ ত্যজ ঘুমঘোর
হইল হইল ভোর
দিনকর প্রাচীতে উদয় ।’ উৎপল দত্ত (টিনের তলোয়ার)

বাংলা ও হিন্দি চলচ্চিত্র এবং নাটকে সব্যসাচীর পরিচয় দেয়া উজ্জ্বল নক্ষত্র উৎপল দত্ত জাগিয়ে গেছেন ভারতকে। তাঁর নাটকের সংলাপে ঘুমন্ত চেতনা জেগে ওঠে। মনের সঙ্গে মনের হয় তীব্র প্রতিযোগিতা। মনে হয়, কেবল মনে হয় আমরা যে পচা সমাজে বাস করছি, সেটা আমাদের নয়। আমাদের আরো উন্নত হতে হবে। দাঁড়াতে হবে সেই উর্দ্ধগগনে মুখ তুলে।  উৎপল দত্ত কমেডিয়ান। কিন্তু মূলত উইট প্রকৃতির কৌতুকাভিনেতা। তাঁর একেকটি সংলাপ হাস্যরসের মধ্য দিয়ে বুঝিয়ে দেয় জীবনের আসল সত্য!

আজ স্বনামধন্য নাট্যকারের আজ ২৬তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৩ সালের ১৯ আগস্ট, আজকের এই দিনে ম্যাসিভ হার্ট অ্যাটাকে মাত্র ৬৪ বছর বয়সে সকলকে কাঁদিয়ে চলে গেছিলেন পরপারে।

উৎপল দত্ত বাংলা পথনাটকের পথিকৃৎ। ১৯৫১ সালে উমানাথ ভট্টাচার্যের এক রাতের মধ্যে লেখা ‘চার্জশীট’ ভারতীয় গণনাট্য সংঘের প্রথম পথনাটক। অভিনীত হয়েছিল হাজরা পার্কে। নাটকে অভিনয় করেছিলেন উৎপল দত্ত, ঋত্বিক ঘটক, মমতাজ আহমেদ ও পানু পাল।

 

উৎপল দত্তকে নকশাল আন্দোলন আগ্রহী করে তুলেছিল। অন্যায় দেখলে তাঁর রক্ত টগবগ করে ফুটত। তিনি আজীবন মার্ক্সবাদী তাত্ত্বিক ও দায়বদ্ধ শিল্পী নকশাল রাজনীতির জোয়ারে ভেসে গিয়েছিলেন।

অভিনেতা উৎপল দত্তর চলচ্চিত্র জীবনের সূচনা হয় মধু বসুর ‘মাইকেল’ ছবিতে মাইকেল মধুসূদনের ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে।

অসংখ্য বাংলা ও হিন্দি বাণিজ্যিক ছবিতে অভিনয় করেছেন তিনি। তবুও তাঁর নিজের ভাললাগার ছবিগুলি তৈরি হয়েছিল অজয় কর, তরুণ মজুমদার, তপন সিংহ, হৃষীকেশ মুখোপাধ্যায়, শক্তি সামন্তর মতো পরিচালকের ছবি দিয়ে।

মৃণাল সেনের ‘ভুবন সোম’ তাঁকে চলচ্চিত্র অভিনেতা হিসেবে প্রতিষ্ঠা দিয়েছিল।

এত কিছুর পরও যাঁর ছবিকে তিনি বারংবার কুর্ণিশ করতেন তিনি বাংলা সিনেমা জগতের দিকপাল সত্যজিৎ রায়। ‘পথের পাঁচালি’ বা ‘জন অরণ্য’ দেখে সত্যজিৎবাবুকে তিনি আবেগিক এক চিঠি লিখেছিলেন।

বিশ্ববিখ্যাত পরিচালক সত্যজিৎ রায় উৎপল দত্তের অভিনয় প্রতিভায় মুগ্ধ ছিলেন। তিনি বলেছিলেন, “উৎপল যদি রাজি না হত, তবে হয়তো আমি ‘আগন্তুক’ বানাতামই না।”

 

সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে, জয়বাবা ফেলুনাথ, আগন্তুক, গৌতম ঘোষের পদ্মা নদীর মাঝি’তে অভিনয় করে উৎপল দত্ত সারা ফেলেছেন।

‘আমি শিল্পী নই। নাট্যকার বা অন্য যে কোনো আখ্যা লোকে আমাকে দিতে পারে। তবে আমি মনে করি আমি প্রপাগান্ডিস্ট। এটাই আমার মূল পরিচয়।’ নিজের সম্পর্কে এমনই মন্তব্য করেছিলেন কিংবদন্তি বাঙালি নাট্যকার, অভিনেতা ও পরিচালক উৎপল দত্ত।

‘টিনের তলোয়ার’ নাটকে ময়নার সেই উদাত্ত কণ্ঠের উক্তি কানে বাজে, যা কিনা একজন হতাশাগ্রস্ত মানুষকে সহজেই মাটি থেকে টেনে তুলতে পারে। ময়না বলেছিল ‘…দারিদ্রকে আমি ঘৃণা করি । সোপান বেয়ে ধীরে উঠেছি এখানে, গায়ে উঠেছে গয়নাত, পায়ের কাছে হাতজোড় করে ধন্না দিয়ে পড়ে আছে কলকাতার বড়লোকের দল। আবার ধাপে ধাপে নেমে গিয়ে গেরস্ত ঘরে ঝি-গিরি আমি করতে পারবো না ।’

উৎপল দত্তের স্বতঃস্ফূর্ত আত্মবিশ্বাসী সংলাপ জনগণের হৃদয়ে আজীবন ঢেউ তুলবে।

 

 

সাগরিকা দাস

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago