মোদি-জনগণ ভোলানো; দুটো সমানতালে চালাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা !

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলায় আসছেন; কংগ্রেস মমতাকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছে, তাতে কী? তা বলে তো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে ছাড়তে পারেন না!

আর তাই যথারীতি তাঁর রাজ্যে প্রধানমন্ত্রীর আগমণের দিনও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতা করতে ছাড়বেন না বলে মমতা।

উল্লেখ্য, শুক্রবার বিকেল থেকে তৃণমূল ছাত্র পরিষদ রানি রাসমণি রোডে ধর্না শুরু করেছে। আজ শনিবার বিকেলে সেই কর্মসূচিতে যোগদান করে আগুনে ঘি ঢালবেন তৃণমূল নেত্রী।

১১ জানুয়ারি একরাতের সফরে পশ্চিমবঙ্গে আসছেন নরেন্দ্র মোদি।

সরকারি সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৪টা ৫ মিনিট থেকে ৫.১৫ পর্যন্ত প্রধানমন্ত্রীর সূচিতে ‘রিজার্ভ টাইম’ লেখা রয়েছে।

চারদিকের মত,  সে সময়ই হতে পারে মোদি-মমতার বৈঠক।

বলা বাহুল্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন হাতির দাঁত। খাদ্য গোগ্রাসে গিলছেন এক দাঁত দিয়ে, দেখাচ্ছেন অন্য দাঁত!

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মমতা-মোদির বৈঠক যথেষ্ট তাৎপর্য বহন করছে।

মমতার ফাঁকা রাজনীতি, জনগণ ভোলানো রাজনীতি নিয়ে সরব হয়েছে প্রদেশ কংগ্রেস ও বাম।

কারণ নাগরিকপঞ্জি এবং সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা। প্রথম পথে নেমেছিলেন তিনি।

শুধু তাই নয় গেরুয়া দলের বিরুদ্ধে বিরোধি দলগুলোকে একজোট করার লক্ষ্যেও তিনি আদাজল খেয়ে নেমে পড়েছেন।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের শপথ অনুষ্ঠানে বিরোধি দলের মাঝে মমতাই ছিলেন মধ্যমণি। শুধু কী তাই? জাতীয় স্তরে জোট গড়ে তোলার জন্যে বিজেপি বিরোধি রাজনৈতিক নেতাদের চিঠি পর্যন্ত দিয়েছিলেন বাংলার নেত্রী। এবং তাতে সাড়া দিয়েছিলেন সোনিয়া গান্ধী। মমতার উদ্যোগকে স্বাগত জানিয়ে চিঠির প্রত্যুত্তরও পাঠান সোনিয়া!

একই প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে আগামি ১৩ জানুয়ারি সোনিয়ার ডাকে দিল্লিতে বিরোধী নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে।

কিন্তু চূড়ান্ত মুহূর্তে মমতা শরদ পাওয়ারকে ফোন করে জানিয়ে দিলেন তিনি যাচ্ছেন না। কংগ্রেস ও সিপিএম রাজ্যে বনধের নামে যে ‘গুন্ডামি’ করেছে তার প্রতিবাদে তিনি বৈঠকে যাবেন না।

মমতার দ্বিচারিতায় এবার ক্ষেপে উঠেছে কং-বাম।

প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, ‘‘সনিয়া গাঁধীর ডাকা বৈঠকে না গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে দেখা করছেন। বাংলার মানুষ কি বোকা?’’

না বাংলার মানুষ বোকা নয়। তবে ফের বোকা বানানোর জন্যে, ভোট ব্যাংকে টান না পড়ার জন্যে মমতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমণের দিনও কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে নামছেন।

রাজনৈতিক বিশেষজ্ঞদের চর্চা, মোদি-শাহকেও তোষামোদ অপরদিকে জনগণের পাশে থাকার অঙ্গীকার! শাক দিয়ে মাছ ঢাকার লড়াই কদ্দিন মমতার?

এবার দেখার কী হয় শেষ অবধি।

 

 

সাগরিকা দাস

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

4 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

4 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

5 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

5 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

6 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

6 days ago