পশ্চিমবঙ্গ

গুমনামী বাবাই হলেন নেতাজি!

নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃত্যু রহস্যের পাশাপাশি দীর্ঘদিন ধরে আরও এক রহস্য ঘনীভূত হয়েছিল। তা হল, গুমনামী বাবাই কি সুভাষচন্দ্র বসু?‌ যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি। তবে এক নতুন বইয়ের দাবি অনুযায়ী গুমনামী বাবাই হলেন নেতাজি এবং তিনি বহু বছর নিজের পরিচয় গোপন করে লুকিয়ে ছিলেন।

লেখক চন্দ্রচূড় ঘোষ এবং অনুজ ধরের ‘‌কাউনড্রাম:‌ সুভাষ বোস’‌স লাইভ আফটার ডেথ’‌ বইতে গুমনামী বাবার লেখা ১৩০টি চিঠি রয়েছে। যা তিনি ১৯৬২ সাল থেকে ১৯৮৫ সালের মধ্যে পবিত্রমোহন রায়কে লিখে ছিলেন। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে কাজ করতেন পবিত্র এবং নেতাজির ঘনিষ্ঠ সহকারী ছিলেন বলে জানা গিয়েছে।

এই বইয়ে বলা হয়েছে, আমেরিকার এক হস্তলেখা বিশারদ কার্ল বাগেট নেতাজি এবং গুমনামী বাবার লেখা চিঠি পরীক্ষা করে দেখেছেন যে দু’‌টো হাতের লেখাই এক। অর্থাৎ একই ব্যক্তির হাতের লেখা। ৪০ বছরের অভিজ্ঞতা রয়েছে কার্ল বাগেটের। হাতের লেখা পরীক্ষা করার জন্য কমপক্ষে ৫০০টি মামলায় তাঁর সাহায্য নেওয়া হয়েছিল। তিনি তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এখন একবারেই হাতের লেখা পরীক্ষা করে বলতে পারেন যে তা কার লেখা। কার্ল চিঠির লেখা পরীক্ষা করে দেখার পরই জানিয়েছেন যে, সুভাষচন্দ্র দেশ স্বাধীন হওয়ার পরও বহুবছর গা ঢাকা দিয়ে ছিলেন। গুমনামী বাবা ও নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতের লেখায় একশো শতাংশ মিল পাওয়া গিয়েছে। এর অর্থ এটাই যে গুমনামী বাবাই হলেন নেতাজি, দাবি ওই বইয়ের।

সরকারি তথ্য অনুযায়ী, ১৯৪৫ সালের আগস্ট মাসে তাইওয়ানে বিমান দুর্ঘটনায় নিহত হন নেতাজি। পরে তাঁর দেহাংশ টোকিওর রেনকোজিতে নিয়ে যাওয়া হয়। যদিও এই বিমান দুর্ঘটনার কোনও প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি। তবে অনেকেই বিশ্বাস করেন যে নেতাজি ছদ্মনামে গুমনামী বাবা হয়ে উত্তরপ্রদেশের ফৈজাবাদে বহু বছর বসবাস করেছেন। এমনকী মুখার্জি কমিশনও তাদের রিপোর্টে জানিয়েছিল যে গুমনামী বাবার সঙ্গে নেতাজির বেশ কিছু সাদৃশ্য খুঁজে পাওয়া গিয়েছে।

গুমনামী বাবা ও সুভাষচন্দ্রের মধ্যে যে সম্পর্ক রয়েছে, তা বহুবছর ধরে এ দেশে চর্চার বিষয় ছিল। এই জন্য কার্ল বাগেটের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁর অনুমান আজ পর্যন্ত ভুল প্রমাণিত হয়নি। তিনি গত ৪০ বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত আছেন।

দু’‌জনের লেখা চিঠিই পরীক্ষা করে কার্ল বাগেট জানিয়েছিলেন যে একই ব্যক্তির লেখা চিঠিগুলি। যদিও তিনি তখনও পর্যন্ত জানতেন না যে তিনি নেতাজি–গুমনামী বাবার চিঠি পরীক্ষা করছেন। কার্ল বাগেট নিজেও খুবই অবাক হন এ বিষয়ে।

অন্যদিকে অযোধ্যার রাম ভবনের মালিক শক্তি সিংয়ের দাবি, ১৯৮২–৮৫ সাল জীবনের শেষ তিনবছর গুমনামী বাবা অযোধ্যায় কাটিয়েছেন। ১৯৮৫ সালের ১৬ সেপ্টেম্বর মারা যান গুমনামী বাবা। মৃত্যুর পর তাঁর বসতবাড়ি থেকে এমন অনেক কিছু উদ্ধার হয়, যা নেতাজি সুভাষচন্দ্রের জিনিসের সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়। এমনকী নেতাজির পরিবারের ছবিও পাওয়া যায় তাঁর ঘর থেকে। তবে গুমনামী বাবার মৃত্যুর পরও নেতাজি মৃত্যু রহস্যের জট কাটেনি।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

4 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

5 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

5 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

6 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

6 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

7 days ago