পশ্চিমবঙ্গ

মমতা-দিলীপের কথার ঝাঁঝ তাপস পালের মৃত্যুশোককেও ছাপিয়ে গেল!

মানুষ থাকে না; থেকে যায় তাঁর কর্ম। অভিনেতা তাপস পালকে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়সহ সারা টলি জগৎ।

টলিউড-বলিউড শোকস্তব্ধ তাঁর মৃত্যুতে।

এদিকে অভিনেতা তথা নেতা তাপস পালের মৃত্যুতে জমে উঠেছে রাজনীতিবিদদের লড়াই।

একদিকে শোক, চোখের জল অপরদিকে কোন দল কাকে চাপা দিতে পারে, সে লড়াই চলমান।

এদিন তাপস পালকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে রবীন্দ্র সদনে মমতা বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি বলেন, “বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সির চাপেই তাপসকে অসময়ে চলে যেতে হয়েছে।”

তৃণমূল সুপ্রিমোর এমন মন্তব্যের পর পরই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষও পাল্টা আক্রমণ করতে ছাড়লেন না।

ইন্দোর থেকে টেলিফোন দিলীপ ঘোষ বলেন, “সঙ্গ দোষেই মৃত্যু হয়েছে তাপস পালের। আগে ভাল অভিনেতা, ভাল মানুষ ছিল। কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পরেই ভাষা, চরিত্র স্বভাব সব বদলে গিয়েছে। এই মৃত্যুর জন্য সঙ্গদোষই দায়ী।”

তিনি আরো বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের পাপের ফলেই এদের চোর হতে হয়েছে। দুর্নীতিগ্রস্ত দলের সঙ্গে থাকার পরিণতি হয়েছে মৃত্যু।” দিলীপের ব্যাখ্যা অনুযায়ী, “চিটফান্ডের টাকা আত্মসাত করেছেন খোদ তৃণমূলনেত্রী। আর দিদির নির্দেশে কাজ করতে গিয়ে ফেঁসেছেন ভাইয়েরা।”

বুধবার সকাল থেকে প্রয়াত অভিনেতা তাপস পালের নিথর দেহ শায়িত রাখা হয় রবীন্দ্র সদনে।

সেখানে শেষ শ্রদ্ধা জানাতে যান মুখ্যমন্ত্রী মমতা।

শেষ শ্রদ্ধাস্থল হোক, শ্রাদ্ধ হোক অথবা পূজা প্রচারের মঞ্চ হোক। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।

সে প্রমাণ মমতা বারংবার দিচ্ছেন। আগেও দিয়েছেন।

তারপর কেন্দ্রীয় এজেন্সি ও নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দেন মমতা। তাঁর কথায়, “কেন্দ্রীয় এজেন্সির চাপে, ক্ষতবিক্ষত হয়ে অকালে মৃত্যু হল তাপসের।”

অভিনেতা তাপস পালের মরদেহ রাখা হয়েছে রবীন্দ্র সদনে। সেখানে শেষ শ্রদ্ধা নিবেদন করছেন জলভেজা চোখে প্রত্যেকে।

রবীন্দ্র সদন থেকে আর কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃতদেহ নিয়ে যাওয়া হবে কেওড়াতলা মহাশ্মশানে। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে শেষকৃত্য।

 

 

 

 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago