পশ্চিমবঙ্গ

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার জোর ধাক্কা খেলেন শীর্ষ আদালতে !

সুপ্রিম কোর্টে বেজায় ধাক্কা খেলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার। সিবিআইয়ের হাত থেকে গ্রেফতারি এড়াতে গতকাল সোমবার সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন রাজীব কুমার। আবেদনে রাজীবের আইনজীবি তাঁর  আইনি রক্ষাকবচ আরও সাতদিন বাড়ানোর আর্জি জানিয়েছিলেন । কিন্তু মঙ্গলবার রাজীব কুমারের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট ।

গত শুক্রবার রাজীব কুমারের উপর থেকে রক্ষাকবচ সরিয়ে নেয় শীর্ষ আদালত। বিচারপতি সঞ্জীব খান্না বলেন, প্রয়োজনে রাজীব কুমারকে সিবিআই গ্রেফতার করতে পারবে এবং জেরা পর্ব চালিয়ে যেতে পারবে। আদালত বলে, সিবিআই তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। এ ক্ষেত্রে সাত দিনের মধ্যে অন্তর্বর্তী জামিনের আবেদন করতে পারবেন রাজীব কুমার।

তারই প্রেক্ষিতে সোমবার শীর্ষ আদালতে রাজীব কুমারের আইনজীবী আবেদন করেন, এই সময় কিছুটা বাড়ানো হোক।
এ দিকে, এই শুক্রবারই শেষ হচ্ছে রাজীব কুমারের রক্ষাকবচ। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী, তার পর তাঁকে গ্রেফতার করে হেফাজতে নিয়ে জেরা করতে পারে CBI।

কোর্ট জানিয়েছে, আগের রায়ই বহাল থাকছে। এছাড়া শুক্রবারের মধ্যেই নিম্ন আদালতে আগাম জামিনের আবেদন জানাতে হবে রাজীবকে।

শুক্রবার শেষ হবে রাজীবকে দেওয়া সুপ্রিম কোর্টের আইনি রক্ষাকবচের সময়সীমা।

উল্লেখ্য,  সিবিআই সারদা মামলার তদন্তে নেমে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ আনে । সঙ্গে সঙ্গে  তাঁর বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করার অভিযোগও উত্থাপিত হয়েছে সিবিআই এর তরফ থেকে ।

কিন্তু সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকার জন্যে রাজীব কুমারকে জেরা করেছে , কিন্তু  এতদিন গ্রেফতার করতে পারেনি সিবিআই। অন্যদিকে গত ১৭ মে রাজীবকে দেওয়া নিজেদের রক্ষাকবচ সরিয়ে নেয় সুপ্রিম কোর্ট।

এই বিষয়ে বিচারপতি সঞ্জীব খান্না জানিয়ে দিয়েছেন , প্রয়োজন হলে সিবি আই রাজীব কুমারকে জেরা ও গ্রেফতার করতে পারবে। পাশাপাশি সেদিন শীর্ষ আদালত এও জানিয়ে দেয়, রাজীব কুমার চাইলে সাত দিনের মধ্যে আগাম জামিনের আবেদন জানাতে পারেন নিম্ন আদালতে।

এই এক সপ্তাহ রাজীবকে গ্রেফতার করতে পারবে না সিবিআই। এই রায়ের প্রেক্ষিতেই গতকাল শীর্ষ সুপ্রিম কোর্টে রাজীব কুমারের আইনজীবী আবেদন জানিয়েছিলেন, অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন করার সময়সীমা আরও সাত দিন বাড়ানোর জন্যে ।

কিন্তু সুপ্রিম কোর্ট  সেই আবেদন খারিজ করে দিয়েছে ।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago