রেড রোডে অনুষ্ঠানে মুখ্যমন্ত্ৰীর পাশে প্ৰাক্তন ক্ৰিকেট অধিনায়ক Sourav Ganguly, দুর্গা পুজোর আনন্দের অনুভব শেয়ার করলেন

 কলকাতাঃ বৃহস্পতিবার দুর্গাপুজোর ইউনেস্কো (UNESCO) র স্বীকৃতি উদযাপন উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ধন্যবাদ যাত্রার আয়োজন করা হয়েছে। তার জন্য কলকাতা মহানগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শোভাযাত্রায় অংশ নিয়েছেন একাধিক তারকা, মন্ত্রী, বিধায়ক, আমলা এবং সাধারণ মানুষ। 

রেড রোডে মিছিল শেষ হওয়ার পর বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই (BCCI) প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। মুখ্যমন্ত্রীর একদম পাশের চেয়ারেই বসতে দেখা যায় মহারাজকে। আর তা নিয়েই রাজনৈতিক মহলে রীতিমতো গুঞ্জন শুরু হয়েছে।তাহলে Sourav কি তৃণমূলে যোগ দিতে চলেছেন? একাধিক প্ৰশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক ওয়াকিবহাল মহলে। 

এদিন মঞ্চে বক্তব্যও রাখেন সৌরভ। তিনি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। Sourav Ganguli বক্তব্যে বলেন-  দুর্গাপুজো কী, তা ভাষায় বলে বোঝানো কঠিন। তিনি গোটা বিশ্ব ঘুরে বেড়ান। বিভিন্ন দেশে বড়দিনের কত বড় বড় উৎসব দেখেছেন। বিশেষ করে ইউরোপীয় দেশগুলিতে। ব্রাজিলের উৎসব বা মহারাষ্ট্রের গণেশ আরাধনা, যা গতকালই পালিত হল, সবগুলিই বড় করে হয়।

এদিনের অনুষ্ঠানে বাইরে থেকে অতিথিরা আসেন তাই বাংলায় কথা বললে বুঝবেন না ইংরেজিতেই বক্তব্য রাখার কথাই উল্লেখ করেন। 

Sourav Ganguly মতে, সেরার সেরা পুজো দুর্গাপুজোই। তিনি বলেন, ‘সকলের দুর্গাপুজো দেখা উচিত এটা বিশ্বাস করার জন্য যে, দুর্গাপুজো কত বড় হয়। পুজোর ওই ৫-৭ দিন শহর পুরো পাল্টে যায়। সকলেই এটা দেখে বড় হয়েছি। উৎসবের দিনগুলিতে ধনী, গরীব, ক্ষমতাশালী বা ক্ষমতাহীন, সকলেই আনন্দ করেন। এটা শুধু নতুন পোশাক কেনা বা টাকা খরচ করে আনন্দ করার উৎসব নয়। ৭ বছরের শিশু হোক বা ৭০ বছরের প্রবীণ, মা দুর্গা সকলকেই আনন্দ দেন। সকলের মুখে হাসি ফোটান।’

প্ৰসঙ্গত উল্লেখ্য যে, ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে শোভআযাত্ৰা করার কথা আগেই ঘোষণা করেছিলেন বংলার মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সেই শোভাযাত্ৰা জোড়াসাঁকো থেকে শুরু হয়ে রেড রোডে পৌঁছয়। এদিন মঞ্চে সৌরভ গাঙ্গুলিকে ‘ছোট ভাই’ বলে সম্বোধন করেন বাংলার মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্ৰী বলেন- ‘সৌরভ আমার ছোট ভাই, ওকে ধন্যবাদ’। মুখ্যমন্ত্ৰী পুজো দেখার আমন্ত্রণ জানিয়েছেন ইউনেস্কোকে। প্যান্ডেল হপিং, কার্নিভালে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্ৰী। 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

7 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

7 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago