পশ্চিমবঙ্গ

Some people are allegedly making black money white buying lottery tickets which have got first prize : Lotteryর জেতা টিকিটে কালো-সাদা টাকার খেলা, বিতর্কে পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতি

  কলকাতাঃ Lotteryর টিকিটে কোটি টাকা জেতা নিয়ে সম্প্রতি বিতর্ক তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের (West Bengal) রাজ্য রাজনীতিতে। সেই আবহেই পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলায় অভিযোগ উঠেছে, লটারির টিকিটের ব্যবসার সঙ্গে জুড়ে রয়েছে একটি চক্র। যে চক্র কালো টাকা সাদা করার ‘যন্ত্র’ হিসাবে কাজ করে। লটারির টিকিট কাটেননি, এমন ব্যক্তিও প্রথম পুরস্কার জেতা ওই টিকিটে কোটিপতি হয়ে যেতে পারেন! 

Lotteryর ব্যবসার সঙ্গে যাঁরা ওতপ্রোত ভাবে জড়িত, তাঁরাও জানেন, এই জগতে একটি চক্র রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় একটু ঘুরে দেখলেই চোখে পড়বে সারি সারি লটারির দোকান। বিষয়টিতে বিভিন্ন এলাকায় নজরদারিও রয়েছে পুলিশের। প্রমাণ পেলেই কড়া এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ মাধ্যমকে এমনটাই জানিয়েছেন পুলিশের এক আধিকারিক।  

শুধুমাত্ৰ একটি চেয়ার-টেবিলকে সম্বল করেই চলে কোটি কোটি টাকার লেনদেন। ভাগ্যের সন্ধানে এই ব্যবসায় নাম লিখিয়েছেন অনেকে। আবার রাতারাতি কোটিপতি হওয়ার নেশায় ঝাঁকে ঝাঁকে মানুষ আসছেন lotteryর টিকিট কাটতে। দৈনন্দিন ‘ভাগ্যপরীক্ষা’য় অনেকে সর্বস্বান্ত হয়েছেন বলে স্থানীয়দের দাবি। কেউ কেউ সেই দেনার দায়ে আত্মঘাতী হয়েছেন বলেও অভিযোগ। আবার এই lotteryই রাতারাতি পাল্টে দিয়েছে অনেকের ভাগ্য।

এই lottery ব্যবসার অন্দরেই লুকিয়ে থাকা ঘুরপাকেই টিকিট হস্তান্তরিত হয়ে যাচ্ছে বিপুল টাকার বিনিময়ে। লটারি ব্যবসায়ীদের একাংশের দাবি, অনেকেই কালো টাকা সাদা করতে বেছে নিয়েছেন এই ব্যবসাকে। 

 জনপ্ৰিয় সংবাদ মাধ্যমকে একজন  বলেছেন, ‘‘এই ব্যবসায় একটা চক্র কাজ করে। যখনই জানা যায়, কেউ লটারিতে ১ কোটি টাকা জিতেছেন, তাঁর কাছে দ্রুত পৌঁছে যান ওই চক্রের সদস্যেরা। ১ কোটি টাকা জিতলে আয়কর দিয়ে প্রায় সাড়ে ৭২ লাখ টাকা হাতে পান বিজেতারা। সেখানে ৮০ লাখ বা কখনও ১ কোটি টাকা নগদ দিয়েই ওই টিকিট কিনে নেওয়া হয় বিজেতার থেকে। এর পর সেই টিকিট বিক্রি হয় তাঁদের কাছে, যাঁরা কালো টাকা সাদা করতে চান। এই ক্ষেত্রে ওই টিকিট দেখিয়ে লটারি আয়োজকদের কাছ থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নেওয়া হয় টাকা।

বিষয়টি আরও বিশদে ব্যাখ্যা করেছেন মহিষাদলের (Mahishadal) এক lottery ব্যবসায়ী। তাঁর কথায়, ‘‘দিনে তিন বার লটারি খেলা হয়। প্রতিটি টিকিট বিক্রি করে কমিশন পাওয়া যায় ৫০ পয়সা। এক জন ব্যবসায়ী লটারির টিকিট বিক্রি করে মাসে ৬ থেকে ৭ হাজার টাকা রোজগার করেন। এর বাইরেও দোকান থেকে বিক্রি হওয়া টিকিটে পুরস্কার জিতলে মেলে বাড়তি কমিশন। কেউ ১ কোটি টাকা জিতলে বিক্রেতা কমিশন হিসাবে পান ১ লাখ টাকা। তবে বড় অঙ্কের পুরস্কার পাওয়া গেলে বিজেতার কাছ থেকেও অতিরিক্ত কিছু টাকা পাওয়া যায়। কিন্তু যাঁরা জয়ী টিকিট হাতবদল করে কালো টাকা সাদা করার সুযোগ করে দেন, তাঁদের এক লাফে রোজগার হয় ৫ থেকে ১০ লাখ টাকা। কখনও কখনও তারও বেশি। আসলে টিকিট বিক্রির সময় ক্রেতার কোনও পরিচয়পত্র নথিভুক্তি করার নিয়ম এখনও পর্যন্ত নেই। সেই সুযোগকে কাজে লাগিয়েই কালো টাকা সাদা করে নেওয়া সম্ভব হয়।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

2 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago