পশ্চিমবঙ্গ

উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন-এ ঘটনার বিরুদ্ধে গর্জে উঠল বাংলার শিল্পীদল, দেখুন তাঁরা কী জানাতে চাইছেন! বাঙালি হিসেবে আত্মসম্মানের বিষয় এটি

কলকাতা: লোকজন ধিক্কার দিচ্ছে। এ কোন ধরনের ঘটনা ঘটল? সোশ্যাল মিডিয়া তোলপাড় হচ্ছে এই ঘটনা নিয়ে।

— NABC- র মতো এত বড় একটা গ্লোবাল ইভেন্ট, যেখানে দেশের বহু গুণী শিল্পীকে আহ্বান জানানো হয়, বিভিন্ন শিল্পকলা প্রদর্শনীর জন্য, সেখানে এরকম ঘটনা ভীষণ বেদনাদায়ক। পন্ডিত অজয় চক্রবর্তী বা জয়তী চক্রবর্তীর ( Jayati Chakraborty) মতো শিল্পীকে, একপ্রকার বাধ্য করা হয়ছে, হোটেল ত্যাগ করার জন্য, এবং তার সঙ্গে নিন্দনীয় ব্যবহার। সংস্থা যদি, শিল্প বা শিল্পীর সম্মান ও যথার্থ মর্যাদা না দিতে পারে, তাহলে কোনো ইভেন্ট আয়োজন করা-ই উচিত নয় তাদের।

সমগ্র শিল্পীমহলের উচিত, এই অন্যায়ের প্রতিবাদে একসঙ্গে সামিল হওয়া। এটা ‘ আমি ‘ থেকে ‘ আমরা ‘ হওয়ার সময়।

BoycottNABC

বঙ্গ সম্মেলনে (North American Bengali Conference) চূড়ান্ত অব্যবস্থা হয়েছে। এবং বাঙালি শিল্পীরা চূড়ান্ত গাফিলতি আর অপমানের শিকার হয়েছেন।

বর্ষীয়ান শিল্পী তথা পদ্মভূষণ পণ্ডিত অজয় চক্রবর্তী একটি লম্বা চিঠি লিখে উত্তর আমেরিকার বঙ্গসম্মেলনের আয়োজকদের বিরুদ্ধে অভিযোগ জানান। যা নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইল থেকে শেয়ার করেছেন সঙ্গীতশিল্পী তথা পরিচালক অনিন্দ্য চট্টোপাধ্যায়।

পণ্ডিত অজয় চক্রবর্তী’র অভিযোগ, মার্কিন মুলুকে পৌঁছনোর পর থেকেই উদ্যোক্তাদের দ্বারা ‘অপমানিত’ হয়েছেন তিনি। তাঁর আরও অভিযোগ, অভীক দাশগুপ্ত নামের এক আয়োজক বঙ্গসম্মেলনে তাঁকে আমন্ত্রণের জন্য ৫০-এরও বেশিবার ফোন করেছিলেন।

অথচ, আমেরিকায় যাওয়ার পর অজয় চক্রবর্তী বহুবার ফোন করলেও সংশ্লিষ্ট উদ্যোক্তা তাঁর ফোন একবারও ধরেননি।

শুধু তাই নয়, তিনি প্রাপ্ত পারিশ্রমিকও সময়ে পাননি বলে অভিযোগ। থাকা-খাওয়ার চূড়ান্ত অব্যবস্থা নিয়েও ক্ষোভপ্রকাশ করেছেন এই কিংবদন্তী শিল্পী।

শিল্পীর কি এটি প্রাপ্য ছিল? গর্জে উঠেছেন, লোপামুদ্রা মিত্র, জয়তী চক্রবর্তীরা।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় লাইভ এসে উত্তর আমেরিকায় আয়োজিত বঙ্গসম্মেলনে নিজের অপ্রীতিকর অভিজ্ঞতার কথা জানিয়ে ছিলেন বিশিষ্ট গায়িকা জয়তী চক্রবর্তী।

বাংলার শিল্পীরা এবার সবাই একত্রিত হয়ে প্রতিবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ইমন চক্রবর্তী থেকে শুরু করে অন্যান্য শিল্পীরা।

“সুধী,
উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন’২৩, আটলান্টিক সিটিতে ঘটে যাওয়া কিছু অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে এই প্রতিবাদপত্র।পশ্চিমবঙ্গের শিল্পী,বিদ্বজ্জনের লাগাতার হেনস্থা এখন বঙ্গ সম্মেলনের অন্যতম আকর্ষণীয় এক অনুষ্ঠান।

পূর্বের সম্মেলনগুলিতেও এমন উদাহরণ অসংখ্য।তবে এবারের সম্মেলন বোধহয় আগের সবকিছুকে ছাপিয়ে গিয়েছে। অব্যবস্থা,অসৌজন্য, অমার্জিত ব্যবহার , অসহযোগিতা শিল্পীদের আত্মসম্মানবোধে আঘাত করে চলেছে ক্রমাগত, ভদ্রতাবোধকে দুর্বলতা ভেবে একের পর এক অপমানসূচক ঘটনা সম্মেলন কর্তারা ঘটিয়েই চলেছেন।

অতিথি শব্দটার সঙ্গে যে বিশ্বজনীন আতিথ্যের সংযোগ, তা তারা ভুলতে বসেছেন।এই পরিস্থিতিতে, বাংলার সব শিল্পী আজ সিএবি’র যে কোনও অনুষ্ঠান নিয়ে চূড়ান্ত আতঙ্কিত,অপমানিত।

তাই একজোট হয়ে আজ তীব্র প্রতিবাদ জানাই সিএবি’র স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে।অপমানের আকস্মিকতায় আমরা মূক ও স্তম্ভিত।ভবিষ্যতের কর্মপন্থা কী হবে, তা অচিরেই প্রকাশ করব আমরা।ধিক্কার জানাই সংগঠকদের যারা এই রুচিহীন সম্মেলনের আয়োজন করেছেন।বঙ্গ সম্মেলনের জনপ্রিয়তা বিশিষ্ট, স্বনামধন্য শিল্পীদের জন্য, অপদার্থ সংগঠকদের জন্য নয়,এ কথা যেন তারা বিস্মৃত না হন।সংস্কৃতি মঞ্চ আমাদের কাছে পবিত্র এক জানলা, তাকে নোংরা করার অধিকার আপনাদের কেউ দেয়নি।

আমাদের শিল্পীজীবন আমাদের নিজস্ব, সেই আত্মসম্মানের জায়গায় কেউ হাত দিলে, সাবধান, গর্জে উঠবে বাংলার সব শিল্পীদল।

তেজেন্দ্রনারায়ণ মজুমদার
বিক্রম ঘোষ
অনিন্দ্য চট্টোপাধ্যায়
অঞ্জন দত্ত
লোপামুদ্রা মিত্র
ইমন চক্রবর্তী
রূপম ইসলাম
রূপসা দাসগুপ্ত
দেবজ্যোতি মিশ্র
শ্রীজাত
সুবোধ সরকার
বিনায়ক বন্দোপাধ্যায়
কুমার মুখোপাধ্যায়
ইন্দ্রদীপ দাসগুপ্ত
শুভমিতা ব্যানার্জী
অনুপম রায়
রানা সিংহ রায়
জয়তী চক্রবর্তী
উপল সেনগুপ্ত
বিদীপ্তা চক্রবর্তী
সোহিনী সরকার
সৌমিত্র মিত্র
শোভন গাঙ্গুলি
সোমলতা আচার্য্য চৌধুরি
উজ্জয়িনী মুখার্জী
গৌরব সরকার
নীলাঞ্জন ঘোষ
গৌরব চট্টোপাধ্যায়
জয় সরকার
রথীজিৎ ভট্টাচার্য্য
প্রবুদ্ধ ব্যানার্জী
রাঘব চট্টোপাধ্যায়
রাহুল দাস
দেব চৌধুরী
শ্রীকান্ত আচার্য্য
নীল দত্ত

nabc2023

protest

এর আগে লোপামুদ্রা মিত্র লিখেছিলেন, “এরপরও পশ্চিমবাংলার গায়ক-গায়িকা, ব্যান্ড ,
ঐক্যবদ্ধ হয়ে নিজেদের সম্মান রক্ষা করবে না।

‘আমরা’ হয়ে উঠতে পারবে না, ‘আমি’ হয়েই থাকবে।
অদ্ভুত অপমান সহ্য করে চলতেই থাকবে, বছরের পর বছর।
গা বাঁচিয়ে চলবে।

আসলে আমরা নিজেরা কেউ আমাদের নিজেদের ভাষা, নিজেদের কাজকে আর শ্রদ্ধা করি না। শুধুমাত্র জায়গা হারানোর ভয়। এই করতে করতে বিন্দুও যে থাকবেনা, সে চিন্তা কারোর নেই।

নাটক, সিনেমার কথা বলতে পারবো না। ওটা আমার বিষয় নয়।
আজকাল নিজেকে তথা নিজেদের ঘেন্না করে আমার।

দিন গালাগালি আমাকে। মনের জ্বালা থেকে বললাম। আর কিছুতে কিছু এসে যায় না।

** শুধু বিদেশের জন্য বলছি না, স্বদেশে , স্ব-শহরে কি হয়, সেটাও ভেবে দেখো, গানের বন্ধুরা।

NABC

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 weeks ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

3 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

3 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

3 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 weeks ago