পশ্চিমবঙ্গ

বাংলায় কোনদিন এনআরসি হবে না, মূল্যবান জীবন নষ্ট করবেন না, আমি মরে যাইনিঃ আশ্বস্ত করলেন মমতা

অসমের এনআরসি পশ্চিমবঙ্গেও সর্বনাশ ডেকে আনছে। যদিও এনআরসি চালু করার ব্যাপারে সরকারিভাবে এখনও কিছুই ঘোষণা করা হয়নি। তবু আসামের আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে বাংলাতেও।

মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জনে।

গত শুক্রবার (২০ সেপ্টেম্বর) জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে অন্নদা রায় (৩৮) এবং দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে মন্টু সরকার (৫২) নামে দুই ব্যক্তির মৃত্যু হয়।

পরদিন শনিবার উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান মন্টু মন্ডল (৩৬)-এর।

সেই একই দিনে বসিরহাটের বাসিন্দা মোমিনা বেওয়া (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়।

গত রবিবার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী বসিরহাটেই মৃত্যু হয় ইট ভাঁটার শ্রমিক কামাল হোসেন মন্ডলের (৩২)।

মৃত্যু হয়েছে আয়েপ আলি (৫২) নামে আরও এক ব্যক্তির।

যেহেতু রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের নম্বর লিংক করানোর জন্যে সরকারি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে, তাই মানুষ আরো বেশি শংকিত হয়ে পড়েছেন এনআরসি নিয়ে। সেখানে বলা হচ্ছে রেশন কার্ড, প্যান কার্ড, আধার কার্ড ইত্যাদি সবকিছুতেই যদি কোন ভুল থাকে তবে তা যেন শীঘ্রই সংশোধন করে নেয়া হয়।

ফলে চারদিক অন্ধকার দেখছে বাংলার মানুষ।

সোমবার তৃণমূলের শ্রমিক সংগঠনের সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর গলায় ঘোষণা করেছেন, ‘‘চিন্তা করার কী আছে? কে বলেছে ১৯৭১ সালের কাগজ খুঁজতে? গ্রামে গ্রামে কেউ কেউ বলছে রাজনীতি করার জন্য। জমিবাড়ির দলিল, রেশন কার্ড, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্সের যে কোনও একটা থাকলেই হবে। কারও বন্যায় কাগজ হারিয়ে যায়। আগুন লেগেছে। যাঁর কাগজ হারিয়ে গেছে, একটা করে এফআইএর করে রাখলেই হয়। বুদ্ধি খরচ করুন।’’

মুখ্যমন্ত্রী সকল জনসাধারণকে আশ্বস্ত করে বলেছেন, ভোটার লিস্টের কাজ চলছে, শুধু ভোট দেবার জন্যে। এটা এনআরসির জন্যে নয়। বাংলায় এনআরসি কোনদিন করতে পারবে না বিজেপি। ১৯৭১ সালের কাগজ খুঁজে বের করার কোন কারণ নেই। বাংলায় এনআরসি কোনদিন রাজ্য সরকার করতে দেবে না।

তৃণমূল সুপ্রিমো মমতা বারবার বলেছেন, কেউ ভয় পাবেন না। যে ৬ জন মারা গেছে, সে জায়গায় গিয়ে তৃণমূল পক্ষ থেকে জোর প্রতিবাদ হবে বলে জানিয়েছেন তিনি।

গেরুয়া দলের বিরুদ্ধে যতটা আক্রমণাত্মক ছিলেন সোমবার, তার চেয়ে কয়েকগুণ বেশি সাবধান করেছেন বাংলার মানুষকে এনআরসি নিয়ে শংকিত না হবার জন্যে।

জনসাধারণের উদ্দেশে আহ্বান জানিয়েছেন, তাঁরা প্রত্যেকেই যেন এই লড়াইয়ে সাহসের সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগ দেন। তিনি বলেন, “যদি সাহসী হতে পারেন, আমি আপনাদের সাথে দুঃসাহসী হবো।”

 

 

সাগরিকা দাস

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

5 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

6 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

7 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago