পশ্চিমবঙ্গ

শীতবস্ত্ৰ কোথায়? হিঙ্গলগঞ্জে জনসভায় মুখ্যমন্ত্ৰীর ধমক বিডিওকে

কলকাতাঃ মঙ্গলবার সকালে পশ্চিমবঙ্গের (West Bengal) উত্তর ২৪ পরাগনার হিঙ্গলগঞ্জে (Hingalganj) যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনদেবীর পুজোর পর সভাস্থলে যান তিনি। হিঙ্গলগঞ্জের সভায় সময়মতো শীতবস্ত্ৰ এসে পৌঁছয়নি। আমজনতার জন্য সরকারের তরফে আনা শীতবস্ত্র মঞ্চে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। জেলাশাসক (DC)কে তীব্র ভর্ৎসনা করে অবিলম্বে BDOকে শীতবস্ত্র মঞ্চে নিয়ে আসার নির্দেশ দেন তিনি। থামিয়ে দেন বক্তৃতা। সোজা বসে পড়েন চেয়ারে  আমজনতার উদ্দেশে বললেন, “আমি বসলাম, দেখি কতক্ষণে আসে। আপনারাও বসুন।” অর্থাৎ শীতবস্ত্র না আসা পর্যন্ত মঞ্চে বসে থাকবেন মুখ্যমন্ত্রী।

এদিন সভার শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, তিনি Hingalganjএর বাসিন্দাদের জন্য শীতবস্ত্র এনেছেন। এরপরই তিনি দেখেন যে, মঞ্চে শীতবস্ত্র নেই। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কোথায় শীতবস্ত্র? সম্ভবত জানানো হয়, সরকারের তরফে আনা শীতের পোশাক রাখা রয়েছে BDO অফিসে। এরপরই জেলাশাসকের উপর ক্ষেপে যান Mamata Banerjee।

এদিন Hingalganjএর সভায় জেলা প্ৰশাসনকে তুলোধুনা করেন মুখ্যমন্ত্ৰী। তিনি বলেন ‘‘আমি তো ওটাই দিতে এসেছিলাম।শীতকাল। তোমরা যদি ওইটুকু করতে না পারো..’’। তিনি নিজে কিনে ৫ হাজার কম্বল, ৫ হাজার চাদর ও ৫ হাজার সোয়েটার পাঠিয়েছিলেন। জানা যায়, মমতার কেনা শীতবস্ত্ৰ বিডিও-র অফইসেই রয়ে গেছে। এই আবহে ক্ষুব্ধ মমতা বক্তব্য বন্ধ করে মঞ্চে বসে পড়েন। 

এদিন রেগে গিয়ে মমতা বলেন- পুলিশ অন্যায় করলে দোষটা তাঁর ঘাড়ে পড়ে। সরকার ভুল করলে দায় নিতে হয় তাঁকে। তিনি সভায় বলেন- যদি বিডিও, আইসি, ডিএমরা ঠিকমতো কাজ না করেন তাহলে তিনি এ্যাকশন নেবেন বলে সাবধান বার্তা দিয়েছেন। ব্লক আধিকারিককে মঞ্চ থেকেই ভর্ৎসনা করে মুখ্যমন্ত্ৰী বলেন- ‘‘তোমার কাছে এটা আশা করিনি।’’

প্ৰসঙ্গত উল্লেখ্য যে, পঞ্চায়েত নির্বাচনের আগে হিঙ্গলগঞ্জের সামসেরনগরে মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সেখানে তিনি বনবিবির মন্দিরে গিয়ে পুজো দেন। তাঁর সঙ্গে ছিলেন বসিরহাটের তারকা নূসরত জাহান, মুখ্য সচিব এইচ কে দ্বিবেদী সমেত অনেকেই। 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

7 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago