Mamata Banerjee announces 11 days holiday: Durga Puja-য় টানা ১১দিন ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: বন্ধের ক্ষেত্রেই হোক কিংবা অনুদানের ক্ষেত্রে, মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবার কল্পতরু। সরকারি কর্মচারীদের এবার পোয়াবারো। দুর্গাপুজো (Durga Puja) হোক বা কালীপুজো, এ বার লম্বা ছুটি পাবেন সরকারি কর্মচারীরা (Govt Holidays for Puja)।

সোমবার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে এই লম্বা ছুটির তালিকার কথা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee announces holidays for govt employees)।


নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলির সাথে বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Durga Puja holidays) বলেছেন, রাজ্যে এ বার দুর্গাপুজো উদযাপন শুরু হয়ে যাবে পয়লা সেপ্টেম্বর থেকে ।

দুর্গা পুজোর (Durga Puja) ছুটি শুরু হচ্ছে ৩০ সেপ্টেম্বর পঞ্চমীর দিন থেকে। পয়লা অক্টোবর মহাষষ্ঠীর দিন থাকবে ছুটি।এদিকে, পাবলিক হলিডে উপলক্ষে ২ অক্টোবর থেকে ৫ অক্টোবর ছুটি।আর ৬ থেকে ৮ অক্টোবর পর্যন্ত ছুটি দেওয়া হয়েছে।

লক্ষ্মী পুজো উপলক্ষে ৯ ও ১০ অক্টোবর ছুটি ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। এর মধ্যে ২ ও ৯ অক্টোবর রবিবার পড়েছে।

সেপ্টেম্বরের শেষে শুরু হচ্ছে দেবীপক্ষ। পঞ্চমী পড়েছে ৩০ সেপ্টেম্বর। ওই দিন থেকে সরকারি ছুটি ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছেন, ‘৩০ সেপ্টেম্বর পঞ্চমী থেকে ছুটি শুরু হবে। চলবে চলবে ১০ অক্টোবর পর্যন্ত। ২৪ অক্টোবর কালী পুজো। ২৪ ও ২৫ তারিখ দু’দিন ছুটি থাকবে। ২৭ তারিখ ভাইফোঁটার ছুটি। ছটের ছুটি দু’দিন ৩০ এবং ৩১ অক্টোবর।’

এদিকে, ৫০ হাজারের বদলে এবার ক্লাবগুলিকে ৬০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা।

মমতা (Mamata) বলেন, “এই উৎসব আমাদের সবার। ধর্ম যার যার আপনার। অনেক অনেক বড় বড় কথা বলে। বলা হয় কলকাতায় নাকি দুর্গাপুজো হয় না। কলকাতায় (kolkata) যেমন দুর্গাপুজো হয়, গোটা বিশ্বে আর কোথাও এমন হয় না।


এক বছর ধরে পরিকল্পনা হয়। আগে কাঠামো পুজো হত, এখন থিম আছে। থিম তৈরি করতে এক্সপার্ট লাগে। কোন ক্লাব কোন শিল্পী নিয়ে আসবে, তার উপর নির্ভর করবে প্রাইজ কী পাবে। আমাদের হিসেব মতো ৪৩ হাজার রেজিস্টার্ড পুজো কমিটি আছে। তা ছাড়াও আরও কত বাড়ির পুজো আছে। পল্লির পুজো আছে। মহিলাদেরও ভালো পুজো হয় আজকাল।”

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 weeks ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

3 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

3 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

3 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 weeks ago