পশ্চিমবঙ্গ

আজ পশ্চিমবঙ্গের কোন নৃশংস ঘটনা ভোলাতে তড়িঘড়ি বৈঠক ডাকলেন নেত্রী মমতা?

মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বিজেপির বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে বলেছিলেন, “দিল্লির হিংসা ভুলিয়ে দিতে কেন্দ্রীয় সরকার করোনা করোনা করে চেঁচাছে।”

এবার সেই ভয়াবহ করোনা আতংকে তড়িঘড়ি আজ, শুক্রবার নবান্নে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছেন।

দুপুর ৩টে থেকে শুরু হবে বৈঠক। সূত্রে জানা যাচ্ছে, এদিন উপস্থিত থাকবেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং  অন্যান্য কর্ম-কর্তারা।

এই বৈঠক অত্যন্ত জরুরি যে হতে চলেছে, তা নিয়ে সন্দেহ নেই। কারণ ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগদান করবেন  জেলাশাসকরাও।

হু প্রকাশিত ঝুঁকির দেশগুলোর তালিকায় আগেই ছিল ভারত। এবার সে আশংকাকে সত্যি করে দেশে করোনা পজিটিভের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ এ।

এর মধ্যে ১৬ জন ইতালির নাগরিকের শরীরে মিলেছে করোনা৷ এঁরা রাজস্থান বেড়াতে এসেছেন৷ কেন্দ্র জানিয়েছে, দেশে সব বিদেশি পর্যটকের স্ক্রিনিং হবে৷ কোনও ভাবেই যেন করোনা ভাইরাস না ছড়িয়ে পড়ে, সে দিকে নজর রাখছে কেন্দ্র৷

বুধবার রাতে একটি ভারতীয় ই-কমার্স সংস্থার জানানো মতে, তাদের গুরগাঁও অফিসে এক কর্মীর দেহে পাওয়া গেছে নোভেল করোনা ভাইরাস৷ সংস্থা জানাচ্ছে কয়েক দিন আগেই ওই কর্মী ইতালি গিয়েছিলেন বেড়াতে৷ সেখান থেকে ফিরেই শরীর অসুস্থ হয়৷ পরীক্ষায় তাঁর শরীরে করোনা পজিটিভ পাওয়া গেছে।

এ হেন অবস্থায় করোনা থেকে বাঁচতে একাধিক সতর্কতা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী একগুচ্ছ সতর্কতা ও পরামর্শ দিলেন করোনা নিয়ে৷ তিনি জানিয়েছেন, ভারতে করোনা ভাইরাসের প্রভাব রুখতে ৭৭টি বন্দরে সতর্কতা জারি করা হয়েছে৷ সতর্কতা জারি করা হয়েছে ২১টি বিমানবন্দরেও।

বুধবার বুনিয়াদপুরে দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে উক্ত বিস্ফোরক মন্তব্যটি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বিজেপি নেতা রাহুল সিনহা সঙ্গে সঙ্গে আক্রমণ করেছেন মমতাকে। বলেন, “কোনও সুস্থ মস্তিস্কের মানুষের মনে এই ধরণের কথা আসতে পারে না। তিনি পুরোপুরি অসুস্থ হয়ে গিয়েছেন। তাঁর এইধরনের মন্তব্যের জন্য সাধারণ মানুষের কাছে ভুলবার্তা যাচ্ছে। করোনাভাইরাসের মতো মারণ রোগের সঙ্গে দিল্লির ঘটনার তুলনা তাঁর মুখে মানায় না। কোনও সুস্থ সাধারণ নাগরিক কখনই জনসমক্ষে এই ধরণের মন্তব্য করতে পারেন না।”

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

6 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

7 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago