কলকাতা: অনেকেই রুদ্রাক্ষ ধারণ করে থাকেন। তবে রুদ্রাক্ষ ধারণ করা বা এর অনেক বিধি নিষেধ আছে। হিন্দু ধর্মে রুদ্রাক্ষকে শিবের অংশ, অত্যন্ত পবিত্র মনে করা হয়ে থাকে।

বিশেষ কিছু পরিস্থিতিতে রুদ্রাক্ষ ধারণ করা উচিত নয়,জেনে নেয়া ভালো
শাস্ত্র মতে ঘুমানোর সময় রুদ্রাক্ষ ধারণ করা উচিত নয়। ঘুমাতে যাওয়ার আগে রুদ্রাক্ষের মালা নিজের গলা থেকে খুলে নিতে হবে।

শবযাত্রায় রুদ্রাক্ষ পরতে নেই। শ্মশানে অন্ত্যেষ্টি ক্রিয়ার সময় রুদ্রাক্ষ ধারণ করা অশুভ বলে মনে করা হয়।
সন্তান জন্মের সময় রুদ্রাক্ষ ধারণ করবেন না।
আর যে কক্ষে নবজাতক সন্তান থাকে, সেই কক্ষে রুদ্রাক্ষ পরে যাওয়া উচিত নয়।
রুদ্রাক্ষের পবিত্রতা সবসময় রক্ষা করতে হবে। কোনো রাজসিক খাবার তথা আমিষ খাওয়া ও মদ্যপানের সময় ভুলেও রুদ্রাক্ষ পরে থাকবেন না।