পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গের তিনটি কেন্দ্রে ভোট ঘিরে বিসংগতি

আজ পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, রায়গঞ্জ তিনটি কেন্দ্রে ৪২ টি আসনে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সকাল থেকেই তিনটি ভোটগ্রহণ কেন্দ্রে বিসংগতির খবর পাওয়া যায়। উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় সেখানে। ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ এসেছে দার্জিলিং-র চোপড়া থেকে। জানা গিয়েছে, একদল দুষ্কৃতি ভোটারদের মারধরও করেছে। এছাড়াও, ধূপগুড়ির বারঘুড়িয়ায় ভোট ঘিরে বিসংগতির খবর পাওয়া গিয়েছে। এক তৃণমূল সমর্থকের খড়ের গাদায় আগুন লাগানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে।

অন্যদিকে,  দার্জিলিং-র চোপড়ায়  সুষ্ঠ ভোটের দাবিতে ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ  বাসিন্দারা। প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা।  এদিকে, এক অভিযুক্ত তৃণমূল কর্মীকে আটক করেছে পুলিশ। তৃণমূল কর্মীদের উপর পালটা হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধেও। ঘটনাস্থলে পাথর ছোড়াছুড়ি করতে দেখা যায় বিক্ষোভকারীদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায়  বিশাল পুলিশ বাহিনী।

এদিকে, মালবাজারের কুমলাই গ্রামে আক্রান্ত হয়েছে বিজেপি কর্মী। বিজেপির নির্বাচনী কার্যালয় ভাঙচুর করে আগুন লাগানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার তৃণমূলের।

এতেই শেষ নয়, ভোটের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছে সাংবাদিকরাও। গোয়ালপোখরের কাটা ফুলবাড়িতে ভোটদানে বাধা দেওয়ার খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত হয় সংবাদমাধ্যম। বাঁশ, লাঠি দিয়ে মেরে মাথা ফাটানো হয়েছে সাংবাদিকের। ভেঙে দেওয়া হয় ক্যামেরাও। ঘটনাস্থালে আহত হয়েছেন চিত্র সাংবাদিকও। গোটা ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

অন্যদিকে, সকালে ভোট দিতে গিয়ে ইভিএম বিভ্রাটের মুখে পড়তে হয় রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী দীপা দাশমুন্সিকে। পরে নতুন ইভিএম আসায় ভোট দেন তিনি। এ দিকে ইসলামপুরে ১৩৫ নম্বর বুথে ভিভিপ্যাট বিকল হয়ে পড়ায় তৃণমূলপ্রার্থী কানাইয়ালাল আগরবালকে লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ইভিএম খারাপের অভিযোগ আসে শিলিগুড়ি বুথেও। ফলে ভোট শুরু হতে ১ ঘণ্টা দেরি হয় সেখানেও।

বিসংগতির খবর এসেছে, আব্দুলঘাটার ১৮৫ নম্বর বুথে থেকেও। বাসিন্দাদের অভিযোগ, ওই বুথে আধা সেনা থাকলেও কোনও ভোটকর্মী নেই। ক্ষোভের জেরে আব্দুলঘাটার ১৮৫ নম্বর বুথে তালা লাগিয়ে দেন ক্ষুদ্ধ বাসিন্দারা।

সকাল ন’টা পর্যন্ত রাজ্যের তিনটি কেন্দ্রে ভোট পড়েছে মোট ১৬.৭৮ শতাংশ। জলপাইগুড়ি-১৬.৮৪ শতাংশ, দার্জিলিং-১৬.১৪ শতাংশ এবং রায়গঞ্জ-১৭.৪৫ শতাংশ। পশ্চিমবঙ্গে তিনটি কেন্দ্রে ৪২ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে আজ।

 

 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

7 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago