মুজিব বর্ষ স্মরণে আগামি কলকাতা গ্রন্থমেলার থিম কান্ট্রি ‘বাংলাদেশ’

মিলন মেলার পরিসমাপ্তিতে সত্য সত্যই মন গম্ভীর বইপ্রেমীদের। তবে এপার-ওপার বাংলা মিলন হতে চলছে ফের আগামি বইমেলায়।

আগামি কলকাতা আন্তর্জাতিক বইমেলার ফোকাল থিম কান্ট্রি বাংলাদেশ। কলকাতা আন্তর্জাতিক বইমেলা-২০২১ বঙ্গবন্ধুকে উৎসর্গ করার সিদ্ধান্ত হয়। ৯ ফেব্রুয়ারি কলকাতা মেলার শেষদিনে এ ঘোষণা করা হয়।

সমাপ্তি মঞ্চ থেকে বাংলাদেশের মন্ত্রী কে এম খালিদ ঘোষণা করলেন এ কথা।

মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, তিনি গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কথা বলবেন।

যেহেতু থিম কান্ট্রি হিসেবে থাকবে পদ্মাপাড়ের দেশ, সুতরাং গ্রন্থমেলায় সে দেশের প্রধানমন্ত্রী মুজিব কন্যা শেখ হাসিনাকে আনানো হবে। এমন সুন্দর পরিকল্পনাও চলছে।

এ সন্দর্ভে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক সুধাংশু দে জানালেন, শেখ হাসিনাকে আনার ব্যাপারে তিনিও মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।

উল্লেখযোগ্য যে, ৪৪তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা প্রাঙ্গণে রবিবার (৯ ফেব্রুয়ারি) পালিত হয়েছে বাংলাদেশ দিবস।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রতি সম্মান জানিয়ে ২০২১ সালে কলকাতা বইমেলার থিম কান্ট্রি নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ। ওপার বাংলা এ নিয়ে তৃতীয়বার থিম কান্ট্রি হবে। এই প্রথম কোনো দেশ বইমেলায় তৃতীয়বার থিম কান্ট্রি হতে চলেছে।

এমনটাই জানিয়েছেন বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব কুমার চট্টোপাধ্যায়।

উল্লেখযোগ্য যে, আনন্দ, উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল এবারের গ্রন্থমেলায়। গতবারের তুলনায় এবছর বইবিক্রির সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বেড়েছে ভিড়ও!

২০১৯ সালে প্রায়  ২১ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। এবার তা শতকরা হিসেবে ১০ শতাংশ বৃদ্ধি পেয়ে হয়েছে প্রায় ২৩ কোটি টাকা।

এদিকে মেলায় লোক হয়েছে ২৫ লক্ষ। যা গতবারের থেকে ১ লক্ষ বেশি গণনায়।

সত্যিই, ই-বুক, ইন্টারনেটের যুগে পাঠক যে এখনো বইয়ের স্মৃতিমেদুর করে দেওয়া গন্ধ, কালির অক্ষর ভালোবেসে বুকে জড়িয়ে নিচ্ছে এবং আগামি প্রজন্মকে উৎসাহিত করছে সমানে, এ যথেষ্ট প্রশংসনীয় এবং আশার বিষয়!

মেলা শেষ হওয়া পর্যন্ত অধিকাংশ বইপ্রেমী ভিড় করে ছিলেন। প্রতিবারের মতো এবারও রাত নটার সময় বেজে উঠল মেলার সমাপ্তির ঘণ্টা। সেই ঘণ্টাধ্বনির সঙ্গে সঙ্গে মাঠে উপস্থিত বইপ্রেমীরাও হাততালি দিয়ে যোগ দিয়েছেন। যদিও সে তালিতে ছিল বিষণ্ণতার সুর। ফের এক বছরের প্রতীক্ষা।

 

 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

22 hours ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

2 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

2 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

3 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 days ago