কলকাতা: আসছে দোল, রং খেলা। খেলবো হোলি রং দেবোনা তাই কখনো হয়? কিন্তু রং খেলে ত্বক চুলের যা তা অবস্থা হয়। তবে নিজের ত্বক ভালো রাখবেন কিভাবে?

রং খেলতে যাওয়ার আগে অবশ্যই এসপিএফ ২০ বা তার বেশি মাত্রার সানস্ক্রিন ব্যবহার করুন।
ত্বক, চুল থেকে শুকনো রং ধুয়ে ফেলা খুব দরকার। প্রয়োজন হলে রং খেলার মধ্যে মাঝে মাঝে রুমাল দিয়ে রং মুছুন।

রং খেলা হয়ে গেলে তারপর প্রথম ত্বকে ক্রিম লাগান। তারপর হালকা কোনও ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ফেলুন। এরপরে ফের ক্রিম বা বেবি অয়েল লাগান।
রং খেলার পর হালকা কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।