কলকাতা: মোসাম্বি লেবু Sweet Lime খেতে তো খুবই ভালো লাগে। আর ভিটামিন-সি -র ভালো উৎস হচ্ছে এই মোসাম্বি লেবু Sweet Lime। মোসাম্বি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে।

সর্দি, কাশি, ফ্লু এবং অন্যান্য ব্যাকটেরিয়া ঘটিত রোগ থেকে শরীরকে সুরক্ষিত রাখে মোসাম্বি ফল Sweet Lime।
আরো অনেক উপকারিতা আছে মোসাম্বি ফলের Sweet Lime। মোসাম্বি ফল Sweet Lime চোখ, চুলের স্বাস্থ্যের জন্য ভাল এবং ত্বক উজ্জ্বল রাখতে খুব সাহায্য করে।

এমনকি মুখের রুচিভাবটাও ফিরে আসে মোসাম্বি খেলে Sweet Lime। এনার্জিও আসে শরীরে।
মোসাম্বি লেবুতে Sweet Lime থাকা ফ্ল্যাভোনয়েড, গা বমি ভাব প্রতিরোধ করে তাছাড়াও হজম ক্ষমতাকে শক্তিশালী করে এটি।
আরো যেমন, অতিরিক্ত ওজন কমাতে সাহায্য করে মোসাম্বি লেবু Sweet Lime। মোসাম্বি লেবু খুব কাজে আসে।
মোসাম্বি লেবু খেলে ক্ষুধা বাড়ে। তাছাড়াও মোসাম্বি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ।
