আজ ১৫ আগস্ট সুকান্ত ভট্টাচার্য, ঋষি অরবিন্দের জন্মদিন

কলকাতা: আজ ভারতের স্বাধীনতা দিবস। এবং আজ জন্ম নিয়েছিলেন কবি সুকান্ত ভট্টাচার্য। সালটা ১৯২৬। মাত্র ২১ বছর বয়সে চলে গেলেন তিনি পৃথিবীর মায়া কাটিয়ে। সালটা কত জানেন? সেই ১৯৪৭! প্রকৃত স্বাধীনতা বোধহয় তিনি পেয়েছিলেন।

এদিকে, জাতীয়তাবাদী নেতা,আধ্যাত্মিক সাধক ঋষি অরবিন্দ ঘোষেরও আজ জন্মদিবস। একইসঙ্গে স্বাধীনতা দিবস। আজকের দিনেই দেশ স্বাধীন হবে, এমনটা কি তৈরিই ছিল আগের থেকে। না হলে আজকের দিনেই জন্ম নেবেন ইতিহাসের সেরা ব্যক্তিত্বরা!

নিম্নবিত্ত পরিবারের ছেলে সুকান্ত হয়ে উঠেছিলেন বিদ্রোহী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ৪৩ সালের মন্বন্তর, ফ্যাসিবাদি আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতির বিরুদ্ধে তাঁর কলম শাণিত হয়ে উঠেছিল। একাধারে বিপ্লবী ও স্বাধীনতার আপোসহীন সংগ্রামী কবি সুকান্ত ছিলেন কমিউনিষ্ট পার্টির সর্বক্ষণের কর্মী।


ছাড়পত্রের কবি জন্মগ্রহণ করেছিলেন ১৯২৬ সালে ফরিদপুরে। কিশোরকবি তাঁর অগ্নিদীপ্ত সৃষ্টি প্রণোদনা দিয়ে সব ধরনের প্রতিবন্ধকতা অতিক্রম করতে প্রয়াসী ছিলেন।


গণমানুষের কবি সৃষ্টি করেছিলেন কবিতার এক নতুন যুগ। ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি’।


কবি সুকান্ত ভট্টাচার্য মাত্র ২১ বছর বয়সে পরলোকগমন করেন। কিন্তু মানুষ যা শত বছরেও পৃথিবীকে দান করতে পারেন না, তা তিনি করে গেছেন মাত্র জীবনের ২১ বছরে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, জীবনানন্দ দাশসহ তৎকালীন বড় বড় কবির মাঝে জ্বলজ্বল করছে সুকান্ত ভট্টাচার্যের নাম।


ঋষি অরবিন্দ:

# ঋষি অরবিন্দ ঘোষ পড়াশুনা করেছেন কেমব্রিজের কিংস কলেজে। সেখান থেকে ফিরে এসেই ব্রিটিশ শাসনের উপর লেখালেখি শুরু করেন। ব্রিটিশ যুগে ফল যা হবার তাই হল! যেতে হল জেলে।


# জেলে তাঁর জীবনে বহু পরিবর্তন আসে। ধার্মিক মনোভাবাপন্ন হয়ে পড়েন তিনি।


# সাহিত্যিক অরবিন্দ ঘোষ মোট ৩২ খানা গ্রন্থ লিখেছিলেন। যার মধ্যে ৬টি ছিল বাংলা ভাষায়।


# উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল,ভারতের নবজন্ম, কারাকাহিনি, ধর্ম ও জাতীয়তা এবং অরবিন্দের পত্র।


# অরবিন্দের রাজনৈতিক আদর্শ ও কর্মপন্থার তিনটি দিক ছিল: এক. গুপ্ত বৈপ্লবিক প্রচারকার্য চালানো এবং সশস্ত্র বিদ্রোহের প্রস্ত্ততি হিসেবে সংগঠন গড়ে তোলা; দুই. সমগ্র জাতিকে স্বাধীনতার জন্য প্রস্ত্তত করার উদ্দেশ্যে প্রচারকার্য চালানো এবং তিন. অসহযোগ ও প্রতিরোধের মাধ্যমে বিদেশি শাসনের বিরুদ্ধে জনগণকে সংগঠিত করা।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

2 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

2 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago