পশ্চিমবঙ্গ

বিজ্ঞানকে দিন রাত গাল দিচ্ছ; তাহলে ধর্ম প্রচারের সময় ইন্টারনেট লাগে কেন? ফের সরব তসলিমা

লকডাউনে আজানে যদিও কোনপ্রকার নিষেদ্ধাজ্ঞা প্রদান করা হয়নি, কিন্তু ভারতের উত্তর প্রদেশে দুটি মসজিদকে আজানের সময়ে মাইক ব্যবহার করার অনুমতি দেয়নি আদালত। এলাহাবাদ হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশনা দেয়া হয়েছে।

উচ্চ আদালতের নির্দেশকে সম্মান জানিয়েছেন বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন।

“ভারতের কোনও কোনও রাজ্য বলেছে আজান ঠিক আছে, কিন্তু মাইকে নয়। শব্দ দূষণ নিয়ে কি আজ থেকে কথা হচ্ছে! মুসলমানদের অনেকে এতে মনে করে ইসলামের বারোটা বাজলো বুঝি। যে কোনও কিছুতেই ইসলামের বারোটা বেজে যায়। কেউ কোরানের আয়াত নিয়ে প্রশ্ন করলে, কেউ মোহাম্মদের ছবি আঁকলে, কেউ মুসলিম নারীর সমানাধিকার চাইলে।”

উল্লেখযোগ্য যে, ধর্মান্ধ সে হিন্দু-মুসলিম-খ্রিস্টান-বৌদ্ধ যারাই হোন না কেন, মন থেকে মানবতা সম্পূর্ণভাবে লুপ্ত হয়েছে।

হাইকোর্টের বিচারপতি পঙ্কজ মিথাল এবং ভিপিন চন্দ্র দীক্ষিতের ডিভিশান বেঞ্চ জানিয়েছে, “কোনও ধর্মই এটা শেখায় না যে প্রার্থনা করার সময়ে মাইক ব্যবহার করতে হবে বা বাজনা বাজাতে হবে। আর যদি সেরকম কোনও ধর্মীয় আচার থেকেই থাকে, তাহলে নিশ্চিত করতে হবে যাতে অন্যদের তাতে বিরক্তির উদ্রেক না হয়।” শব্দ দূষণ অথবা অপরের বিরক্ত উদ্রেক করার অধিকার কারোরই নেই। আজানকে আমরা ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবে মান্য করি। কিন্তু লাউড স্পিকারে আজান দেওয়া ইসলামের অবিচ্ছেদ্য অঙ্গ নয়। ফলে তা মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। বরং তা সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে নৈতিকতা, শৃঙ্খলা ও শারীরিক প্রভাবের সঙ্গে সম্পৃক্ত।”

জৌনপুর জেলার বাদ্দোপুর গ্রামে অবস্থিত দুটো মসজিদে আজানের সময় মাইক ব্যবহার করার অনুমতি নবায়নের জন্য আবেদন করা হয়েছিল আদালতে।

কিন্তু স্থানীয় প্রশাসন মাইক ব্যবহারের অনুমতিকে নবায়ন করতে চায় নি। তার বিরুদ্ধেই হাইকোর্টে পিটিশন দাখিল করা হয়েছিল।

কিন্তু শব্দ দূষণরোধ আইন এবং সুপ্রিম কোর্টের নানা রায় তুলে ধরে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, “সংবিধানের ২৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক ব্যক্তির নিজের ধর্ম পালন করার অধিকার আছে ঠিকই কিন্তু সেই ধর্মাচরণের ফলে অন্য কারও অসুবিধা করার অধিকার কারও নেই।

এছাড়া আদালতের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, “এই আদালত মনে করে অখন্ড রামায়ন, কীর্তন প্রভৃতির সময়ে মাইক ব্যবহার করার ফলে একদিকে যেমন শব্দ দূষণ হয়, তেমনই বহু মানুষের অসুবিধাও হয়।”

মানববাদী লেখক তসলিমা ব্যঙ্গ করে লিখছেন, “মোহাম্মদের জমানায় তো মাইকের ব্যবস্থা ছিল না, আজান তো দেওয়া হতো। এখন কেন এত কিছুর দরকার পড়ে! দিন দিন ধর্ম কেন এত বিজ্ঞান নির্ভর হয়ে পড়ছে বুঝি না। ১৪০০ বছর আগের আইডিওলজি নিচ্ছ,১৪০০ বছর আগের টেকনোলজিও নাও। আজান দিতে গেলে মাইক লাগবে। ধর্ম প্রচার করতে গেলে রেডিও লাগবে, টেলিভিশন লাগবে, কম্পিউটার লাগবে। ফ্যান লাগবে, এসি লাগবে। ফোন লাগবে, ইন্টারনেট লাগবে। ফেসবুক টুইটার ইউটিউব হোয়াটস আপ লাগবে। বিজ্ঞানকে দিন রাত গালি দিচ্ছ, কিন্তু বিজ্ঞান ছাড়া তোমাদের চলছে না এক্টুও।

মাইকের দরকার কী! আসলে এলার্ম ঘড়ি থাকলে কিছুর আর দরকার পড়ে না। মাইকের আওয়াজের চেয়ে এলার্ম ঘড়ির আওয়াজ অনেক ভালো। নিজের নামাজ নিজে পড়ো, অন্যকে বিরক্ত করো না। তোমার মতো নামাজি তো সবাই নয়। শুধু তোমাকে আর তোমার মতো মানুষকে নিয়ে নয়, তোমার চেয়ে ভিন্ন মানুষকে নিয়েও পৃথিবী। অন্যকে তোমার পথে আনার জন্য দাওয়াত দেওয়ার, জোর জবরদস্তি করার শয়তানি বন্ধ করো। বেহেস্তের লোভে জিহবা বেরিয়ে আসছে তো,মাথায় এক ছটাক বুদ্ধি থাকলে বুঝতে বেহেস্ত বলে কিছু নেই কোথাও।”

আমাদের জীবন বিজ্ঞানের সঙ্গে একসূত্রে বাঁধা। বিজ্ঞান ছাড়া জীবন অন্ধকার। ধর্মে অন্ধ-কুসংস্কারিরা দিনরাত বিজ্ঞানকে গালাগাল দিচ্ছেন, ওয়াজকারিরা গলা ফাটাচ্ছেন অলীক কিছু গল্প বলে, বোকা দর্শকদের সামনের সারিতে টেনে নিচ্ছেন প্রতিনিয়ত! অথচ সে কথার যুক্তিযুক্ততা কতটুকু রয়েছে?

মুক্তচিন্তক তসলিমা ফের সরব হলেন তাই।

 

সাগরিকা দাস

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago