পশ্চিমবঙ্গ

রাজিবকে নিয়ে কোন কথা নয়! অসমে নাগরিক তালিকা বহির্ভূতদের হয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বললেন মমতা

“অসমে জাতীয় নাগরিকপঞ্জি তালিকা থেকে বাদ গেছে ১৯ লক্ষ মানুষের নাম। তাঁদের মধ্যে বাংলাভাষী, হিন্দি এবং অসমিয়া ভাষাভাষী মানুষরা রয়েছে। দুর্ভাগ্যজনকভাবে বহু প্রকৃত ভোটার তাঁদের নাম খুঁজে পাননি এনআরসি তালিকায়। এই বিষয়ে সরকারের দৃকপাত করা প্রয়োজন খুব শীঘ্রই। এ নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি অফিসিয়াল চিঠি হস্তক্ষেপ করেছি।”

দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর বুধবার প্রথম নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎকারের পর আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৪ ঘণ্টার মধ্যে সেরে ফেললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক।

অমিত শাহের সঙ্গে বৈঠকের কথা শোনার পর থেকেই বিরোধীদের দাবি ছিল, রাজীব কুমারের ব্যাপারে সমস্ত সেটিংয়ের উদ্দেশেই মমতা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসবেন।

কিন্তু অতি আশ্চর্যজনকভাবে মমতা জানিয়ে দিলেন অমিত শাহের সঙ্গে রাজীব কুমারকে নিয়ে কোন আলোচনাই তাঁদের হয়নি। এমনকি বাংলার এনআরসি নিয়েও নয়!

বরং বাংলার মুখ্যমন্ত্রী কথা বলেছেন অসমে নাগরিকতালিকা থেকে বাদ যাওয়া ১৯ লক্ষ মানুষের হয়ে!

এদিন দুপুর দেড়টা থেকে নর্থ ব্লকে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে বৈঠকে বসেন মমতা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী গতকাল জানিয়েছেন, এটা কোনরকম রাজনৈতিক বৈঠক নয়। স্রেফ একটি সরকারের সঙ্গে আরেক সরকারের বৈঠক।

আজ আলোচনা থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী কি বার্তা দেন, সে অপেক্ষায় ছিল অত্যুৎসাহী রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ।

কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজিব কুমার সম্বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোন আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে, মমতা ‘এ ব্যাপারে কোনও কথা হয়নি’  বলেই পিছন ফিরে দ্রুত হাঁটা শুরু করেন মুখ্যমন্ত্রী।

বিরোধীরা টিকাটিপ্পনী কাটতে শুরু করেন, রাজিব কুমারকে বাঁচাতেই মুখ্যমন্ত্রীর বৈঠক।

লোকসভায় কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দুর্নীতি মামলা নিয়ে ‘সেটিং’ করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু যেহেতু এই বিষয় স্বরাষ্ট্রমন্ত্রী দেখে থাকেন, ফলে মোদি মমতাকে রেফার করেছেন অমিত শাহের কাছে।

কিন্তু মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দিলেন রাজিব সম্বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কোন আলোচনা হয়নি!

সারদাকাণ্ডে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ উঠেছে মমতার চোখে ‘বিশ্বের অন্যতম সেরা আইপিএস’ অফিসার রাজীব কুমারের বিরুদ্ধে। যতবার সিবিআই রাজীবের কাছে পৌঁছোনোর চেষ্টা করেছে সিবিআই, ততবারই ঢাল হয়ে দাঁড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ।

এদিকে হাওয়া রাজীব কুমার। কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে হন্যে হয়ে খুঁজছে সিবিআই।  ‘সুদক্ষ’ আইপিএস রাজীব কুমারের এহেন পরিণতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কেই ‘দায়ী’ করলেন প্রাক্তন আইপিএস তথা বর্তমানে বিজেপির রাজ্য সহ-সভাপতি ভারতী ঘোষ। ভারতী বললেন, ‘‘কেন একজন আইপিএস অফিসারকে পালিয়ে বেড়াতে হবে? শুধুমাত্র এই সরকারের জন্য…আজ যে কোনও অফিসার যে কোনও সময় বিপদে পড়তে পারেন’’।

সিবিআই রাজীব কুমারের ফোন বন্ধ থাকায় ডিজিকে মেল করে জানতে চেয়েছে, রাজীব কুমারের বর্তমান চালু নম্বরটি কী? কোন নম্বরে ফোন করলে পাওয়া যাবে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারকে? শীঘ্রই তাঁর সঙ্গে যোগাযোগ প্রয়োজন। যত তাড়াতাড়ি সম্ভব যেন রাজিবের নং দেয়া হয়!

রাজনৈতিক মহলের গুঞ্জন শোনা যাচ্ছে, মন্ত্রীর সঙ্গে কী নিয়ে বৈঠক হয়েছে, তার সবটাই তো বলবেন না মমতা। যদি হয়েও থাকে সংবাদ মাধ্যমে জানানো হয়নি।

 

সাগরিকা দাস

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago