পশ্চিমবঙ্গ

মেট্রোয় ভরসা রাখা যাবে না, বৌবাজারে বাড়ির হাল দেখবে পুরসভা, বাসিন্দাদের ফিরতে সময় লাগবে

ইস্ট-ওয়েস্ট মেট্রোর জন্যে কলকাতার বৌবাজারে ধসে পড়েছে বাড়িগুলো। কিছু বাড়িতে দেখা দিচ্ছে ফাটল। চারদিক ঘুরে বাড়ির কাঠামো পরিদর্শন করে দেখছেন কেএমআরসিএল-এর বিশেষজ্ঞ দল।

পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার তাঁরা খতিয়ে পর্যবেক্ষণ করেন কোন বাড়িগুলো ভাঙতে হবে, অর্থাৎ বাড়িগুলো কি পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছে, তার উপর নির্ভর করছে সমস্ত কিছু।

কিন্তু তাঁদের সিদ্ধান্তকে সমর্থন জানাতে পারছেন না পুরসভা। তাঁদের মতে, কেএমআরসিএল বিশেষজ্ঞ দলের রিপোর্ট সব ক্ষেত্রে যে গ্রহণযোগ্য হবেই, তেমন নয়।

ফলে, মেট্রো রেলের কাজের জেরে যে বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো কেবল কেএমআরসিএল বিশেষজ্ঞ কমিটিই নয়, কলকাতা পুরসভাও তাদের নিজস্ব উদ্যোগে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের দিয়ে কোন বাড়ির কী হাল সেই সমীক্ষা চালাবে।

ইতিমধ্যেই পুরসভাকে আলাদা সমীক্ষা করার জন্যে লিখিত নির্দেশ নেয়া হয়েছে নবান্ন থেকে। এর পরেই পুর কমিশনার খলিল আহমেদ পুরসভার বিল্ডিং দফতরকে সেই সমীক্ষা করার নির্দেশ দিয়েছেন।

তাতে বলা হয়েছে, ওই এলাকার প্রতিটি বাড়ির কাঠামো পরীক্ষা করে দেখতে হবে। কাজ শেষ হলে বিল্ডিংয়ের ঠিকানা, বাড়ির মালিকের নাম-সহ নবান্নকে সমস্ত তথ্য পাঠাতে হব।

বর্তমানে সেকরাপাড়া লেনের ২০টি, গৌর দে লেনের ১০টি এবং বি বি গাঙ্গুলি স্ট্রিটের পাঁচটি বাড়ি বিপজ্জনক তালিকায় রয়েছে।

কেএমআরসিএল সূত্রে খবর, কমিটির বিশেষজ্ঞরা মনে করছেন, বাড়ির বাসিন্দারা শীঘ্রই ফিরতে পারছেন না। কারণ খুব সন্তর্পণে কাজ চালাতে হচ্ছে। যেন ক্ষতির সংখ্যা বৃদ্ধি না পায়।

বিশেষজ্ঞরা মোট ৩ ধরনের বাড়ির তালিকা তৈরি করবেন।

প্রথমত, কিছু কিছু বাড়িতে অল্প ফাটল দেখা গিয়েছে। অন্যদিকে কিছু বাড়িতে কোনও ফাটল না দেখা গেলেও শুধু বাসিন্দাদের সুরক্ষার জন্য তাঁদের অন্যত্র সরানো হয়েছে। এই দু’ধরনের বাড়িকে একই তালিকাভুক্ত করা হবে। এই তালিকায় থাকা ক্ষতিগ্রস্ত বাড়িগুলিতে মেরামত করা হবে প্রথমে। তারপর বাসিন্দাদের ফেরানো হবে।

দ্বিতীয়ত, বেশি পরিমাণে ফাটল ধরেছে, এরকম বাড়িগুলোকে

তিন নম্বর তালিকায় থাকছে, মেরামতি করা যাবে না এমন বাড়িগুলো।  এগুলি ভেঙে ফেলতে হবে। প্রাথমিকভাবে কেএমআরসিএল সূত্রে জানা গিয়েছিল, মোট আটটি বাড়ি ভাঙা হতে পারে। কিন্তু বিশেষজ্ঞদের দু’নম্বর তালিকায় থাকা বাড়িগুলির মধ্যেও বেশ কয়েকটি পুরোপুরি ভাঙতে হতে পারে। তাই মোট কতগুলি বাড়ি সম্পূর্ণ ভেঙে ফেলা হবে, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

 

 

 

 

 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

6 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

7 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago