পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গ-দিল্লিতে করোনা রোগীদের সঙ্গে পশুর থেকেও খারাপ আচরণ করা হচ্ছে, ৫ রাজ্যকে রিপোর্ট জমা দেয়ার নির্দেশ শীর্ষ আদালতের

করোনাক্রান্ত রোগী এবং মৃতের সঙ্গে পশুর থেকেও খারাপ আচরণ করা হচ্ছে। সরকারি হাসপাতাল্গুলোতে যেখানে সেখানে লাশ পড়ে রয়েছে। খোঁজ নেই কারো। পশ্চিমবঙ্গ, দিল্লি, তামিলনাড়ুর পরিস্থিতি ভয়ানক হয়ে উঠেছে।

ন্যাক্কারজনক এই ঘটনার বিপক্ষে তীব্র ভাষায় ধিক্কার জানিয়েছেন দেশের শীর্ষ আদালত। স্বতোপ্রণোদিত করোনামামলায় কড়া সমালোচনা করেছে সুপ্রিম কোর্ট।

এই মর্মে পশ্চিমবঙ্গসহ মোট ৫ রাজ্য থেকে জবাব চেয়েছে আদালত।

৩ বিচারপতির বেঞ্চে শুক্রবার শুনানিতে জানানো হয়েছে, দিল্লিসহ পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাতের পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। একের পর রোগী মারা যাচ্ছে, অথচ দেখার কেউ নেই। এমনকি এক করোনা রোগির মৃতদেহ আবর্জনা স্তূপের মধ্যেও পাওয়া গেছে! হাড়হিম করা দৃশ্য দেশের সাধারণ মানুষের বুক কাঁপিয়ে দিচ্ছে। পশুর থেকেও ঘৃণ্য আচরণ করা হচ্ছে এই রাজ্যগুলোতে কোভিড রোগি এবং মৃতদেহের সঙ্গে।

পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মমতা সরকারের বিপক্ষে বহুদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছিলেন, এবং তা সত্যও প্রমাণিত হয়েছে যে রাজ্য সরকার করোনা রোগির সংখ্যা লুকিয়ে রেখে রাজনীতি করছে।

দেখা গেছে কলকাতা গড়িয়ার শ্মশানে মোট ১৩টি পচাগলা লাশ দাহ করতে নিয়ে আসা হয়। কিন্তু কার মৃতদেহ, কোথাকার মৃতদেহ! না কোন জানানো নেই। এর প্রতিবাদে রাস্তায় নামে স্থানীয় মানুষ। তাঁদের সন্দেহ অনুযায়ী, এই মৃতদেহগুলো করোনা রোগির। লুকিয়ে এখানে জ্বালিয়ে দেয়ার জন্যে নিয়ে আসা হয়েছে। এলাকার মানুষের প্রতিবাদের মুখে আটকে পুরসভা কর্মীরা ফের মৃতদেহগুলো ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে।
কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানাচ্ছেন, দেহগুলো মোটেও করোনা আক্রান্তদের নয়! তাঁর যুক্তি, সেই মৃত দেহগুলো কেউ শনাক্ত না করার জন্যে দাহ করার জন্যে নিয়ে আসা হয়েছে।

এ সন্দর্ভে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলছেন। “ঘটনায় রহস্য রয়েছে। একসঙ্গে ১৩টা লাশ লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু কী কারণে? কোভিড আক্রান্ত দেহ এগুলো, তাই লুকিয়ে রাখা হয়েছিল চুপচাপ! রাজ্যে করোনাক্রান্তের সংখ্যাকে চাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে। এবং তা ধরাও পড়েছিল এর আগে। দিলীপবাবু সরকারের দিকে আঙুল তুলে বলছেন, কোভিড আক্রান্ত হয়ে মৃতদের সংখ্যা লুকিয়ে রাখার জন্যে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এই নিরীহ মানুষগুলো শুধুমাত্র সরকারের অপদার্থতার জন্যে মারা গেলেন, তাঁদের দেহ সম্মানের সাথে সৎকারের দায়িত্বটাও পালন করছে না মমতা সরকার”।

ঘটনার পরিপ্রেক্ষিতে শীঘ্রই জগদীপ ধনকড় রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছেন।

অথচ করোনা ভাইরাসে মৃত্যু হলে মূলত কোন কোন নির্দেশিকা পালন করে দেহ সম্মানের সাথে সৎকার করতে হবে, সে বিষয়ে নির্দেশিকা রয়েছে কেন্দ্রের। গত ১৫ মার্চ থেকে সে নির্দেশিকা বহাল হয়েছে। কিন্তু রাজ্যগুলো সে নির্দেশ অমান্য করে নিজেদের ইচ্ছেমতো আচরণ করছে!

সলিসিটর জেনারেল তুষার মেহতা জানাচ্ছেন, ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী, মৃতদেহকে সম্মান না জানানোর অপরাধের একটি অঙ্গ।

৫ রাজ্য তথা দিল্লি, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র, তামিলনাড়ু, গুজরাতের মুখ্য সচিবকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট রিপোর্ট জমা দেয়ার জন্যে। শুধু তাই নয়, কেন্দ্রকেও এ বিষয়ে তাদের বক্তব্য জানাতে হবে।

বলা বাহুল্য, শুধু এই ৫ রাজ্যেই নয়, অসমেও গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয় থেকে করোনা রোগিদের সঙ্গে এমন কিছু দুর্ব্যবহারের সংবাদ এসে পৌঁছেছে।

উল্লেখযোগ্য যে, গত সোমবার প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী  অশ্বিনী কুমার সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতির কাছে চিঠি লিখে জানিয়েছেন, রাজ্যগুলোতে করোনা রোগি এবং মৃতদের সঙ্গে মোটেও সদব্যবহার করা হচ্ছে না। তাঁরা তাঁদের ন্যুন্যতম সম্মানটুকুও পাচ্ছেন না। এরপরই নড়েচড়ে বসে সুপ্রিম কোর্ট। পরবর্তী শুনানি হবে ১৭ জুন।

সাগরিকা দাস

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

4 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

4 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

5 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

5 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

6 days ago