বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক চলচ্চিত্র মুক্তি পাবে, ২০২১ সালের ১৭ মার্চের মধ্যে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন বলিউডের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল। চলচ্চিত্রটি নিয়ে আলাপ আলোচনা করতে বর্তমানে ঢাকায় গিয়েছেন বলিউডের তুখোড় এই চলচ্চিত্র নির্মাতা।

বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধুর জীবনী নির্ভর চলচ্চিত্রটির ব্যাপারে আলোচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকও করেছেন শ্যাম বেনেগাল।

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন শ্যাম বেনেগাল। সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী ও চিত্র পরিচালক শ্যাম বেনেগাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন কাহিনী নির্ভর একটি চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে
আলোচনা করেন।

তিনি বলেন, এর আগে ২০১৭ সালে ভারত ও বাংলাদেশ সরকার বঙ্গবন্ধুর ওপর চলচ্চিত্র ও মুক্তিযুদ্ধ বিষয়ক একটি তথ্যচিত্র নির্মাণের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করে। বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক চলচ্চিত্রটি তাঁর শততম জন্মবার্ষিকী উপলক্ষে ২০২১ সালের ১৭ মার্চের মধ্যে মুক্তি পাওয়ার কথা ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শ্যাম বেনেগালের মধ্যে আলোচনার সময় বাংলাদেশের তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, বাংলাদেশের প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি, বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, তথ্য সচিব আবদুল মালেক, ঢাকায় ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাস ও প্রখ্যাত অভিনেতা পীযূষ বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।

এরআগে বুধবার বিকেলে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শ্যাম বেনেগাল ও বাংলাদেশের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের বৈঠক হয়। বৈঠকের পর বাংলাদেশের তথ্যমন্ত্রী জানান,, ২০২১ সালের মধ্যেই বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক চলচ্চিত্রটির নির্মাণ কাজ শেষ হবে।

চলচ্চিত্রটি নির্মাণের জন্য বাংলাদেশ ও ভারতের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ১৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক কমিটিতে বাংলাদেশ পক্ষের নেতৃত্বে রয়েছেন।

এদিকে মঙ্গলবার সকালে এফডিসিতে বঙ্গবন্ধুকে নিয়ে জীবনী নির্ভর চলচ্চিত্র নিয়ে প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। যেখানে চলচ্চিত্রটির কর্মপরিকল্পনা, চিত্রনাট্যের প্রক্রিয়া, শিল্পী নির্বাচনসহ নানা বিষয়ে আলোচনা করেন নির্মাতা শ্যাম বেনেগাল। সেখানে জানানো হয়, প্রাথমিক ভাবে বায়োপিকটি ইংরেজি ভাষায় নির্মাণের পরিকল্পনা থাকলেও সর্ব সম্মতিক্রমে ছবিটি বাংলা ভাষায় নির্মাণের সিদ্ধান্ত নেয়া হয়।

এফডিসির বৈঠকে উপস্থিত ছিলেন বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) লক্ষণ চন্দ্র দেবনাথ, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হারুন-অর-রশীদ, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আজহারুল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, নাট্যজন মামুনুর রশিদ, ‘সূর্যদীঘল বাড়ি’ খ্যাত পরিচালক মসীহ উদ্দিন শাকের, চলচ্চিত্রকার মোরশেদুল ইসলাম সহ অনেকে।

 

 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

11 hours ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 day ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 day ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 days ago