পশ্চিমবঙ্গ

ফের বাংলায় হুমকি আইএসের!

ভারত ও বাংলাদেশে ফের হামলার হুঁশিয়ারি দিল মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

আইএস সমর্থিত ওয়েবসাইট আত-তামকিনে এই সংক্রান্ত বার্তা প্রকাশিত হয়েছে। এতে ভারত ও বাংলাদেশের আইনশৃংখলা রক্ষাবাহিনীর ওপর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে।

বাংলা, হিন্দি এবং ইংরেজিতে তিন ভাষায় ওই বার্তায় আইএস- র কার্যক্রম বাংলাদেশে পরিচালনার জন্য ‘আমির’-র নাম ঘোষণা করা হয়।

সেখানে বলা হয়েছে, আবু মহম্মদ আল বাঙালি নামের একজনকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের নেতা নিযুক্ত করল আইএস।
ওয়েবসাইটে প্রকাশিত পোস্টারে লেখা রয়েছে, “ওহে বাংলা ও হিন্দের তাগুত, কাফির ও তাদের নিকৃষ্ট সহযোগীরা! যদি ভেবে থাকেন বাংলা আর হিন্দে খিলাফত সৈন্যদের চুপ করিয়ে দেওয়া গিয়েছে, তাহলে ভুল করবেন। এটা মনে রাখবেন যে, আমাদের সৈন্যদের চুপ করিয়ে রাখা যায় না, আমাদের প্রতিশোধের স্পৃহা কোনদিনও নিভবে না”।

এতেই শেষ নয়, পোস্টারে আরও লেখা রয়েছে, ‘তোমরা কি এমনটা কখনও ভাবো যে, তোমাদের উপর, মুজাহিদদের ক্ষোভ হঠাৎ বির্পযয় হয়ে নেমে আসবে? তা হলে সেই দিনটির জন্য অপেক্ষা করো’।

পোস্টারে নিচে ইংরেজিতে লেখা, ‘Coming Soon Insha’Allah।’

সাম্প্রতিক কালে, আইএসের দ্বিতীয় এই হুমকিটি সামনে আসতেই নড়েচড়ে বসেছে বাংলাদেশ ও ভারতের গোয়েন্দারা। বিষয়টিকে মোটেই হালকা ভাবে নিচ্ছেন না তাঁরা।

তাঁদের মতে, ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ…’ হুমকির পরই বাংলাদেশের গুলিস্তানে হামলা করেছে আইএস। একটি শপিং কমপ্লেক্সের সামনে পুলিশকে লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। বিস্ফোরণে গুরুতর জখম হন তিন পুলিশ আধিকারিক। এবার এরচেয়েও আরও বড় কোনও নাশকতার পরিকল্পনা করছে জঙ্গি সংগঠনটি, এমনই মত গোয়েন্দাদের।

এছাড়া প্রায় পাঁচ বছর পর ফের প্রকাশ্যে এসেছে ইসলামিক স্টেট প্রধান আবু-বকর আল বাগদাদি। সোমবার একটি ভিডিও প্রকাশ করে আইএস জঙ্গিগোষ্ঠী। মৃত্যুর জল্পনা উড়িয়ে সেখানেই দেখা মেলে ওই কুখ্যাত জঙ্গিনেতার। ভিডিওয় শ্রীলঙ্কার ধারাবাহিক বিস্ফোরণের কথা উল্লেখ করেছে সে।

বাগদাদি বলেছে, খিলাফতের উপর হামলার বদলা নিতেই শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হয়েছে। ভিডিওয় দেখা গিয়েছে, বেশ কয়েকজন জঙ্গির সঙ্গে বসে হাঁটু মুড়ে বসে রয়েছে বাগদাদি। তার পাশে রয়েছে একটি অত্যাধুনিক স্বয়ংক্রিয় রাইফেল।

দুটি হুমকি পোস্টারের পর এই ভিডিওই এখন মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে  দু দেশের গোয়েন্দাদের।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

9 hours ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 day ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 day ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 days ago