পশ্চিমবঙ্গ

ভারতীয় মেট্রো রেলে বিরলতম ঘটনাঃ বৌবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর চরম গাফিলতিতে ধ্বসে গেল বহু বাড়ি, ২৮৪ জন ঘরছাড়া!

বিগত কয়েকমাস ধরেই কলকাতা মেট্রোর নানা প্রকার বিসংতি ধরা পড়ছে। কখনো মেট্রো রেলের দরজায় সঞ্জয় কাঞ্জিলালের শরীর নিয়েই ছুটে চলে মেট্রো, যেখানে বেঘোরে তাঁর প্রাণটাই চলে গেল। আবার কোনদিন দরজার সেন্সর কাজ না করার ফলে খোলা দরজা নিয়েই ছুটে চলে রেল!

তবে এবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর গাফিলতিতে অবর্ণনীয় দুর্দশা সইতে হচ্ছে মোট ১৮ টি পরিবারকে! রবিবার রাত পর্যন্ত ২৮৪ জন বাসিন্দাকে বিভিন্ন হোটেলে সরিয়ে দেয়া হয়েছে বলে জানান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

মেট্রোরেলের সুড়ঙ্গ খুঁড়তে গিয়ে ভেঙে পড়েছে বৌবাজার দুর্গা পিতুরি লেন ও সেকরাপাড়া লেনের বাড়িগুলো। ৪ টি বাড়ির অস্তিস্ত্ব আর নেই।

চালু করা হয়েছে স্পেশ্যাল কন্ট্রোল রুম (নম্বর: ৯৪৩২৬১০৪৭২)।

আগামিকাল গুরুত্বপুর্ণ বৈঠকের ডাক দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘটনাটি এমন, টানেল বোরিং মেশিন দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার পূর্বে মাটি পরীক্ষা করা হয়েছিল কিনা জানা নেই, তবে মেট্রো রেলের দাবি তাঁরা মাটি পরীক্ষা করেই নিয়েছিলেন।

তাঁদের দাবী অনুযায়ী, মাটি পরীক্ষার সময় কোন ফুটো বা ওয়াটার পকেটের বিন্দুমাত্র অস্তিত্ব ধরা পড়েনি। কিন্তু প্রবল সংকট মুহূর্তে শনিবার ধরা পড়ে যে মাটির নীচে সৃষ্টি হয়েছিল বহু  অ্যাকুইফার বা ওয়াটার পকেট। যা কিনা সাধারণ মাটি পরীক্ষায় কখনোই ধরা পড়েনি!

এই ওয়াটার পকেট লিক করে বিপজ্জনকভাবে জল ঢুকে যায় সুড়ঙ্গে। ফলে ওপরের মাটি প্রচণ্ড গতিতে ধ্বসতে শুরু করে এবং বাড়িগুলোতে ফাটল দেখা দিতে থাকে!

উল্লেখ্য, ধর্মতলা থেকে বৌবাজার হয়ে শিয়ালদা পর্যন্ত মেট্রো টানেলের কাজ চলছে। শিয়ালদা পর্যন্ত টানেল পৌঁছাতে আর মাত্র বাকি রয়েছে ১০০ মিটার। এর মধ্যেই বৌবাজারে এসেই ঘটে গেল চূড়ান্ত বিপর্যয়। যা ভারতের মেট্রো রেলের ইতিহাসে বিরলতম ঘটনা।

আজ বিকেলে দিল্লি মেট্রো রেলের তরফে এক জন বিশেষজ্ঞ এলাকায় আসার কথা। বুধবার বিকেলের মধ্যে জার্মানি থেকে একজন বিশেষজ্ঞ আসছেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন মুখ্যমন্ত্রী মমতা। আপাতত যাঁদের হোটেলে অবস্থানের ব্যবস্থা করা হয়েছে, তাঁরা ৪-৫ দিন সেখানেই থাকবেন।

বিশেষজ্ঞরা যদি মনে করেন যে বাড়িগুলোতে ফের বাসিন্দারা অবস্থান করতে পারবেন, তবে তাঁদের সেখানে পাঠানো হবে। অন্যথা ক্ষতিগ্রস্ত মানুষদের অন্যত্র পুনর্বাসনের ব্যবস্থা করবে রাজ্য সরকার।

 

 

 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

2 weeks ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

2 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

2 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago