পশ্চিমবঙ্গ

বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে! কোয়ারেন্টাইনে না থাকলে নেয়া হবে আইনী ব্যবস্থা

এক এক করে বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা।

নতুন করে আরো ৩ জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।

এ নিয়ে দেশে মোট সার্স করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০ জনে।

সোমবার এক সংবাদ সম্মেলনে রোগতত্ত্ব ও রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এর পরিচালক মিরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানিয়েছেন।

বিদেশ ফেরত একজনের মাধ্যমে উক্ত পরিবারে ভাইরাস ছড়িয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধের জন্যে দেশে সভা-সমাবেশ, মসজিদে জামাতে নামাজ ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

তবে বাংলাদেশে যারা বিদেশ থেকে আসছেন তাঁরা কোয়ারেন্টাইনের নিয়ম মানতে চাইছেন না, এমন অভিযোগ উঠছে বারবার। এমনকি দেখা গেছে হয়তো বা করোনার লক্ষণ থাকা ব্যক্তিও পাশ দিয়ে গেলে বোঝার উপায় নেই যে তাঁর শরীর ভালো নয়। এমনও অভিযোগ লিখে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন দেশবাসী।

এমন ভাবে দেশের অবস্থা বড় ভয়ানক হয়ে ওঠার আশংকা প্রকাশ করছেন বাংলাদেশবাসী।

মিরজাদী সেব্রিনা জানিয়েছেন, প্রশাসন কঠোর ব্যবস্থা হাতে নিচ্ছে।

তিনি জানান, ‘কোয়ারেন্টাইনের নিয়ম না মানলে তাদের জরিমানা করা হবে।’ আইনগত ব্যবস্থা নেয়া হবে নিয়ম ভঙ্গকারীর প্রতি।

বলেন, ‘কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির আত্মীয়দের বাড়ির বাইরে যাওয়াটা আইনগতভাবে নিশ্চিত করতে পারি। কিন্তু পরিবারের সদস্যরা যেন কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রাখেন, সে বিষয়টি কঠিনভাবে পালন করতে হবে।’

‘এছাড়া কারো করোনাভাইরাসে আক্রান্ত বলে সন্দেহ হলে আইইডিসিআরে আসতে হবে না। আইইডিসিআর নিজেই নমুনা সংগ্রহ করে নিয়ে আসবে’। এক্ষেত্রে হটলাইন নাম্বারের সহায়তা নিতে হবে।

উল্লেখ্য যে, এ মুহূর্ত পর্যন্ত ভারতে ১২৯ জন করোনায় আক্রান্ত। তাঁদের মধ্যে ১৩ জন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন ৩ জন।

এছাড়া, করোনা সতর্কতায় সার্কভুক্ত দেশগুলির সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উন্নয়নশীল দেশ হিসেবে সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে কনফারেন্সে বসে নরেন্দ্র ্মোদি বলেন, করোনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে।

তিনি আরো বলেন, ভারত তার নিজস্ব রীতি অনুযায়ী প্রতিবেশী দেশগুলিকে সাহায্য করবে।

ভারত, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, নেপাল, ভূটান, মালদ্বীপ, শ্রীলঙ্কা- দক্ষিণ এশিয়ার এই আটটি দেশ সার্কভুক্ত দেশের আওতায় পড়েছে।

পাকিস্তান বাদে সবকটি দেশের রাষ্ট্রপ্রধানরাই অংশ নিয়েছিলেন ভিডিও কনফারেন্সে।

চিন থেকে ভারতীয় ছাত্রদের সঙ্গে ২৩ বাংলাদেশী ছাত্রকে উদ্ধার করে আনার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা।

নরেন্দ্র মোদি বলেন, শক্ত হাতে পদক্ষেপ নিতে হবে। জনসাধারণ যেন কোনপ্রকার গুজবে কান না দেন।

এছাড়াও প্রধানমন্ত্রী মোদি বারবার দেশবাসী, বিশ্ববাসীকে সতর্ক করছেন, প্রত্যেক ব্যক্তি যেন হাত পরিষ্কার থাকলেও সাবান-জল দিয়ে বারংবার হাত ধোন। চোখে-মুখে হাত একদমই নয়।

 

সাগরিকা দাস

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

6 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago