পশ্চিমবঙ্গ

ফের বিতর্কে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ, পিংলায় তাঁর গাড়ি থেকে উদ্ধার লক্ষাধিক টাকা

ফের বিতর্কে ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। না, তবে এখনও কোনও লাগাম ছাড়া বক্তব্যের বিতর্ক নয়, মোটা অঙ্কের টাকা নিয়ে বিতর্কে জড়িয়েছেন।

বৃহস্পতিবার গভীর রাতে ভারতী ঘোষের গাড়ি আটক ঘিরে উত্তেজনা ছড়ায় পিংলায়।

পুলিশি তল্লাশির সময় বিজেপি প্রার্থীর গাড়ি থেকে উদ্ধার হয় ১ লক্ষ ১৩ হাজার টাকা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে যখন প্রচার সেরে বাড়ি ফিরছিলেন ভারতী ঘোষ, ঘটনাচক্রে তখনই পিংলা থানার মুন্ডুমারিতে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। তখনই তাঁর গাড়ি থেকে উদ্ধার হয় টাকা।

পুলিশের দাবি, প্রথমে গাড়ি তল্লাশি করতে দিতে অস্বীকার করেন ভারতী। পালিয়ে যাওয়ারও চেষ্টা করেন। অভিযোগ, ওই টাকা উদ্ধার হলেও কোনও সিজার লিস্ট-এ সই করেননি ভারতী। উল্টে তিনি পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন।

নির্বাচন কমিশনের তথ্য বলছে, ৫০ হাজারের বেশি টাকা নিয়ে কোনও প্রার্থী বা ব্যক্তি যাতায়াত করতে পারবেন না। ভারতী ঘোষের নির্বাচনী এজেন্ট জানিয়েছেন, গাড়িতে চার জন ছিলেন। পঞ্চাশ হাজার টাকা করে মোট ২ লক্ষ সঙ্গে নিয়ে যাওয়া যায়। সেক্ষেত্রে গাড়িতে ছিল ১ লক্ষ ১৩ হাজার টাকা।

স্থানীয় সূত্রে খবর, ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ভারতী ঘোষ ও বিজেপি কর্মীদের বেশ কিছুক্ষণ বচসা চলে।

ওই ঘটনার পরই পিংলায় তৃণমূলের পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন দলের সমর্থকরা। তাঁদের দাবি, গ্রেফতার করতে হবে ভারতীকে। পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। তৃণমূল কর্মীদের অভিযোগ, তৃণমূল কর্মীদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য হাজার টাকা ও সাধারণ ভোটারদের পাঁচশো টাকা দেওয়া হচ্ছে। পোলিং এজেন্ট বসার জন্য দশ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। টাকা বিলি করে ভোট কেনার চেষ্টা হচ্ছে। এদিকে গতকাল মন্ডলমারি এলাকার ওই টাকা উদ্ধার হয়। ওই ঘটনার পর গ্রেফতারের দাবিতে তারা এখনও অনড়।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

4 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

4 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

5 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

5 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

6 days ago