পশ্চিমবঙ্গ

দেশভাগ কাকে বলে এরা জানে না, দু-পারের বাঙালির সমান অধিকার পদ্মার ইলিশেঃ আপোসহীন তসলিমার কলমে ফের ধর্মনিরপেক্ষতার বার্তা

কবি সৈয়দ আলি আহসান বলেছিলেন ‘নদীই দেশ, দেশই নদী’। দেশ আর নদীর কখনো বিভাজন হয় না। শান্ত, স্ফীত, কল্লোলময়ী নদী বয়ে চলেছে যুগে যুগে দেশে দেশে স্বাধীনতার বার্তা নিয়ে।

নদীর কোন ধর্ম নেই, নদীর কোন জাত নেই। আর তাতে অবস্থান করা প্রাণীগুলোরও কোন জাত নেই।  নদী;আকাশ কতরকমভাবে মুক্তির বার্তা দেয়।

বাংলাদেশের মানবতাবাদী, ধর্মনিরপেক্ষ লেখক তসলিমা নাসরিন বারংবার মুখ খুলেছেন (ভারত-বাংলাদেশ) দু-দেশের বহু জ্বলন্ত সমস্যা নিয়ে। সর্বোপরি তাঁর লেখায় আমরা একটি শব্দই খুঁজে পাই, তা হচ্ছে ‘মানবতাবাদ’।

২০১২ সালের পয়লা আগস্ট ইলিশসহ সব ধরনের মাছের রফতানি ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ সরকার। তবে একই বছরের ২৩ সেপ্টেম্বর তারিখে অন্যান্য মাছের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও ইলিশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রাখা হয়েছিল।

তসলিমা নাসরিন বলেছেন, ইলিশ খাওয়ার অধিকার এপার-ওপার সব পারের বাঙালির অধিকার আছে। নদীর যেমন কোন ধর্ম নেই, ইলিশেরও কোন ধর্ম নেই। দেশভাগ কাকে বলে জানা নেই এদের।

“আগে তো ৫০০০ থেকে ৮০০০ টন ইলিশ যেত বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে। তারপর কী হলো? ২০১২ থেকে ইলিশ রফতানি বন্ধ। কেন? সম্ভবত তিস্তার পানির ভাগ না পাওয়াতে বাংলাদেশ রাগ করেছিল। হঠাৎ সাত বছর পর রাগ অভিমান ধুয়ে জল করে দিল। নিষেধাজ্ঞা তুচ্ছ করে ইলিশ রফতানি করতে বাংলাদেশের মন চাইলো। কেন? পুজোর উৎসবে ইলিশ খাক বাঙালি। ৫০০ টন ইলিশ আসছে এ পুজোয়।

এই নিষেধাজ্ঞা ফিষেধাজ্ঞা গুলো আমার অসহ্য লাগে। দিল্লিতে সাতটা বছর গুজরাটের ঘাসের-স্বাদের ইলিশকে পদ্মার সুস্বাদু ইলিশ ভেবে কিনেছি। মাছের দোকানিরা তো তাই করে, হাবিজাবি জলের ইলিশকে পদ্মার বলে চালায়, আর ক্রেতার পকেট ফাঁকা করে চলে যায়। ইলিশ রফতানি চলুক। পদ্মার ইলিশ খাওয়ার অধিকার এপার ওপার সব বাঙালির সমান। নদীর কোনও ধর্ম নেই। ইলিশের কোনও ধর্ম নেই। এরা দেশভাগ কাকে বলে জানে না।”

আসলে আকাশ তো একটিই। সেখানে লাল, নীল যে রঙই দেখা যাক না কেন! এক আকাশের মতোই উদার, নিঃসঙ্কোচ তসলিমা যে-কোন অবস্থায় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, দাঁড়াচ্ছেন।

অখণ্ড একটি সুন্দর; স্বচ্ছ, অসাম্প্রদায়িক পৃথিবীর স্বপ্ন দেখেন তিনি। যেখানে থাকবে না কোন জাতিভেদ, ধর্মের ভেদ, নারী-পুরুষ ভেদ।

‘লজ্জা’ উপন্যাস প্রসঙ্গে সম্প্রতি তিনি লিখেছেন, “আমি বাংলাদেশে হিন্দুদের ওপর যে অত্যাচার করে মুসলিম মৌলবাদিরা, হিন্দু বিদ্বেষীরা, সরকার যে হিন্দুদের ঘর বাড়ি মন্দির দোকান পাট ভেংগে ফেলা পুড়িয়ে ফেলা দেখেও, হিন্দুদের জমি জমা কেড়ে নেওয়া দেখেও, আতংকে হিন্দুদের দলে দলে দেশত্যাগ দেখেও হিন্দুদের যথেষ্ট নিরাপত্তা দেয় না, সেই সত্যিটাই লিখেছি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লজ্জা তীব্র প্রতিবাদ। আমি যেমন বাংলাদেশের লেখক বাংলাদেশের সংখ্যালঘুর পাশে দাড়িয়েছি, ভারতের যারা আমার মতোই নিজের দেশের সংখ্যালঘুর বিপদে আপদে পাশে দাঁড়ায়, তারা কিন্তু লজ্জা লেখার জন্য হেন গালি নেই, আমাকে দেয়নি। আমি নাকি বিজেপির লোক, বিজেপির টাকা খেয়ে লজ্জা লিখেছি, আমি নাকি সাম্প্রদায়িক, হিন্দুত্ববাদি, আমি নাকি মুসলিম বিদ্বেষী। এই হলো তাদের বিচার। ভারতবর্ষে যাদের প্রগতিশীল, বামপন্থী, উদারনীতিক, অসাম্প্রদায়িক, বুদ্ধিজীবী বলে ডাকা হয় তারাই আমাকে গালি দেয় মানবতার পক্ষে লেখা লজ্জা বইটির জন্য। ২৬ বছর ধরে গালি দিচ্ছে। একঘরে করে রেখেছে আমাকে। সেক্যুলার সেক্যুলার বলে বলে মুখে ফেনা তোলে, অথচ ওদের যতটুকু দেখেছি পড়েছি জেনেছি, ওরা কেউই আমার চেয়ে বেশি সেক্যুলার নয়, আমার চেয়ে বেশি ধর্ম মুক্ত নয়, আমার চেয়ে বেশি উদারনীতিক নয়। অনেকে তো নিয়মিত পুজো আচ্চা করেও বুদ্ধিজীবীর খাতায় নাম লেখানোর জন্য হিন্দুত্ববাদীদের গালি দিয়ে সেক্যুলার সাজে।”

প্রসঙ্গত, আজ রবিবার দুর্গা পূজার উপহারস্বরূপ প্রথম চালান হিসেবে বাংলাদেশ থেকে ২৪ মেট্রিক টন ইলিশ আসছে ভারতে।

 

সাগরিকা দাস

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

7 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago