ত্রিপুরা

সিএনজি মূল্য বৃদ্ধির জন্য ক্ষোভ ব্যক্ত করলো সারা ভারত কৃষকসভার Tripura রাজ্য কমিটি

আগরতলা: ত্রিপুরা সরকার tripura সাধারণ মানুষের পকেট কাটার পথ নিয়েছে সিএনজি মূল্য বৃদ্ধির মাধ্যমে। এই অভিযোগ সারা ভারত কৃষকসভার ত্রিপুরা tripura রাজ্য কমিটির সম্পাদক পবিত্র করের। আগরতলায় agartala এক সাংবাদিক সম্মেলন করে তিনি এই অভিযোগ করেন।

এই মূল্য বৃদ্ধির ফলে প্রায় ২০ হাজার অটো ছাড়াও বিশাল সংখ্যক ছোট গাড়ী সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে দাবী করেন। সেই সঙ্গে তিনি বলেন, অন্যায় ভাবে বাড়ীর পাইপ লাইন গ্যাসের দাম বাড়িয়েছে তাতে প্রায় ৫০ হাজার ৪০০টি পরিবার সমস্যায় পড়বে।

তিনি বলেন পুজোর আনন্দের মাঝে লোকঠকানোর এক অভিনব পন্থা অবলম্বন করেছে ত্রিপুরা tripura রাজ্য সরকার। গত সাড়ে চার বছরে সতেরো বার সি এন জির দাম বাড়িয়েছে সরকার। তথ্য প্রদান করে পবিত্র কর বলেন ১লা এপ্রিল ২০১৮ তে সিএনজি’র মূল্য ছিল ৪১টাকা ।

এখন হয়েছে ৭৭ টাকা ৩০ পয়সা। তিনি অভিযোগ করে বলেন দীর্ঘদিন ধরে বিষয়টি চলছে এক অভিনব পদ্ধতিতে। এটাকে লোক ঠকানো বলবেন নাকি সাধারণ মানুষের প্রতি উদাসীনতা বলবেন সেটা সর্বসাধারণই ঠিক করবেন বলেও মন্তব্য করেন।

সিএনজি অর্থাৎ কমপ্রেসড ন্যাচারাল গ্যাসের দাম হটাৎ করে এখানে একলাফে ১০টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে পুজোর আগে। সারা ভারত কৃষকসভার ত্রিপুরা tripura রাজ্য কমিটির পক্ষে এই অন্যায় সিএনজি ও পিএনজি’র মূল্য বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান তিনি।

একটি তথ্য থেকে দেখা যাচ্ছে ১লা এপ্রিল ২০১৮ সালে ছিল এই সি এন জির মূল্য ছিল প্রতি কেজিতে ৪১ টাকা ।যার মধ্যে ভ্যাট ছিল ১৪.৫শতাংশ। ২রা অক্টোবর ২০২২ সেই দাম গিয়ে দাঁড়ায় পশ্চিম ত্রিপুরায় west tripura প্রতি কেজিতে ৭৭টাকা ৩০ পয়সা।

যেখানে ভ্যাট কেন্দ্রীয় সরকার কিছুটা কমিয়ে ৪% করলেও ত্রিপুরা tripura সরকার সেই জায়গায় নতুন সেস যুক্ত করে। যার নামকরণ করা হয়েছে ত্রিপুরা রোড ডেভেলপমেন্ট সেস বা টি আর ডি সেস তার পরিমাণ ১৯.৫০%। রাজ্যে সেস চালু হয়েছে ২০১৮ সালের ১লা আগস্ট থেকে।

পবিত্র কর বলেন আমরা তখনই আপত্তি করে ছিলাম । তখন তা ছিল ২% যা এখন বেড়ে হয়েছে ১৯.৫০% ।তিনি বলেন এখন প্রশ্ন এই যে সেস নেওয়া হচ্ছে তাতে কি কাজ হচ্ছে ? রোড ডেভেলপমেন্টের জন্য সেস,কেউ কি সেই ডেভেলপমেন্টর কিছু দেখেছে বা দেখছেন?

পবিত্র কর বলেন এখন ১০০ টাকার সি এন জি কিনলে ভ্যাটের জন্য ৪% ও টি আর ডি ১৯.৫০% নিয়ে ২৩টাকা ৫০ পয়সা সরকারকে দিচ্ছে সাধারণ।মনে রাখতে হবে এই ২৩টাকা ৫০পয়সার মধ্যে ১৯ টাকা ৫০ ত্রিপুরা tripura সরকারের আর ৪ টাকা কেন্দ্রীয় সরকারের।

এই ৪ টাকা থেকেও রাজ্য আনুপাতিক হারে টাকা পাবে ।তিনি বলেন,যদিও ডবল ইঞ্জিন সরকার একে অপরকে গত ২০১৭ সাল থেকেই কোনো ভ্যাট সংক্রান্ত আনুপাতিক হারের টাকা রাজ্যকে দেয়নি। এটা রাজ্য সরকারগুলোরই অভিযোগ।

ত্রিপুরার tripura ক্ষেত্রে ডবল ইঞ্জিনের সুফল কি পাওয়া গেল? তিনি বলেন এই ক্ষতি পূরণের দায়িত্ব তো কেন্দ্রীয় সরকারের ।সেই দাবি না করে চুপচাপ সাধারণের ওপর কর বাড়িয়েছে সরকার। যা অন্যায় ।

মনে রাখতে হবে সাম্প্রতিক কালের মধ্যে সরকার যে ১৭বার সি এন জির মূল্য বৃদ্ধি ঘটিয়েছে যার পরিমাণ ৩৩ টাকা ৩০ পয়সা যেটা শতকরা হিসেবে ৭৫.৬৮%। লোক ঠকানো এখানেই শেষ নয়।

তিনি বলেন পশ্চিম ত্রিপুরায় ৭৭টাকা ৩০ পয়সায় এক কেজি সি এন জি পাওয়া গেলেও সারা ত্রিপুরায় এই দামে পাওয়া যাচ্ছে না। ১১ই ডিসেম্বর ২০২০ পর্যন্ত সারা রাজ্যে একই দাম থাকতো। ১২ডিসেম্বর থেকেই দু ধরণের দাম ত্রিপুরায় চালু হয়।তিনি প্রশ্ন তোলেন এই পদ্ধতি চালু হওয়ার পেছনে যুক্তি কি?

এতে সবচেয়ে সমস্যায় পড়েছে পরিবহন শ্রমিক ও মালিকরা। অটো যারা চালান তাদের বক্তব্য হটাৎ করে দশটাকা বৃদ্ধি কেন?যাত্রী ভাড়া বাড়ানো মানে সাধারণের ওপর আবার ট্যাক্স চাপানো।

তিনি তথ্য দিয়ে বলেন দেখা যাচ্ছে যে ২০২০ সালের ১২ ডিসেম্বর পশ্চিম ত্রিপুরার সাথে বাকি ত্রিপুরায় দামের পার্থক্য ছিল তিন টাকা এখন সেটা চার টাকা হয়েছে। কেন?তিনি বলেন ২০১৮ সালের ১লা মার্চ সারা ত্রিপুরায় যেখানে সি এন জি প্রতি কেজি ছিল ৪১ টাকা এখন সেটা পশ্চিম ত্রিপুরায় ৭৭টাকা ৩০ পয়সা বাকি রাজ্যে ৮১টাকা ৩০পয়সা।

২০১৮ সালের ১লা মার্চের তুলনায় যার বৃদ্ধি ৮৪.৭৭%।যা পরিবহন ব্যবস্থাকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে ।প্রসঙ্গত তিনি বলেন এই মুহূর্তে দিল্লিতে সি এন জির মূল্য ৭৫টাকা ৬০ পয়সা। আমরা কি সুশাসনের আওতায় আছি?

এর সাথে যুক্ত হয়েছে ওজনে কারচুপি। চার কেজি সি এন জি কিনলে তিন কেজির বেশি পাওয়া যাচ্ছে না বলে চালকরা অভিযোগ করেছেন বলে তিনি জানান । পরিবহন দফতর বা খাদ্য জনসংভরণ দফতরের কোন নজরদারি নেই।

ফলে নিরবচ্ছিন্নভাবে লোকঠকানোর কাজ চলছে। এরপর যুক্ত হয়েছে বাড়ীতে লাইন গ্যাসের দাম বৃদ্ধি ।২০১৮ সালের শুরুতে যার মূল্য ছিল ১৭টাকা ৫পয়সা এখন তা হয়েছে ৩৮টাকা ৪০পয়সা। বানিজ্যিক ক্ষেত্রে সেটা হয়েছে ৪৯টাকা ৬০পয়সা। অথচ এই গ্যাস ত্রিপুরার প্রাকৃতিক সম্পদ ।

এই বৃদ্ধির ফলে গৃহস্থালির ক্ষেত্রে ও পরিবহনের ক্ষেত্রে যেমন চাপ বাড়ছে তেমনি জিনিসের দাম আরেক দফা বাড়বে।যেখানে সুশাসনের ধোঁয়ায় থাকা রাজ্য সরকার ঠুঁটো জগন্নাথ বলে পবিত্র কর অভিযোগ করেন । তিনি বলেন রাজ্য কৃষকসভা সমস্ত পর্যায়ে গ্যাসের মূল্য বৃদ্ধির তীব্র নিন্দা করছে একইসঙ্গে এই অতিরিক্ত এই মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানাচ্ছে।

অন্যথায় রাজ্য কৃষকসভা বৃহত্তর আন্দোলনে নামা থেকে পিছপা হবে না বলেও আগাম জানিয়ে রাখেন।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 hour ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

21 hours ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 day ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 days ago