ত্রিপুরা

Tripura publishes Draft Electoral Rolls: Tripura বিধানসভা নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশিত

আগরতলা: ভারতের নির্বাচন কমিশনের ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী ১ জানুয়ারি, ২০২৩-কে ভিত্তি বছর ধরে Tripura রাজ্যের ৬০টি বিধানসভা নির্বাচন ক্ষেত্রের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে।

সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে এই সংবাদ জানান। প্রকাশিত খসড়া ভোটার তালিকায় মোট ভোটারের সংখ্যা ২৭,৩৩,৮৯১ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১৩,৮০, ১৮১ জন এবং মহিলা ভোটার ১৩,৫৩,৬৬৪ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪৬ জন। খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত সার্ভিস ভোটারের সংখ্যা ১০,৩৪৯ জন।

এর মধ্যে পুরুষ ভোটার ১০, ১৬৫ জন এবং মহিলা ভোটার ১৮৪ জন। তিনি জানান, খসড়া ভোটার তালিকার প্রতিলিপি ৩,৩২৮টি ভোট কেন্দ্রে, সমস্ত তহশীল অফিসে, নির্বাচক নিবন্ধন আধিকারিকের (মহকুমা শাসকের অফিস) অফিস এবং জেলা নির্বাচন আধিকারিকের (ডি এম) অফিসে পাওয়া যাবে।

তাছাড়া মুখ্য নির্বাচন আধিকারিক, ত্রিপুরার ওয়েবসাইট www.ceotripura.nic.in এ খসড়া ভোটার তালিকার প্রতিলিপি পরিদর্শনের জন্য দেখা যাবে।

মুখ্য নির্বাচন আধিকারিক জানান, খসড়া ভোটার তালিকার উপর দাবি ও আপত্তি জানানোর সময়সীমা ৯ নভেম্বর, ২০২২ থেকে ৮ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত। দাবি ও আপত্তিসমূহ নিষ্পত্তির সময়সীমা ২৬ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে আগামী ৫ জানুয়ারি, ২০২৩।

খসড়া ভোটার তালিকার উপর বিশেষ প্রচার অভিযান করা হবে ১৯ ও ২০ নভেম্বর, ২০২২, এবং ৩ ও ৪ ডিসেম্বর, ২০২২। সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন আধিকারিক জানান, ১ জানুয়ারি, ২০২৩ এ যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়ে যাবে তারা তাদের ভোটারধিকার প্রয়োগ করতে পারবেন।

তিনি আরও জানান, ১৭ বছর পূর্ণ হয়েছে, কিন্তু ১৮ বছর পূর্ণ হয়নি এমন যুবক যুবতীরা এখন থেকে ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্ত করার জন্য আগাম আবেদন করতে পারবেন।

১৭ এবং ১৮ উর্দ্ধ বয়সীদের ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্তির জন্য মহকুমা শাসকদের উদ্যোগে দ্বাদশ শ্রেণী বিদ্যালয় এবং ডিগ্রি কলেজগুলিতেও বিশেষ শিবিরের আয়োজন করা হবে।

তাছাড়াও বিএলও-রা বাড়ি বাড়ি গিয়ে এই সমস্ত ভোটারদের নাম অর্ন্তভুক্তির জন্য উদ্যোগ নেবেন বলে জানান মুখ্য নির্বাচন আধিকারিক। তিনি জানান, ব্লু পুনর্বাসিত শিবিরগুলিতেও ভোটার তালিকায় নাম অর্ন্তভুক্ত করার কাজ অব্যাহত রয়েছে।

স্পেশাল সামারি রিভিশনের অংশ হিসেবে ভোটারদের মধ্যে সচেতনতার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবছরের নির্বাচন কমিশনের মূল ভাবনা হচ্ছে “পার্টিসিপেটিভ ইলেকশন’। সাংবাদিক সম্মেলনে খসড়া ভোটার তালিকা সংক্রান্ত একটি তথ্য সম্বলিত রূপরেখা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে তুলে ধরেন মুখ্য নির্বাচন আধিকারিক কিরণ গিত্যে।

অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক ঊষাজেন মাও সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 day ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

2 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

2 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

3 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

4 days ago