ত্রিপুরা

Tripura: বিজেপি নেত্রী এবং জেলা পরিষদের সভাধিপতি কংগ্রেসের যোগদান করলেন

আগরতলা:  ত্রিপুরা tripura রাজ্যের পরবর্তী বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আর ছয় মাসও নয়। এর মধ্যে জোর ধাক্কা খেলো শাসক দল বিজেপি। এই দলের নেত্রী এবং ধলাই জেলা পরিষদের সভাধিপতি রুবি ঘোষ বিজেপি ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেন।

শুক্রবার বিকেলে আগরতলা agartala এসে তিনি কংগ্রেস দলে যোগদান করেন। কংগ্রেস ভবনে আয়োজিত এই যোগদান কর্মসূচিতে তাকে কংগ্রেস দলের উত্তরীয় দিয়ে বরণ করে নেন বিধায়ক সুদীপ রায় বর্মন, আশীষ সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ ক্ষমতার অলিন্দে থাকা অবস্থায় শাসক দল ছেড়ে কংগ্রেস দলের যোগদানের কারণ হিসেবে তিনি জানান, বিজেপি দলে থেকে মানুষের জন্য কোন কাজ করা যায় না, নেতৃত্বরা মুখে মানুষের কল্যাণের কথা বললেও লুটেপুটে খাচ্ছেন।

কোন নেতৃত্ব এইসব অন্যায়ের প্রতিবাদ করলে উল্টে তাদের নামে নানা অপবাদ দেওয়া হচ্ছে। শাসক দলে থেকে ইচ্ছে থাকলেও মানুষের জন্য কোন কাজ করতে পারছিলেন না।

তাই তিনি পদ সরকারি গাড়ি, সরকারি ভাতা এবং জেলা পরিষদের মত গুরুত্বপূর্ণ দায়িত্ব ছেড়ে সাধারণ মানুষের জন্য কাজ করার উদ্দেশ্য নিয়ে কংগ্রেস দলে যোগদান করেছেন।

পাশাপাশি এদিন খোয়াই জেলার কর্মচারী নেতা প্রদ্যুৎ ভট্টাচার্য ২২পরিবার ভোটার নিয়ে কংগ্রেস দলে যোগদান করেন। এদের বেশিরভাগ শাসক দল বিজেপি এবং কয়েকজন সিপিআইএম ছেড়ে কংগ্রেস দলে যোগদান করেছেন বলে জানানো হয়।

আগামী দিনে আরো শাসক দল ছেড়ে কংগ্রেস শিবিরে আসবেন বলে দাবি করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। সেই সঙ্গে এদিন তিনি রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে।

পাশাপাশি মন্ত্রিপুত্রের ধর্ষণ কান্ডের সঙ্গে জড়িত থাকার বিষয়েও জোরালো দাবি তুলেন। সুদীপ রায় বর্মন বলেন, মন্ত্রী জড়িত থাকার বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য নাটক মঞ্চস্থ করছে শাসক দল। পুলিশ ও বাধ্য হয়ে তাদের কথা মত কাজ করছে।

শাসক দলের তরফে দাবী করা হয়েছিল ঘটনার দিন মন্ত্রীপুত্র কুমারঘাটে ছিল না। সে আগরতলায় ছিল, তাদের এই দাবী স্বপক্ষে একটি সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়। এই ফুটেজ দেখিয়ে বলা হয় যে সে ঐদিন আগরতলায় ছিল।

কিন্তু এ বিষয়ে বিধায়ক সুদীপ রায় বর্মনের দাবি, এটি সম্পূর্ণ ভাবে সাজানো নাটক। কারণ ভিডিওটি দেখেই বুঝা যাচ্ছে ওই ছেলে সিসিটিভির দিকে তাকিয়ে আছে।

এ বিষয়ে সুদীপ রায় বর্মনের দাবি ঘটনার দিন মন্ত্রীপুত্র কোথায় ছিল তার মোবাইলে টাওয়ার লোকেশন খুঁজে বের করে প্রকাশ্যে নিয়ে এলে আসল ঘটনা প্রমাণিত হবে।

তিনি আরো বলেন এ ধরনের পরিস্থিতি তৈরি করে সাধারণ মানুষদের বার্তা দেওয়ার চেষ্টা চলছে তাদের কথার বাইরে কেউ গেলেএ ধরনের আচরণ করা হবে।

রাজ্যের জঙ্গলের রাজত্ব থেকে যদি আরও ভয়ংকর কিছু থাকে তা কায়েম হয়েছে। এই পরিস্থিতিতে পুলিশকে কেন স্বাধীনভাবে কাজ করার দায়িত্ব দেওয়া হচ্ছে না এ নিয়ে প্রশ্ন তোলেন তিনি।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago