Tripura-র আক্রান্ত বিরোধী দলের কর্মী সমর্থকদের দেখতে তাদের বাড়ি গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী Manik Sarkar

আগরতলা: রাতের আঁধারে আক্রান্ত বিরোধী দলের কর্মী সমর্থকদের দেখতে ছুটে গেলেন ত্রিপুরার (tripura) প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার।

আক্রমণের ঘটনার তীব্র নিন্দা জানান তিনি। শনিবার রাতের আঁধারে ত্রিপুরার (tripura) পশ্চিম জেলা অন্তর্গত জিরানিয়া এলাকার বেশ কয়েকটি বাড়ি করে হামলা চালায় দুষ্কৃতির দল। মারধর করে ওই পরিবার গুলির সদস্যদের ওপর।

বাড়িতে রাখা নগদ টাকা সোনাদানা ও মূল্যবান সামগ্রী নিয়ে যায়। সেই সঙ্গে ভাঙচুর চালায় বলেও অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের। তাদের আরো অভিযোগ শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনার সঙ্গে জড়িত।

আক্রমণের এই খবর পেয়ে রবিবার আক্রান্তদের বাড়িতে যান সিপিআই(এম)র (cpim) এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার,(manik sarkar), প্রাক্তন মন্ত্রী পবিত্র কর সহ অন্যান্যরা।

তারা নির্যাতিত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন। পরিদর্শন শেষে এই ঘটনা সম্পর্কে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মানিক সরকার(manik sarkar) বলেন, এই ঘটনাগুলি রাজনৈতিক লুণ্ঠন ও ডাকাতি।

গাড়ি, মোটর বাইক নষ্ট করেছে, ঘরের সামগ্রী ভেঙেছে। এমনকি একটি বাড়ির দুইজন সদস্যকে তুলে নিয়ে যায়। যদি অন্যান্য মানুষজন তাদেরকে উদ্ধারার জন্য পুলিশে ফোন না করতো তাহলে তাদের প্রাণ সংশয় হতো বলেও আশঙ্কা করেন তিনি।

এই ঘটনা গুলির জন্য তিনি তীব্র নিন্দা এবং ঘৃণা ব্যক্ত করে। মানিক সরকার আরো বলেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বর্তমান শাসক দল ক্ষমতায় এসেছে। তাদের দেওয়া প্রতিশ্রুতি গুলি পূরণ করতে ব্যর্থ হয়েছে তারা।

যে সব যুবকদেরকে চাকরি দেওয়ার কথা এখন তাদেরকে দিয়ে এই সমস্ত আক্রমণের কাজ করাচ্ছে। এমনকি পুলিশ প্রশাসনকে পঙ্গু করে রাখা হয়েছে। যে কারণে আক্রমণের ঘটনা ঘটার পর বারবার পুলিশকে ফোন করলেও তারা আক্রান্তদেরকে উদ্ধারের কাজে আসেনি সময় মত বলে অভিযোগ করেন তিনি।

পরে পুলিশ নিজেরা তাদের অসহায় অবস্থার কথা স্বীকার করেছে বলেও জানান মানিক সরকার (manik sarkar)। প্রথম দিন থেকে বাম নেতাকর্মীদের উপর আক্রমণের ঘটনার ঘটছে। তবে এভাবে মানুষদের আটকে রাখা যাবে না বলে অভিমত ব্যক্ত করেন তিনি।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

7 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago