ত্রিপুরা

ত্ৰিপুরা বিধানসভা নির্বাচনের জন্য প্ৰার্থী তালিকা প্ৰকাশ করল কংগ্ৰেস

আগরতলা: আগামী ১৬ ফেব্রুয়ারি ত্ৰিপুরায় বিধানসভা নির্বাচন (Tripura Assembly Poll)। ৬০ সদস্যের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের(Tripura Assembly Poll) জন্য শনিবার ১৭ জন প্রার্থীর নাম ঘোষণা করল কংগ্ৰেস(Congress)। তবে, ১৩টি আসনের নয়, ১৭টি কেন্দ্ৰের জন্য নামের তালিকা প্ৰকাশ করা হয়েছে কংগ্ৰেসের (Congress) তরফে। আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াইয়ের জন্য Congress CPIM-এর নেতৃত্বাধীন বাম দলগুলির সঙ্গে জোট বেঁধেছে।

শনিবারই, ৬০ আসনের ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ করেছে BJP। তারপরেই Congress-এর প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। বিজেপি থেকে ৪৮ জনের নামের তালিকা প্ৰকাশ করেছে। বাকি ১২ জনের নাম তাড়াতাড়ি জানানো হবে বলে জানিয়েছেন BJP মুখপাত্ৰ সম্বিত পাত্ৰ।  

এদিকে, কংগ্ৰেসের তরফে জানানো হয়েছে আগরতলায়(Agartala) লড়াই করবেন সুদীপ রায় বর্মণ(Sudeep Roy Barman)। সুদীপ রায় বর্মণ এবং আশিস সাহা আগে ছিলেন BJPতে। গত বছর সুদীপ রায় বর্মণ বিজেপি ছেড়ে প্ৰাচীন দল Congress যোগ দেন। তাঁর সঙ্গে ছিলেন আশিস সাহাও। গত বছর উপনির্বাচনে আগরতলা থেকে কংগ্রেসের হয়ে লড়াই করে ফের জেতেন সুদীপ রায় বর্মণ। কিন্তু টাউন বড়দোয়ালিতে, মানিক সাহার বিরুদ্ধে লড়াই করে হেরে যান আশিস সাহা। বড়জালা কেন্দ্রে সুদীপ সরকার, মজিলিশপুর আসনে মানিক দে এবং পাবিয়াছাড়া কেন্দ্রে সমীরণ মালাকারকে প্রার্থী করেছে CPIM। রাধাকৃষ্ণপুর আসন ছাড়া হয়েছে RSP-কে। কিন্তু এই চারটি কেন্দ্রেই প্রার্থী দিয়েছে কংগ্রেস।

এবার টাউন বরদোয়ালি কেন্দ্ৰে প্ৰার্থী করা হয়েছে আশিস কুমার সাহাকে। তিনি সেখানে ত্ৰিপুরার মুখ্যমন্ত্ৰী মানিক সাহার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। কৈলাসহর আসনে কংগ্রেসের প্রার্থী বিরাজিৎ সিনহা। এই কেন্দ্রে CPIM-র বিধায়ক ছিলেন মহম্মদ মোবেশ্বর আলী। শুক্রবারই তিনি দিল্লিতে যোগ দেন BJP-তে। ওই কেন্দ্রে Moboshar Ali-কেই প্রার্থী হিসাবে ঘোষণা করেছে বিজেপি। এখানেই প্রার্থী করা হয়েছে ত্রিপুরা কংগ্রেসের সভাপতি Birajit Sinha-কে।

কেন্দ্রীয় নির্বাচন কমিটির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুকুল ওয়াসনিক কংগ্ৰেসের প্ৰার্থী তালিকা ঘোষণা করেন। তালিকা অনুযায়ী সুদীপ রায় বর্মণ আগরতলা আসন থেকে ফের লড়বেন এবং রাজ্য দলের সভাপতি বিরাজিত সিনহা কৈলাশহর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর আগে তিনি রাজ্য বিধানসভায় নির্বাচিত হয়েছিলেন।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 hours ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

23 hours ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 day ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 days ago