ত্রিপুরা

কংগ্রেস নেতার বিরুদ্ধে উত্তাল ত্রিপুরাঃ বিজেপির যুব শাখা রাহুল গান্ধীর প্রতিমূর্তি পুড়িয়ে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করল

রাফালে চুক্তি নিয়ে ‘মিথ্যা’ তথ্য ছড়ানোর জন্যে ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ সাব্যস্ত করছে ক্ষমতাসীন বিজেপি।

শনিবার আগরতলায় কংগ্রেস ভবনের সামনে ত্রিপুরা বিজেপির যুব শাখা বিক্ষোভ প্রদর্শন করে। রাহুল গান্ধীর প্রতিমূর্তি পুড়িয়ে প্রতিবাদ জানায় তারা।

রাষ্ট্রপতি টিঙ্কু রায়ের নেতৃত্বে ভারতীয় জনতা যুব মোর্চার (বিজেওয়াইএম) ত্রিপুরা রাজ্য ইউনিটের কর্মী ও সমর্থকরাও আগরতলায় একটি বিক্ষোভ সমাবেশ করেছিলেন।

ত্রিপুরার বিজেওয়াইএম সভাপতি টিঙ্কু রায় বলেন, “লোকসভা নির্বাচনের পূর্বে রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে রাজনৈতিক মাইলেজ নেওয়ার জন্য ভিত্তিহীন অভিযোগ করেছিলেন।”

“তবে দু’দিন আগে সুপ্রিম কোর্ট সব অভিযোগ খারিজ করে দিয়েছে।”

“বৃহস্পতিবার শীর্ষ আদালত ফরাসি সংস্থা দাসাল্টের কাছ থেকে ৩৬ টি যুদ্ধবিমান সংগ্রহের জন্য রাফালে চুক্তির তদন্ত চেয়ে রিভিউ পিটিশন খারিজ করে দিয়েছে,” তিনি যোগ করেছেন।

তবে বিজেপি যুব শাখার প্রতিবাদকে হালকাভাবে নেয়নি কংগ্রেস।

সকাল ৮ টায় কংগ্রেস কর্মীরা সমর্থকদের নিয়ে মহকুমা পুলিশ অফিসারের (এসডিপিও) আগরতলা কার্যালয়ে ঘেরাও করেন।

কংগ্রেস কর্মীরা চৌমুহনী পোস্ট অফিসের রাস্তাও অবরোধ করে পাল্টা শক্তি দেখায়।

এদিকে, কংগ্রেস কর্মী ও সমর্থকরা অভিযোগ করেছেন যে বিজেপি যুব শাখার বিক্ষোভকারীরা কংগ্রেস ভবনে হামলা চালায় এবং এই ঘটনায় পুলিশের ভূমিকা ছিল সম্পূর্ণ “নীরব দর্শক”এর।

কংগ্রেস নেতা সুশান্ত চক্রবর্তী তোপ দেগে জানাচ্ছেন, “বিজেওয়াইএম (BJYM) কর্মী ও সমর্থকরা পুলিশের সামনে কংগ্রেস কার্যালয়ে হামলা চালায়। মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এবং তাঁর দলের জন্য এটি লজ্জাজনক। ”

শনিবার দিনটিতে গেরুয়া দলের নেতা কর্মীরা মুম্বইয়েও রাহুলের বিরুদ্ধে প্রতিবাদ করে।

বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা কংগ্রেস নেতাদের ‘ভয়াবহ মিথ্যাচারের’ বিষয় তুলে ধরতে দলীয় সব সংগঠনকে নির্দেশনা দিয়েছেন।

রাফালে চুক্তি নিয়ে মোদি সরকারকে এর আগে দেয়া ‘ক্লিন চিট’ রিভিউ করার দাবি বৃহস্পতিবার প্রত্যাখ্যান করে সুপ্রিম কোর্ট। তারা রায় দেয় যে, আমরা মনে করি না, এ বিষয়ে একটি এফআইআরের নির্দেশ দেয়া প্রয়োজন। অথবা এ বিষয়ে একটি তদন্তের নির্দেশ দেয়া উচিত।

 

 

 

 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 weeks ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

3 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

3 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

3 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 weeks ago