ভারতকে রক্ষা করার জন্য বামপন্থী শক্তিকে মজবুত করার আহ্বান Sitaram Yechury-র

আগরতলা: ভারতের( India) বর্তমান সরকার একদিকে ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করতে চাইছে। সেই সঙ্গে সংবাদ মাধ্যমকে নিজেদের কুক্ষিগত করতে চাইছে। যারাই তাদের এই কথাগুলো শুনছে না তাদের বিরুদ্ধে নেমে আসছে নানা ধরনের চাপ।

আগরতলায় (agartala) এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সিপিআইএম (cpim) দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (Sitaram Yechury)। সংবিধান গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা রক্ষায় সোচ্চার হোন, রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসুন। এই আহ্বানকে সামনে রেখে বুধবার আগরতলায় (Agartala) এক আলোচনা সভার আয়োজন করা হয় ত্রিপুরা (tripura) রাজ্য বামফ্রন্ট কমিটির উদ্যোগে।

আগরতলা (agartala) টাউন হলে আয়োজিত এই আলোচনা সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই(এম) দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি,(sitaram yechuri) সিপিআই(এম) দলের পলিটি বুরো কমিটির সদস্য এবং ত্রিপুরা (tripura) প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার (manik sarkar), ত্রিপুরা (tripura) রাজ্য কমিটির সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, দলের কেন্দ্রীয় কমিটির সদস্য রমাদাস, নারায়ন কর প্রমুখ।

আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে, দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি (sitaram yechuri) বলেন, বিজেপি এখন একের পর এক ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতার সঙ্গে জয়ী হচ্ছে। এর অর্থ হচ্ছে ভয়-ভীতি দেখিয়ে অন্য কাউকে নির্বাচনের সামিল হতে দিচ্ছে না।

সাধারণ মানুষের সমর্থন নেই তাদের সঙ্গে। ত্রিপুরার (tripura) আগামী বিধানসভা নির্বাচনেও এই পদ্ধতি আবার তারা প্রয়োগ করবে। এই পরিস্থিতিতে সংঘর্ষের মধ্য দিয়ে ত্রিপুরা এবং ভারতবর্ষকে বাঁচাতে হবে, এটাই এখন বামেদের প্রধান চ্যালেঞ্জ।

ভারতকে বাঁচানোর জন্য বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে তাদেরকে ক্ষমতাচ্যূত করতে হবে। হিন্দুত্ব ও সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষতার শক্তিকে যুক্ত করতে হবে।

বামপন্থী শক্তিকে আরো শক্তিশালী করতে হবে। সত্যি বিষয়গুলো যাতে জনসমক্ষে না আসতে পারে তার জন্য ভারতের বর্তমান সরকার সংবাদ মাধ্যমকে নিজেদের কুক্তিগত করছে ক্ষমতাশিন দল, আর যারা তাদের কথা শুনছে না তাদের উপর নানা ধরনের চাপ সৃষ্টি করছে বলেও দাবী করেন সীতারাম ইয়েচুরি (sitaram yechuri)।

এদিন আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে মানিক সরকার বলেন, রাজ্যের সবচেয়ে বিপন্ন অবস্থায় রয়েছে ত্রিপুরা উপজাতি সহ-শাসিত জেলা পরিষদের অন্তর্গত বিভিন্ন এলাকা বসবাসকারী জনজাতি অংশের মানুষ। এই পরিস্থিতিতে শাসক দলের বক্তব্য কেউ শুনছে না।

অপরদিকে বামফ্রন্ট এই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষের জন্য কথা বলছে তখন বামফ্রন্টের নামে কুৎসা প্রচার করা হচ্ছে। কঠিন এই পরিস্থিতিতে সাধারণ মানুষদেরকে জড়ো করতে হবে। শাসকদলের কাজকর্মে ক্ষুব্ধ এবং বিরক্ত, ভেতর থেকে দল ভাঙছে।

তবে এসব দেখে নিশ্চিন্ত হওয়ার কিছু নেই যে নির্বাচন হলে বামফ্রন্ট জয়ী হয়ে যাবে। জনগণকে সঙ্গে নিয়ে রাস্তায় নামতে হবে। মতাদর্শগত ভাবে মানুষদেরকে ভুল পথে পরিচালিত করে নিজেদের দিকে নিয়ে যাচ্ছে।

এই পরিস্থিতিতে তাদেরকে কাউন্টার দিয়ে বামফ্রন্টের ফিরিয়ে আনতে হবে। জল এবং মাছের মধ্যে যেমন সম্পর্ক রয়েছে মানুষের সঙ্গে বামফ্রন্ট কর্মীদের এমন সম্পর্ক তৈরি করার পরামর্শ দেন মানিক সরকার। বর্তমানে ত্রিপুরা রাজ্যের চাকরির পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মানিক সরকার বলেন, নির্বাচনের আগে ঘরে ঘরে চাকরি ও মিস কল দিলে চাকরি হবে এসব প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল।

কিন্তু নির্বাচনের পর এইসব প্রতিশ্রুতি দেওয়া নেতারা রাজ্য ছেড়ে পালিয়ে যায়। তবে এখনো মাঝে মাঝে ত্রিপুরা পূজা দিতে আসে তবে মুখ লুকিয়ে আসে এবং পূজা দিয়ে লুকিয়ে লুকিয়ে পালিয়ে যায়। সারা দেশে সরকারি চাকরির পরিস্থিতি খুব খারাপ এই অবস্থায় পরিস্থিতি যে ভালো করতে পারবে না তারা তা বুঝাই যায়।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

6 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

7 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago