ত্রিপুরা

গণধর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে Agartalaয় বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের বিক্ষোভ

আগরতলা: Tripura রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীরা রীতিমতো সাঁড়াশি আক্রমণ শুরু করেছে শাসক দল বিজেপি এবং সরকারের বিরুদ্ধে।

একই দিনে প্রদেশ কংগ্রেসের শাখা সংগঠন, মহিলা কংগ্রেস, বামফ্রন্টের শাখা সংগঠনগণ তান্ত্রিক নারী সমিতি, প্রদেশ তৃণমূল কংগ্রেস, আরো অন্যান্য বামপন্থী সংগঠনের তরফে আগরতলা agartala সহ রাজ্যের একাধিক জায়গায় বিক্ষোভ কর্মসূচি করা হয়।

এদিন Tripura প্রদেশ কংগ্রেস নেতা এবং বিধায়ক সুদীপ রায় বর্মনের পাশাপাশি প্রদেশ মহিলা কংগ্রেসের তরফেও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

প্রদেশ মহিলা কংগ্রেসের তরফে আগরতলার সিটি সেন্টার এলাকার ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের অফিসের সামনে ভিক্ষুক প্রদর্শনী এবং ঘেরাও কর্মসূচির আয়োজন করা হয়।

উপস্থিত নেতৃবৃন্দ এবং সদস্যরা অভিযোগ করেন রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনের পর দিন অবনতি হচ্ছে। বিশেষ করে নারীরা সুরক্ষিত নয়। এই পরিস্থিতিতেও রাজ্য মহিলা কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে।

সেই সঙ্গে তারা দাবি করেন ধর্ষনের ঘটনায় জড়িত রয়েছে মন্ত্রীপুত্র তাই তাকে আইনের হাতে তুলে দিতে হবে। পাশাপাশি এই মন্ত্রীকে উপদত্যাগ করতে হবে।

যদি তা না করা হয় তাহলে মহিলা কংগ্রেস বৃহত্তর আন্দোলনে যাবে। ত্রিপুরা রাজ্যে একের পর এক নারী নির্যাতন এবং ধর্ষণের ঘটনা ঘটছে, এর পেছনে জড়িত রয়েছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা।

অবিলম্বে এই দুষ্কৃতীদের গ্রেপ্তার এবং রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা এবং এই ধরনের বিশৃংখল পরিস্থিতির দায়ভার গ্রহণ করে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।

এই দাবিগুলিকে সামনে রেখে আগরতলায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস। এই মিছিলটি রাজধানী আগরতলার চিত্তরঞ্জন রোডের ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেস অফিসের সামনে থেকে শুরু হয় শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দ্যোপাধ্যায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সান্তনু সাহাসহ অন্যান্য যুব নেতারা মিছিল থেকে তীব্র ভাষায় রাজ্য সরকারের সমালোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।

ত্রিপুরা রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনা, বিশেষ করে সাম্প্রতিক সময়ে ঊনকোটি জেলার কুমারঘাটে ও খোয়াই জেলার কল্যানপুর এলাকায় যে দুটি পৃথক গণধর্ষণের ঘটনার ঘটেছে তার যেরে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই দুটি গণদর্শনের ঘটনার সঙ্গে জড়িত সকলকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এবং রাজ্যে নারীর নির্যাতনের ঘটনা বন্দে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবিতে বিভিন্ন সংগঠনের তরফেনানা আন্দোলন কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

এরই প্রেক্ষিতে আগরতলার বটতলা এলাকায় যৌথভাবে বিক্ষোভ প্রদর্শন করে অল ইন্ডিয়া এমএসএস এবং অল ইন্ডিয়া ডিএসও এর সদস্যসদস্যারা। এদিনের এই বিক্ষোভ কর্মসূচী থেকে তীব্র ভাষায় ঘটনা গুলির নিন্দা জানানো হয় এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

এছাড়াও সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদ এবং আগরতলার Agartala যোগেন্দ্রনগর ধর্ষনের ঘটনা ঘটছে অভিযোগ জানানো হয়। এই ঘটনার প্রতিবাদে পূর্ব আগরতলা agartala মহিলা থানায় ডেপুটেশন দিলেন।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

6 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago