ত্রিপুরা

৩০ নভেম্বরই হবে ব্রু প্রত্যাবর্তন প্রক্রিয়ার শেষ প্রচেষ্টা, মিজোরামে কতটুকু নিরাপদ ব্রু’রা?

মিজোরাম সরকার পক্ষ থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ত্রিপুরায় বসবাসরত ব্রুদের মিজোরামে ফিরিয়ে আনার ক্ষেত্রে চলিত প্রত্যাবর্তন প্রক্রিয়াই হবে অন্তিম প্রচেষ্টা। সরকারি সূত্রে প্রকাশ পেয়েছে এই তথ্য।

উত্তর ত্রিপুরার ছয়টি উদবাস্তু ক্যাম্পে ৪ হাজারেরও অধিক অসহায় ব্রু পরিবার রয়েছে এবং কেন্দ্র আগামি ৩০ নভেম্বর তারিখকে ব্রুদের মিজোরামে ফিরিয়ে নেওয়ার শেষ প্রচেষ্টার দিন হিসেবে জানিয়ে দিয়েছেন।

সূত্রে জানানো মতে, মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাংগার অধ্যক্ষতায় শুক্রবার অনুষ্ঠিত মন্ত্রীমণ্ডলীয় বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

কিন্তু ব্রু লোকেরা যে মিজোরামে ফিরে যাবে, সে জন্যে কোন রকম সাহস বা সঠিক নিরাপত্তার আশ্বাস তারা সরকার পক্ষ থেকে পাচ্ছে না।

রাজ্যে তাদের প্রত্যাবর্তনের জন্যে সরকার পক্ষ থেকে উপযুক্ত ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেছে ব্রু’লোকেরা।

ছাত্ৰ সংগঠন মিজো জিরলাই পলকের পাশাপাশি সকল প্ৰধান মিজো জাতীয় সংগঠনগুলো ব্রুদের ভোটাধিকার নিয়ে দীর্ঘদিন ধরে আপত্তি জানিয়ে আসছে। এমনকি তাদের ভোটাধিকার প্রদান না করার জন্যেও দাবি পূর্বে উত্থাপিত হয়েছে।

মিজোরাম ব্রু ডিসপ্লেসড পিপলস ফোরাম (MBDPF) এর  প্রতিনিধি জুন, ২০১৮ সালে স্বাক্ষরিত প্রত্যাবর্তন চুক্তির বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্যে কেন্দ্রীয় গৃহ মন্ত্রী অমিত শাহের কাছে গিয়েছেন বলে সংবাদ রয়েছে।

ফিরে যাওয়া ব্রুদের মিজোরামের লুংলেই, মামিত এবং কলাসিব জেলায় সংস্থাপন করা হয়েছে।

ইতিমধ্যে, কেন্দ্র ব্রু প্রত্যাবর্তনের এই নবম প্রচেষ্টাকে শেষ প্রচেষ্টা বলে প্রকাশ করে উদবাস্তু শিবিরগুলোতে অমানবিকভাবে সমস্ত রেশন দেয়া বন্ধ করে দিয়েছিল।

ফলে খাদ্যের অভাবে লোকেরা মারা যাচ্ছিল। এবং তারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সাব্যস্ত করার জন্যে পথে নেমেছিল।

পরে ত্রিপুরা সরকার.৩০ নভেম্বর পর্যন্ত তাদের রেশন প্রদান করার প্রতিশ্রুতিতে বুভুক্ষু লোকেরা প্রতিবাদ কার্যসূচি তুলে নেয়।

মিজোরামে পুনর সংস্থাপিত প্রতি ব্রু পরিবারকে মাসে ৫ হাজার টাকা এবং দু-বছর পর্যন্ত বিনামূল্যে রেশন প্রদানের আশ্বাস দেয়া হয়েছে কেন্দ্রের সরকারের পক্ষ থেকে।

এদিকে খবর পাওয়া গেছে, ১ অক্টোবর পর্যন্ত চালানো সরকারের প্রচেষ্টায় কেবল ৭০০ ব্রু (১২৫ টি পরিবার) মিজোরাম রাজ্যে ফিরে গেছে।

কেন্দ্রের সরকার মিজোরাম এবং ত্রিপুরা সরকারের সঙ্গে জোট বেধে ত্রিপুরার উদবাস্তু শিবিরে আশ্রয়রত ব্রু-লোকেদের মিজোরামে ঘুরিয়ে নেবার চেষ্টা চালাচ্ছে।

কিন্তু বিগত ৫ অক্টোবর তারিখে মিজোরামে সংঘটিত একটি মর্মান্তিক ঘটনা কেন্দ্রের প্রচেষ্টাকে ফের বিফল করে দেওয়ার খবর প্রকাশিত হয়।

উল্লেখ্য, মিজোরামের মামিত জেলায় ফিরে যাওয়া লিন্দা রিয়াং নামক এক ৩৩ বছরের ব্রু মহিলাকে সেদিনই তাঁর মিজো স্বামী জীবন্ত জ্বালিয়ে মেরে ফেলেন।

পূর্ব থেকেই আতংকিত ব্রু-রা ফের এই ঘটনায় শংকিত হয়ে পড়ে নিজের জীবন নিয়ে। মিজোরামে ফিরে যেতে তাঁরা কোনভাবেই সাহস করতে পারছে না।

১৯৯৭ সালে একজন মিজো বনবিভাগের কর্মচারীকে হত্যা করা নিয়ে মিজো এবং ব্রু-র মাঝে সাম্প্রদায়িক সংঘর্ষের সূচনা হয়েছিল।

খাদ্যহীন, শুকিয়ে যাওয়া ব্রুদের জন্যে খাবার নিয়ে উদবাস্তু শিবিরে উপস্থিত হয়ে সদ্য কংগ্রেসত্যাগী দেববর্মা যন্ত্রণাকাতর ভূমিপুত্রদের স্বপক্ষে নিম্নোক্ত মন্তব্য করেন।

“এই মাটি আপনাদের। এ স্থান ছেড়ে আপনাদের যাওয়ার জন্যে কেউ জোর খাটাতে পারবে না। রিয়াং মানুষ রাখার মতো ত্রিপুরার যথেষ্ট জায়গা আছে। আমি ত্রিপুরা এবং মিজোরাম সরকারের সঙ্গে কথা বলবো।”

প্রদ্যোৎ দেববর্মা প্রশ্ন করেন, “বিএসএফ ফায়ারিং রেঞ্জের জন্যে কাঞ্চনপুরে যদি ২৭০০ একর জমি সরকার পক্ষ দেওয়ার জন্যে রাজি হতে পারে তাহলে আমাদের বিতাড়িত, অসহায় লোকদের জন্যে কেন পারবে না?”

সরকারের শেষ প্রচেষ্টা বলে প্রকাশ করলেও ব্রু’রা নিজেদের জীবন ফের ঝুঁকিতে ফেলে কতটুকু যেতে রাজি হবে?

 

 

 

 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago