ত্রিপুরা

Tripura জুড়ে পালিত হলো রাষ্ট্রীয় একতা দিবস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা: সারা দেশের সঙ্গে সোমবার tripura রাজ্য জুড়েও পালিত হল রাষ্ট্রীয় একতা দিবস national unity day। এদিন রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানটি হয় রাজধানী আগরতলার এ ডি নগর এলাকার পুলিশ মাঠে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। এছাড়াও রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

মাঠে tripura পুলিশের তরফে মুখ্যমন্ত্রীকে গার্ড ওনার জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য।

বক্তব্য রাখতে গিয়ে tripura মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার এই সময় পুলিশ ও টিএসআর বাহিনীর আধুনিকরণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

রাজ্য সরকার জননিরাপত্তা বৃদ্ধি সহ পুলিশ ও টিএসআর বাহিনীর জ‌ওয়ানদের স্বার্থে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

এদিকে tripura সরকারের যুব বিষয়ক এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাষ্ট্রীয় একতা দিবস অনুষ্ঠানটি হয় স্বামী বিবেকানন্দ ময়দানে।

সকালে রাজ্যভিত্তিক এই অনুষ্ঠানের সূচনা করে tripura মুখ্যমন্ত্রী ডা মানিক সাহা বলেন, দেশের একতা, অখন্ডতা ও সুরক্ষা সুনিশ্চিত করতে আজকের দিনটি সকলের জন্য গৌরবময় দিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেদিন থেকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন, সেই বছর থেকেই আজকের দিনটি দেশের পূর্বতন উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তীতে রাষ্ট্রীয় একতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

দেশের অখন্ডতা রক্ষার জন্য সর্দার বল্লভভাই প্যাটেল প্রায় ৫০০টি’র উপর ছোট ছোট স্বাধীন রাজ্যগুলিকে একত্রিত করে দেশের অখন্ডতাকে মজবুত করেছিলেন।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শ্রী সাহা এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক tripura শ্রেষ্ঠ tripura গড়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী, জনজাতি কল্যাণ মন্ত্রী রামপদ জমাতিয়া, সাংসদ রেবতী ত্রিপুরা, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, মুখ্যসচিব জে কে সিনহা প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মুখ্যসচিব জে কে সিনহা বলেন, এই দিবস উদযাপনের মধ্যে দিয়ে দেশের অখন্ডতা আরও মজবুত হবে। স্বাগত বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাষ্ট্রীয় একতা দিবসের শপথ বাক্য পাঠ করান। এরপর তিনি পতাকা নেড়ে রান ফর ইউনিটি’র আনুষ্ঠানিক সূচনা করেন। রান ফর ইউনিটিতে মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা অংশগ্রহণ করেন।

রান ফর ইউনিটি স্বামী বিবেকানন্দ ময়দান থেকে শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে উমাকান্ত একাডেমিতে এসে সমাপ্ত হয়।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago