ফাঁকা ময়দানে জনসভা করে গেলেন JP Nadda!

আগরতলা: বিজেপি (BJP) সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (JP Nadda) ত্রিপুরা (Tripura) সফরকে কেন্দ্র করে প্রদেশ বিজেপির জন্য জাতীয় মোর্চার উদ্যোগে এক সভার আয়োজন করা হয়।

পশ্চিম জেলার অন্তর্গত জিরানিয়া মহকুমার খুমলুং স্টেডিয়ামে এক জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী (Tripura) ডাক্তার মানিক সাহা, উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ জনজাতি নেতৃত্বরা।

সভায় বক্তব্য রাখতে গিয়ে জে পি নাড্ডা (jp nadda) বলেন, দেশের জনজাতি অংশের মানুষের উন্নয়নের জন্য সবচেয়ে বেশি চিন্তা করেন বর্তমান প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি।

তাই তিনি দেশের রাষ্ট্রপতি হিসেবে প্রথম বারের মত ওই জনজাতি অংশের মহিলাকে নিয়োগ করার জন্য কাজ করেছেন। এখানেই শেষ নয় মন্ত্রিসভায় জন জাতীয় অংশের নেতাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

তাই মন্ত্রিসভায় সর্বোচ্চ শংকর জনজাতি মন্ত্রীকে নিয়োগ করা হয়েছে। দেশের জনজাতিদের উন্নতির জন্য প্রথমবারের মতো ট্রাইবেল ইনস্টিটিউট চালু করা হয়েছে।

নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর স্বাধীনতার ৭০ বছরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনজাতি অংশের মানুষদেরকে মূল শ্রুতে বসবাস করার উপযুক্ত ব্যবস্থা করে দিচ্ছে। বামফ্রন্টের শাসনকালে জনজাতি অংশের মানুষদের জন্য কোন কাজ করেনি। পিছিয়ে রয়েছে।

জনজাতিদের শিক্ষা সংস্কৃতি থেকে শুরু করে আত্মসমাজিক অবস্থার উন্নতির জন্য কাজ করছে বর্তমান সরকার। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী (Tripura) অধ্যাপক ডা মানিক সাহা বলেন, ত্রিপুরা (Tripura) রাজ্যে জাতি এবং জনজাতি অংশের মানুষের উন্নতির ও জাতি জনজাতি অংশের মানুষের মৈত্রীর সম্পর্ককে শুদ্র করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বি জে পি নেতৃত্ব কাজ করছেন।

তবে দিনের এই সভায় সাধারণ মানুষের উপস্থিতি ছিল খুব কম। সর্বভারতীয় সভাপতির কর্মসূচিতে এত কম সংখ্যক মানুষের উপস্থিতি স্বাভাবিকভাবে বিব্রত করেছে রাজ্য নেতৃত্বকে।

যে বার্তা দিতে জনজাতি এলাকায় এই কর্মসূচি আয়োজন করা হয় তা পূরণে পুরোপুরি ব্যর্থ শাসকদল বলে অভিমত অনেকের।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

7 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago