ভারতের প্রথম মহিলা পরিচালিত কৃষি অফিসের যাত্রা শুরু হল ত্রিপুরায়

আগরতলা: ভারতের প্রথম সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত কৃষি অফিসের উদ্বোধন হলো বুধবার ত্রিপুরার গোমতী জেলার অন্তর্গত তেপানিয়া এলাকায়। এই কৃষি অফিসের অনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী ডা.মানিক সাহা।

উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া, স্থানীয় বিধায়ক বিপ্লব ঘোষসহ রাজ্য সরকার ও গোমতীর জেলা প্রশাসনের অন্যান্য অধিকাররা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত কৃষি মহকুমার উদ্বোধন করতে পেরে তিনি খুবই গর্বিত ও আনন্দিত। এই কৃষি মহকুমা কার্যালয়ের কাজকর্ম ১০০ শতাংশ মহিলাদের দিয়েই পরিচালিত হবে।

রাজ্য সরকার রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের যে প্রক্রিয়া হাতে নিয়েছে আজকের কর্মসূচি এরই অন্যতম প্রকৃষ্ট উদাহরণ। তিনি আরো বলেন, রাজ্যের কৃষকদের স্বার্থ সুরক্ষায় সর্বাধিক অগ্রাধিকার দিয়েছে বর্তমান সরকার।

চলতি বছরের মধ্যে কৃষকদের পরিষেবা প্রদানের লক্ষ্যে জোলাইবাড়ি, পোয়াংবাড়ি, বি সি নগর, নলছড় এবং বামুটিয়ায় কৃষি মহকুমা কার্যালয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। যেগুলি এবছরের শেষ নাগাদ জনগণের সেবায় কাজ শুরু করবে।

এর পাশাপাশি রাজ্য সরকার মহিলাদের স্বশক্তিকরণে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন কার্যকর করতে বদ্ধপরিকর সরকার। এরপর মুখ্যমন্ত্রী সতীর ৫১পিঠের মধ্যে অন্যতম ১পিঠ হচ্ছে ত্রিপুরার গোমতি জেলার উদয়পুরের ত্রিপুরা সুন্দরী মন্দির পরিদর্শন করেন।

বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে এই পিঠটিকে নব কোলেবরে সাজিয়ে তোলার কাজ চলছে। মূল মন্দিরকে ঠিক রেখে পুণ্যার্থী থেকে শুরু করে ব্যবসায়ী সহ অন্যান্য মানুষের সুবিধার কথা চিন্তা করে চারপাশে সু পরিকল্পিত এবং দৃষ্টিনন্দন ভাবে সাজানো হচ্ছে।

এই কাজ শেষ হলে অপরূপ সুন্দর হয়ে উঠবে মন্দির চত্বর। তিনি এদিন প্রথমে মন্দিরে গিয়ে পুজো দেন, তারপর নির্মাণ কাজ ঘুরে দেখেন। এই কাজের সঙ্গে জড়িত নির্মাণ সংস্থার কর্মীদের সঙ্গে কথা বলে নানা তথ্য জেনে নেন।

মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান, পদাধিকার বলে তিনি ত্রিপুরা সুন্দরী মন্দিরের চেয়ারম্যান। এই দায়িত্ব গ্রহণ এরপর প্রথমবারের মতো তিনি কাজকর্ম খতিয়ে দেখতে গিয়েছেন। কাজের অগ্রগতি দেখে তিনি খুশি, তবে আরও দ্রুতগতিতে কাজ হোক তাও চাইছেন বলে জানান।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

7 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago