আগরতলাঃ ত্রিপুরায় (Tripura) BJP একাই ৩২টি আসন জিতে দ্বিতীয় বার সরকার বানাতে চলেছে। আগের বারের থেকে ফল অনেকটাই খারাপ হলেও ৬০ আসনের ত্রিপুরায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে BJP শিবির। ত্রিপুরার(Tripura) প্রবীণ বিজেপি নেতা মানিক সাহা (Manik Saha) রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে প্রস্তুত। আগামী ৮ মার্চ শপথ গ্রহণ অনুষ্ঠান হবে।
শুক্ৰবার মানিক সাহা (Manik Saha) মুখ্যমন্ত্ৰী হিসেবে পদত্যাগ পত্ৰ জমা দিয়েছেন। এরফলে সে রাজ্যে নতুন সরকার গড়ার পথ সুগম হয়ে গেল।

মানিক সাহা(Manik Saha) শুক্রবার আগরতলার রাজভবনে ত্রিপুরার রাজ্যপাল এসএন আর্যের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এ সম্পর্কে মানিক সাহা বলেন- তিনি রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন, রাজ্যপাল তাঁকে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত মুখ্যমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যেতে বলেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠান সম্ভবত ৮ মার্চ অনুষ্ঠিত হতে পারে।
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ত্রিপুরা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হয়। বিজেপি-আইপিএফটি জোট ত্রিপুরায় ৬০ সদস্যের বিধানসভায় ৩৩ টি আসন জিতে ক্ষমতায় ফিরেছে।
ত্রিপুরার রাজকীয় বংশোদ্ভূত প্রদ্যোত দেববর্মার তিপ্ৰা মোথা প্রথম নির্বাচনে ১৩টি আসন পেয়েছে। অন্যদিকে বাম-কংগ্রেস জোট ১৪ টি আসন পেয়েছে। তৃণমূল ২৮টি আসনে প্ৰার্থী দিয়েছিল, একটিতেও জয়ী হতে পারেনি।