Agartalaয় যুব কংগ্রেস সভাপতিসহ চার জন সদস্যের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মিছিল

আগরতলা : সংগঠনের সভাপতির উপর আক্রমণের প্রতিবাদে ত্রিপুরা রাজ্যের (tripura) রাজধানী আগরতলায় (agartala) দাপিয়ে মিছিল করলো ত্রিপুরা (tripura) প্রদেশ যুব কংগ্রেসের নেতা কর্মীরা।

বৃহস্পতিবার বিকালে রাজধানীর পোষ্ট অফিস চৌমুহনির প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে মিছিল নিয়ে বের হয় প্রদেশ যুব কংগ্রেসের সদস্য ও সমর্থনরা।

এদিনের এই মিছিলের নেতৃত্বদেন দেন প্রদেশ যুব কংগ্রেস সহসভাপতি মহঃ সাহাজান ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ ত্রিপুরা (tripura) কংগ্রেসের অভজার্ভার জারিতা লাইফরাং, যুব নেত্রী আর্নিকা সাহা প্রমুখ।

মিছিলের শুরুতে প্রদেশ যুব কংগ্রেস সহসভাপতি মহঃ সাহাজান ইসলাম বলেন, গত মঙ্গলবার যুব কংগ্রেসের উদ্যোগে সারা দেশ জোড়ে কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। তার অঙ্গ হিসেবে প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে সিপাহীজলার (sipahijola) বিশ্রামগঞ্জ (bishramganj) এলাকায় একটি হলসভা হচ্ছিলো।

তখন হঠাৎ করেই বিজেপির দুষ্কৃতির দল হামলা চালায়। এর ফলে বেশ কয়েকজন যুব কংগ্রেস কর্মী আহত হন। এই পরিস্থিতিতে যুব কংগ্রেসের তরফে স্থানীয় পুলিশের কাছে সহায়তা চাওয়া হয়।

কিন্তু পুলিশ তাদেরকে সহায়তা না করে উল্টে ত্রিপুরা (tripura) প্রদেশ যুব কংগ্রেস সভাপতি রাখো দাসসহ চারজন নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে আটক করে।

জামিন ও যোগ্যতারায় মামলা করা হয়েছে তাই তারা বর্তমানে জেল হাজতে রয়েছেন। দলদাস পুলিশ বিজেপি নেতৃবৃন্দকে খুশি করার জন্য এই কাজ করেছে বলে তার অভিযোগ।

মামলায় বলা হয়েছে সেদিন যুব কংগ্রেস নেতৃবৃন্দ আক্রমণ চালিয়েছে হেয়ার ফলে বিজেপি কর্মী সমর্থক আহত হয়েছেন। দেখাতে পারেননি কে কে আহত হয়েছেন। রাজ্য প্রতিদিন কংগ্রেসসহ বিরোধী অন্যান্য দলের নেতাকর্মীদের আক্রমণ করা হচ্ছে।

গণতন্ত্র এখানে বিপন্ন। যুব কংগ্রেস সভাপতি সহ অন্যান্য সদস্যদের উপর মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদে তারা আগরতলা শহরে বিক্ষোভ মিছিলের আয়োজন করেন বলে জানান।

মিছিলটি কংগ্রেস ভবনের সামনে থেকে শুরু হয় শহরের বিভিন্ন রাস্তা করে। সবশেষে আবার কংগ্রেস ভবনের সামনে এসে শেষ হয়।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

7 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

7 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago