Rahul begans 19 day Kerala le- BharatJodoYatra: ক্ংগ্ৰেস নেতা Rahul Gandhi ১৯ দিনের Kerala সফর শুরু করলেন

নয়াদিল্লিঃ ‘ভারত জোড়ো যাত্রা’য় নেমে ক্ৰমশ বিতর্কে জড়িয়ে পড়ছেন কংগ্ৰেস নেতা Rahul Gandhi। শনিবার তিনি জড়িয়ে পড়েছিলেন পোশাক বিতর্কে, এ বার এক পাদ্রির সঙ্গে আলাপচারিতা করতে গিয়ে আরও এক বিতর্কে জড়ালেন।

বিজেপির অভিযোগ, রাহুলের উপস্থিতিতে ওই পাদ্রি হিন্দু ধর্ম সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন। দলের বক্তব্য, ‘ভারত জোড়ো নয়, ভারত তোড়ো’ অভিযানে নেমেছেন রাহুল। এদিকে, রবিবার সকালে দেশের দক্ষিণতম রাজ্য কেরালার পরসালা এলাকা থেকে ১৯ দিনের দীর্ঘ পদযাত্ৰা শুরু করেছেন। দিনের প্ৰথম পর্বের যাত্ৰা সকাল সাড়ে ৭ টা থেকে শুরু করে সাড়ে ১০ টায় শেষ হয়। দ্বিতীয় পর্বের যাত্ৰা বিকেল ৪টে থেকে শুরু হবে বলে আশা করা হচ্ছে। 

পদযাত্রার ছবি শেয়ার করে বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা জানান- সমাজের প্রতিটি শ্ৰেণীর লোক ভারত জোড়ো যাত্রা সম্পর্কে উৎসাহিত ছিলেন, কৃষক, শ্রমিক, যুবক, মহিলা, শিশু এবং বয়স্ক সকলেই পদযাত্ৰায় অংশগ্রহণ করেছেন। 

এক ফেসবুক পোস্টে তিনি বলেন, দেশের মানুষের কাছে স্পষ্ট বার্তা হলো- মুদ্রাস্ফীতি, বেকারত্ব, অর্থনৈতিক সংকট ও বিভাজনমূলক রাজনীতির অবসান হওয়া উচিত।

ভারতীয় জাতীয় কংগ্রেস, টুইট করেছে, “হাত মেলানো, হৃদয় সংযোগ করা – #ভারতজোড়োযাত্রা ভারতকে একত্রিত করে।” The Indian National Congress, buoyed by the huge following the yatra has generated, tweeted, “Joining hands, connecting hearts – #BharatJodoYatra bringing India together.”

Kerala Pradesh Congress Committee (KPCC) president এবং সাংসদ কে সুধাকরণ, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা (এলওপি) ভি ডি সতীসান এবং AICC সাধারণ সম্পাদক তারিক আনোয়ার এবং অন্যান্যদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর পর রাহুল গান্ধী পরশলা থেকে সকাল সাড়ে ৭টায় যাত্রা শুরু করেন। তাঁর সঙ্গে সিনিয়র কংগ্রেস নেতারা ছিলেন।

দলের অন্যান্য সিনিয়র নেতারা যারা প্রাক্তন দলীয় প্রধানকে স্বাগত জানিয়েছিলেন তাদের মধ্যে কংগ্রেস সাংসদ কে সি ভেনুগোপাল এবং শশী থারুর পাশাপাশি কেরালার প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি এবং প্রাক্তন এলওপি রমেশ চেনিথালা ছিলেন।

রাহুল গান্ধীকে স্বাগত জানাতে সমর্থক এবং প্ৰচুর সংখ্যক লোকের ভিড় জড়ো হয়েছিল।

প্রবীণ কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং, যাত্রার জাতীয় সমন্বয়কারী, টুইট করে বলেছেন- “কেরালায় আমাদের ভারত জোড়ো যাত্রা। ভারতের বৈচিত্র্য তাই স্পষ্ট। গতকাল আমরা তামিলভাষী তামিলনাড়ু থেকে মালায়ালাম ভাষী কেরালায় প্রবেশ করেছি। ভান্নাকাম থেকে নমস্কারম পর্যন্ত। #BharatJodo Yatra #TodoNahinJodo @INCIndia @Jairam_Ramesh @RahulGandhi,” 

প্রবীণ কংগ্রেস নেতা জয়রাম রমেশ, রাহুলের যাত্ৰা সঙ্গী, তিনি টুইট করেছেন, “আজ আমরা কেরালার তিরুবনন্তপুরমের কাছে পরসালা জংশন থেকে # ভারতজোড়োযাত্রার চতুর্থ দিন শুরু করছি। যেমনটি প্রত্যাশিত ছিল, রবিবার সাতসকালে প্ৰচুর ভিড় ছিল!”

টিভি চ্যানেল এবং ভারত জোড়ো যাত্রার টুইটার পৃষ্ঠায় প্রচারিত ভিজ্যুয়ালে দেখা যায় -হাজার হাজার লোক যাত্রায় অংশ নিচ্ছে এবং লোকেরাও গান্ধীর এক ঝলক দেখার জন্য রাস্তার ধারে সারিবদ্ধ হয়েছে, তাঁর ছবি তুলছে বা তাঁর সঙ্গে মত বিনিময় করছে।

তামিলনাড়ু সীমান্তের কাছের পরশলা থেকে কেরালায় প্রবেশ করার পর রাহুল গান্ধী ১৯ দিন ব্যাপী মালাপ্পুরমের নীলাম্বুর পর্যন্ত সাড়ে ৪০০ কিলোমিটার ভ্রমণ করবেন।

রাহুলের এই পদাত্ৰা ১২টি রাজ্য এবং দুটি কেন্দ্রশাসিত অঞ্চলকে কভার করবে। তামিলনাড়ুর কন্যাকুমারী থেকে জম্মু ও কাশ্মীর পর্যন্ত ১৫০ দিনের মধ্যে ৩ হাজার ৭৫০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

4 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

4 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

4 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

5 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

5 days ago