PM Narendra Modi unveils the Netaji’s statue near the India Gate in Delhi: দিল্লিতে India Gateএর কাছে ২৮ ফুটের নেতাজির মূর্তি উন্মোচন করলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী

 নয়াদিল্লিঃ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী দিল্লিতে রাজকীয় সমারোহে আনুষ্ঠানিকভাবে নেতাজির মূর্তি উন্মোচন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পূর্ব ঘোষণা মতোই আজ ঠিক সন্ধে সাতটা নাগাদ মূর্তির উন্মোচন করেন তিনি (Netaji statue near India Gate)৷ ‘সেন্ট্রাল ভিস্তা’ একাংশের উদ্বোধন ঘিরে সাজো সাজো রব ছিলই। তারই মাঝে নরেন্দ্র মোদী এদিন সন্ধ্যেয়ে উদ্বোধন করেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তি। একই সঙ্গে তিনি, দিল্লির ‘রাজপথ’ যার নতুন নাম ‘কর্তব্য পথ’ রাখা হয়েছে তারও উদ্বোধন করেন।

এদিন সন্ধ্যার অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী। চারদিকে আলোর মাঝে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। 

কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী নিজের বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘ স্বাধীনতার পর প্রথমবারের মতো প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে দেশের রূপান্তরমূলক প্রকল্প করা হচ্ছে।’ তিনি আরও বলেন- এমনই একটি প্রজেক্ট এটি যা আগের কোনও সরকার কল্পনাও করতে পারেনি।

এদিনের অনুষ্ঠানে ২৮ ফুট উঁচু নেতাজির মূর্তি উন্মোচিত হয়। ইন্ডিয়া গেটে এই উন্মোচনের সময় পুষ্প স্তবক দিয়ে নরেন্দ্র মোদী নেতাজির প্রতি শ্রদ্ধা জানান।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে যে, ২৮০ মেট্রিক টনের একটি গ্রানাইটের মোনোলিথিক ব্লক দিয়ে তৈরি হয়েছে এই মূর্তি ৷ ২৬ হাজার ঘণ্টার নিরলস পরিশ্রমের পর ৬৫ মেট্রিক টন ওজনের এই মূর্তি গড়ে ওঠে ৷ প্রথাগত প্রযুক্তি ও আধুনিক যন্ত্রপাতির মিশেলে সম্পূর্ণ হাতে তৈরি ভাস্কর্য ফুটিয়ে তোলা হয়েছে নেতাজির এই মূর্তিতে ৷ অরুণ যোগীরাজের নেতৃত্বে একদল শিল্পী এই ভাস্কর্য উপহার দিয়েছে দেশবাসীকে ৷

প্রকল্পের সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদী। উল্লেখ্য, মোদী সরকারের কাছে সেন্ট্রাল ভিস্তা একটি স্বপ্নের প্রকল্প ছিল। সেই জায়গা থেকে আজ এই সেন্ট্রাল ভিস্তার একটি অংশের উদ্বোধন হয়। এরপর রয়েছে নতুন ত্রিকোণ সংসদভবন ও কমন সেন্ট্রাল সেক্রেটারিয়েট অংশের প্রকল্প শেষ হওয়ার পালা। এই সেন্ট্রাল ভিস্তা নিয়ে দিল্লির রাজনৈতিক পরিবেশ বিভিন্ন সময়ে গরম হয়েছে। 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

5 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

6 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

7 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago