India ranks 132 position in the world in human development indicators report by UN: স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়নে গোটা বিশ্বে অনেক পিছিয়ে ভারত, রাষ্ট্ৰ সংঘের (UN) রিপোর্টে এই চিত্ৰ প্ৰকাশ

গুয়াহাটিঃ মানব উন্নয়ন সূচকে ভারতের স্থান বিশ্বের ১৯১টি দেশের মধ্যে ১৩২ নম্বর স্থানে। ২০১৯ সালের চেয়ে এক ধাপ এবং ২০২০ সালের চেয়ে দু’ধাপ নেমে গিয়েছে ভারত। এ বারের তালিকায় ভারতের স্থান চিন (৭৯), বাংলাদেশ (১২৯), ভুটান (১২৭) এবং শ্রীলঙ্কা (৭৩)-র চেয়েও নীচে।

গত বছরও ভারতের স্থান খুব একটা বেশি উন্নত ছিল না। ২০২০ সালে ভারতের মানব উন্নয়ন সূচকে ১৮৯ টি দেশের ভিতর স্থান ছিল ১৩১ নম্বর সংখ্যায়। একটি দেশের স্বাস্থ্য, শিক্ষা এবং গড় উপার্জনের ওপর ভিত্তি করে উন্নয়নের সূচক নির্ধারণ করা হয়। রাষ্ট্ৰ সংঘের United Nations Development Programme (UNDP) রিপোৰ্টে দেশের স্বাস্থ্য, শিক্ষা এবং উপার্জনের ক্ষেত্ৰে দেশের মানুষ যে এখনও অনেক অনেক পিছিয়ে আছে সেই চিত্ৰই ধরা পরেছে। 

ভারতকে ২০৪৭ সালের মধ্যে উন্নত দেশের সারিতে তুলে আনার লক্ষ্য স্থির করার কথা এ বারের স্বাধীনতা দিবসেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু মানব উন্নয়ন সূচকের নিরিখে রাষ্ট্রপুঞ্জের সংস্থার প্রকাশিত ২০২১ সালের ক্রমতালিকা দেখে কঠিনই মনে হচ্ছে সেই পথ। কারণ, ওই তালিকায় ১৯১টি দেশের মধ্যে ভারত রয়েছে অনেক পেছনে, ১৩২তম স্থানে। 

ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইউএনডিপি) (United Nations Development Programme) শনিবার তাদের যে রিপোর্টটি প্রকাশ করেছে, তাতেই স্পষ্ট হয়েছে এই চিত্র। চারটি বিষয় ধরে হিসাব কষেছে তারা— কোনও মানুষের সম্ভাব্য আয়ু, প্রাতিষ্ঠানিক শিক্ষার গড় মেয়াদ, প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রত্যাশিত মেয়াদ এবং মাথাপিছু জাতীয় আয়। এই সূচকে (এইচডিআই) ভারতের নম্বর দাঁড়িয়েছে ০.৬৩৩, যা ২০১৯ সালে ছিল ০.৬৪৫। মানব উন্নয়নের বিচারে মাঝারি মানের দেশগুলির সারিতেই রয়েছে ভারত।

ভারতবাসীর সম্ভাব্য আয়ু গড় কমে যাওয়াই মূলত এই পতনের কারণ বলে মনে করা হচ্ছে। রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে এ দেশের মানুষের সম্ভাব্য আয়ু ছিল ৭০.১ বছর। সেটিই ২০২১ সালে নেমে এসেছে ৬৭.২ বছরে, যা গত এক দশকে সর্বনিম্ন। রিপোর্ট অবশ্য বলছে, এই প্রবণতা সারা বিশ্বেই। ২০১৯ সালে গোটা বিশ্বে মানুষের গড় সম্ভাব্য আয়ু যেখানে ছিল ৭২.৮ বছর, সেখানে ২০২১ সালে তা ৭১.৪ বছরে নেমে এসেছে। 

এই পতনের নেপথ্যে রয়েছে নজিরবিহীন একগুচ্ছ সঙ্কট। তার মধ্যে সবচেয়ে বড় ধাক্কাটি কোভিড অতিমারির। তা ছাড়াও রয়েছে রাজনৈতিক, অর্থনৈতিক এবং জলবায়ুর পরিবর্তন সংক্রান্ত সঙ্কট, যার ধাক্কা দুনিয়া সামলে উঠতে পারেনি। বস্তুত, অতিমারি-পর্বে মানুষের জীবনের মান পাঁচ বছর পিছিয়ে গিয়েছে।

রিপোর্টে আরও জানা গেছে, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের জাতিগত সংখ্যালঘুরা মানসিক অশান্তির সব চেয়ে বেশি শিকার হয়েছে। তবে ভারতে মহিলাদের অধিকার আগের থেকে আরও সুরক্ষিত হয়েছে বলেই রিপোর্টে প্ৰকাশ। এর মধ্যে রয়েছে আইনি অধিকার, রাজনীতিতে মহিলাদের আরও বেশি অংশগ্রহণ, যৌন হেনস্থার হাত থেকে তাঁদের রক্ষা করার মতো বিষয়গুলি।

 রিপোর্ট অনুযায়ী, ১৯৯০ থেকে ২০২১ সালের মধ্যে ভারতবাসীর গড় আয়ুষ্কাল, শিক্ষার প্রত্যাশিত মেয়াদ, শিক্ষার গড় মেয়াদ— সবই পাল্টেছে। ক্রয়ক্ষমতার নিরিখে ভারতে মাথাপিছু জাতীয় আয় ২০২০ সালের (৪ লক্ষ ৮৬হাজার ৬৮৯ টাকা) থেকে ২০২১ সালে (৫ লক্ষ ২৫ হাজার ১৮১ টাকা) বেড়েছে। তবে ভারতে আর্থিক অসাম্য অনেক বেশি। রিপোর্ট অনুযায়ী, এ দেশের ২১.৭ শতাংশ সম্পদ কুক্ষিগত রয়েছে সবচেয়ে ধনী ১ শতাংশ নাগরিকের হাতে। অথচ ভারতের ২৭.৯ শতাংশ মানুষ এখনও বিভিন্নভাবে দারিদ্রতার শিকার।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 weeks ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

3 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

3 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

3 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 weeks ago