সংবাদ শীৰ্ষ

ফের বিমানে প্ৰস্ৰাব কাণ্ড, দিল্লিগামী বিমানে ঘুমন্ত ছাত্ৰের প্ৰস্ৰাব ছিটে গিয়ে লাগল সহযাত্ৰীর গায়ে

নয়াদিল্লিঃ নিউইয়র্ক থেকে দিল্লি (New York to Delhi Flight) অভিমুখী বিমানে ফের প্ৰস্ৰাবের ঘটনা(Flight urination incident)। এবার এক ছাত্ৰ ঘুমন্ত অবস্থাতেই আসনে বসেই সহযাত্ৰীর গায়ে প্ৰস্ৰাব করে ফেলেন। ওই ছাত্ৰ নেশাগ্ৰস্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ সহযাত্ৰীদের।

জানা যাচ্ছে, শুক্ৰবার রাত ৯টা ১৬ নাগাদ যাত্ৰা শুরু করে আমেরিকান এয়ারলাইন্সের (American Airlines) একটি উড়োজাহাজ। বিমানটি শনিবার রাত ১০ টা ১২ মিনিটে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (Indira Gandhi International Airport in Delhi) এসে পৌঁছয়।

এয়ারলাইন সূত্ৰ মতে জানা যাচ্ছে, অভিযুক্ত ছাত্ৰ যুক্তরাষ্ট্ৰের একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ৰ। তিনি মাতাল অবস্থায় বিমানে ঘুমিয়ে পড়েছিলেন। মাঝ আকাশে ঘুমন্ত অবস্থাতেই প্ৰস্ৰাব করে ফেলেন তিনি। তা গড়িয়ে পড়ে পাশের আসনে বসা এক বক্তির গায়ে। বুঝতে পারার সঙ্গে সঙ্গে বিষয়টি বিমান কর্মীদের জানান।

পরে অভিযুক্ত ছাত্ৰ সহযাত্ৰীর কাছ থেকে ক্ষমা  চেয়ে নেন। ভুক্তভোগী এই বিষয়ে পুলিশের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানানো থেকে বিরত থাকেন। ছাত্ৰটির ভবিষ্যতের কথা ভেবেই বড় কোনও পদক্ষেপ নিতে চাননি ওই সহযাত্ৰী।

তবে বিষয়টি হালকাভাবে নেয়নি আমেরিকার এয়ারলাইন্স(American Airlines) কর্তৃপক্ষ। বিমানের কর্মীরা প্ৰথমে ওই ছাত্ৰের কাণ্ড পাইলটকে জানান। পাইলট আবার দিল্লি বিমানবন্দরে এয়ার ট্ৰাফিক কনট্ৰোলে অভিযোগ করেন। তারপর দিল্লিতে অবতরণ করলে ওই ছাত্ৰকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তাঁকে হেফাজতে নিয়ে দিল্লি পুলিশ ছাত্ৰকে জিজ্ঞাসাবাদ করে।

অসামরিক বিমান পরিবহণের নিয়ম অনুসারে যদি কোনও যাত্ৰী বিমানে আপত্তিকর আচরণের জন্য দোষী সাব্যস্ত হন তাহলে তাঁকে নির্দিষ্ট সময়ের জন্য বিমানে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই ঘটনাতেও একই নিয়ম প্ৰয়োগ করা হয়েছে। আমেরিকান এয়ারলাইনস (American Airlines) ভারতীয় ওই ছাত্ৰকে নিষিদ্ধ করেছে।

গত বছর ২৬ নভেম্বরও দিল্লিগামী এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্সের একটি বিমানে বয়োজ্যেষ্ঠ নারী সহযাত্ৰীর গায়ে প্ৰস্ৰাব করার অভিযোগ উঠেছিল আরেক যুবকের বিরুদ্ধে। তিনিও নেশাগ্ৰস্ত ছিলেন বলে জানা যায়। শংকর মিশ্ৰ নামের ওই ব্যক্তিকে পরে গ্ৰেফতার করে দিল্লি পুলিশ। তাঁকেও বিমানে যাতায়াতে নিষিদ্ধ করা হয়। অন্যদিকে শংকরের বিরুদ্ধে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ না নেওয়ার অভিযোগ ওঠে এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে। এর জন্য এয়ারলাইন সংস্থাকে ৩০ লক্ষ টাকা জরিমানাও করা হয়।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 weeks ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

3 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

3 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

3 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 weeks ago