নয়াদিল্লি: বৃত্তির দাবিতে সোমবার জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (JNU) এবিভিপি কর্মী এবং নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনায় অন্ততপক্ষে ৬ জন ছাত্র ও নিরাপত্তা রক্ষী আহত হয়েছেন।
জানা গেছে, এবিভিপি-র কিছু ছাত্র বিক্ষোভ করতে অ্যাডমিন ব্লকের বাইরে জড়ো হয়েছিলেন। তাদের কোনও ধরনের বিক্ষোভের অনুমতি ছিল না।

নিরাপত্তারক্ষীরা তাদের অ্যাডমিন ব্লক ছেড়ে যেতে চলে যেতে বললেও ছাত্ররা সেখান থেকে এক পা নড়েননি। এতে তাদের মধ্যে তুমুল বাক বিতণ্ডা- কথা কাটাকাটি হয়।
এবিভিপির অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের কর্মী ও রক্ষীরা বৃত্তি চাইতে যাওয়া ছাত্রদের অপমান করেছে। আহত ছাত্রদের মধ্যে JNUর (ABVP) এবিভিপি সভাপতি রোহিত কুমারও রয়েছেন।
ছাত্রদের অভিযোগ, যে তাঁদের বৃত্তি গত দুই বছর ধরে আটকে ছিল এবং তাঁরা বৃত্তির অর্থ মুক্তির দাবিতে (JNU) জেএনইউ প্রশাসনের কাছে গিয়েছিলন, কিন্তু সেখানে কর্মীরা এবং রক্ষীরা মিলে বৃত্তি চাইতে যাওয়া ছাত্ৰদের মারধর করে।
পুলিশ জানিয়েছেন, ঘটনায় JNUর নিরাপত্তারক্ষী ও ছাত্র উভয়েই আহত হয়েছেন।