সংবাদ শীৰ্ষ

অবশেষে জেল থেকে মুক্তি পেলেন কেরলের সাংবাদিক সিদ্দিকি কাপ্পান

নয়াদিল্লিঃ ২০২০ সালের অক্টোবরে দলিত তরুণিকে গণদর্ষণের অভিযোগে উত্তাল হয়েছিল উত্তর প্ৰদেশের (Hathras in Uttar Pradesh) হাথরস। হাথরস যাওয়ার পথেই গ্ৰেফতার করা হয়েছিল কেরলের সাংবাদিক সিদ্দিকি কাপ্পানকে(A Journalist from Kerala)। ২ বছরেরও বেশি সময় জেলবন্দি থেকে মুক্তি পেলেন তিনি। দুটি মামলায় এক মাস আগে জামিন পেলেও জেল থেকে বেরোতে পারেননি তিনি। অবশেষে লখনউয়ের জেল(Lucknow jail) থেকে তাঁকে মুক্তি দেওয়া হল।

বৃহস্পতিবার লখনউয়ের জেল থেকে ছাড়া পেয়েই উত্তর প্ৰদেশ সরকারের (UP Government) বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তিনি। সাংবাদিকদের সাফ জানিয়ে দেন- তিনি থেমে থাকার পাত্ৰ নন। তিনি আরও বলেন- ‘‘আমি কড়া আইনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখবো। ২৮ মাসের দীর্ঘদিনের লড়াইয়ের পর জামিনের পরও তারা আমাকে জেলবন্দি রেখেছিল। আমি জানি না আমি জেলে থাকায় কে লাভবান হয়েছে। এই দুই বছর খুবই কঠিন ছিল, কিন্তু আমি কখনও ভয় পাইনি।’’

হাথরস (Hathras) ধর্ষণ কাণ্ডের রিপোর্ট করতে উত্তর প্ৰদেশে এসেছিলেন কাপ্পান। সে সময় পরিস্থিতি অস্থির করে তোলার অভিযোগ কাপ্পানের বিরুদ্ধে আনে উত্তর প্ৰদেশ সরকার। দেশদ্ৰোহিতার অভিযোগে তাঁর বিরুদ্ধএ মামলা দায়ের হয়। গ্ৰেফতার হন তিনি। তখন থেকেই উত্তরপ্ৰদেশে জেলবন্দি ছিলেন কেরলের ওই সাংবাদিক। অবশেষে জেল থেকে বেরলেন তিনি।

প্ৰসঙ্গত উল্লেখ্য যে, ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর হাথরসের একটি গ্ৰামে নির্মভাবে একটি দলিত মেয়েকে দলবদ্ধভাবে ধর্ষণ করে একাংশ।পরে সেই মেয়েটির মৃত্যু হয়। সেই ঘটনা গোটা দেশে তোলপার সৃষ্টি করেছিল। সেই ঘটনার রিপোর্ট করতে গিয়ে মালায়লম নিউজ পোর্টাল আজিমুখাম-এর প্ৰতিবেদক তথা কেরালা ইউনিয়ন অব ওয়ার্কিং জার্নালিস্ট (KUWJ) দিল্লি গোষ্ঠীর সম্পাদক কাপ্পানকে অন্য আরও ৩জন সতীর্থের সঙ্গে গ্ৰেফতার করেছিল পুলিশ। উত্তরপ্ৰদেশ পুলিশ অভিযুক্ত প্ৰত্যেককে নিষিদ্ধ সংগঠন পিপলস ফ্ৰন্ট অব ইন্ডিয়া এবং এর ছাত্ৰ শাখা কেম্পাস ফ্ৰন্ট অব ইন্ডিয়া (সিএফআই)এর সদস্য বলে দাবি করেছিল। সাম্প্ৰদায়িক বিভেদ ছড়ানোর উদ্দেশ্যে পিএফ আই-র নিৰ্দেশে কাপ্পান হাথরসে গিয়েছিলেন বলে অভিযোগ তুলেছিল উত্তরপ্ৰদেশ পুলিশ।   

তার পাল্টা সিদ্দিকি কাপ্পান এবং তাঁর আইনজীবী তাঁর বিরুদ্ধে সন্ত্ৰাসবাদী কার্যকলাপ এবং আর্থিক সাহায্য সঙ্গে জড়িত সব অভিযোগ অস্বীকার করে। তিনি শুধু খবর সংগ্ৰহ করতে সেখানে গিয়েছিলেন বলে আদালতকে সাফ জানান। 

এই সাংবাদিকের গ্ৰেফতার নিয়ে উত্তরপ্ৰদেশ সরকারের সমালোচনা করেছিল বরোধী সমেত দেশের বিভিন্ন মহল।  

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

14 hours ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 day ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

2 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 days ago