রাজ্য

মেঘালয়ে নর্থ গারো পাহাড়ে নির্বাচনী প্ৰচার সারলেন তৃণমূল নেত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়

গুয়াহাটিঃ বুধবার মেঘালয়ে (Meghalaya) নির্বাচনী প্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে দ্বিতীয়বার উত্তর-পূর্বের এই রাজ্যে গেলেন তৃণমূলের দুই শীর্ষনেতৃত্ব। এদিন উত্তর গারো পাহাড়ে তৃণমূল আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন মুখ্যমন্ত্ৰী।

বর্তমানে মেঘালয়ে তৃণমূল প্ৰধান বিরোধী দলের আসনে। সামনের নির্বাচনে মেঘালয়ের শাসন ক্ষমতা দখল করতে উঠেপড়ে লেগেছে ঘাসফুল শিবির। মেঘালয়ের যুবসমাজকে আকৃষ্ট করতে ইতিমধ্যেই MYE ও WE কার্ডের কথা ঘোষণা করেছে তৃণমূল। আনা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের (Lakshmir Bhandar) মতো প্রকল্পও।

এদিন জনসভায় ৫০ থেকে ৫৫ হাজার মানুষের ভিড় জমায়েত হয়েছিল। সকলেই তৃণমূল নেত্ৰীকে স্বাগত জানিয়েছেন। মমতাকে দেখে ‘খেলা হবে’ স্লোগান দিতে থাকেন ভিড়ের মধ্যে অনেকেই। তৃণমূল নেত্ৰীর আসার খবর পেয়ে আগে থেকেই ভিড় জমিয়েছিলেন গাড়ো পাহাড়ের জনগন।   

তৃণমূল নেত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমি এখানে এসেছি আপনাদের এটা বলতে যে একমাত্ৰ তৃণমূলই আপনাদের ভাল সরকার উপহার দিতে পারবে। ছাত্ৰছাত্ৰী, মহিলা এবং যুব সমাজের স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করবে। আমি মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডার দেব। প্ৰত্যেকটি পরিবারের নারী সদস্যকে ১০০০ টাকা করে অর্থ সাহায্য দেব।’’

তিনি আরও বলেন- “মেঘালয়কে স্যালুট জানাই। এর পর যখন আসব, আপনাদের স্থানীয় ভাষা শিখে নেব৷ আপনারা আমাকে শিখিয়ে দেবেন। ইউটিউব দেখে আমি ততক্ষণ শিখব। আপনারা এখন রাজনৈতিক ভাবে ক্ষুধার্ত। জেনে রাখুন তৃণমূলের একমাত্র গ্রহণযোগ্যতা আছে। আমরা লড়াই চালিয়ে যাই।”

এরপরেই তিনি রাজ্যের বিজেপি সমর্থিত এনপিপি সরকারকে নিশানা করতে শুরু করেন। বলেন, “গত ৫ বছরে এখানে সরকার কী করেছে? আপনাদের রিপোর্ট কার্ড কোথায়? টেলিপ্রম্পটার রেডি রাখে, আর সেখান থেকে দেখে স্পিচ পড়ে৷ আর মেঘালয়ের মানুষ আমার হৃদয়ে আছে।”

বাংলার মুখ্যমন্ত্রী এদিন বলেন, “আমি বাম শাসন থেকে আমার লড়াই শুরু করেছি৷ কংগ্রেস সাহায্য করেনি। আমি একাধিকবার শারীরিক ভাবে আক্রান্ত হয়েছি। যদিও আমি মাথা নীচু করিনি৷ রাজনীতি আমার পেশা নয়, রাজনীতি হল আমার প্যাশন। আমরা কৃষকদের সাহায্য করি৷ আমরা সব মানুষকে রেশন দিই৷ আমরা বিনামুল্যে চিকিৎসা দিই৷ স্টুডেন্ট ক্রেডিট কার্ড অবধি আমরা দিই। আমি গৌহাটি থেকে আসিনি৷ আমি এসেছি আলিপুরদুয়ার থেকে৷ হেলিকপ্টারে ৪৫ মিনিট লেগেছে। আসলে বাংলা হল গেটওয়ে।”

আগামী ১৬ এবং ২৭ ফেব্রুয়ারি দু’ দফায় ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। মেঘালয় (Meghalaya) এবং নাগাল্যান্ডে (Nagaland) নির্বাচন হবে ২৭ ফেব্রুয়ারি। এ দিন উত্তর পূর্বের তিন রাজ্যে মেঘালয়, ত্ৰিপুরা এবং নাগাল্যান্ডে ভোটের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন (Election Commission of India)। তিন রাজ্যেই ভোটের ফল ঘোষণা হবে ২ মার্চ। তিন রাজ্যেই বিধানসভা আসন রয়েছে ৬০টি করে।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

4 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

4 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

4 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

5 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

5 days ago