খেলা

হাসপাতাল থেকে অনুরাগীদের বার্তা অসুস্থ Peleর

নয়াদিল্লিঃ বিশ্বকাপের (Qatar World Cup) মাঝেই ফুটবলপ্রেমীদের চিন্তা বাড়িয়ে হাসপাতালে ভরতি করতে হয়েছিল Brazilএর সাবেক ফুটবলার পেলেকে। আচমকা শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সাও পাওলো (Sao Paulo) র হাসপাতালে ভর্তি করানো হয়। তবে সেদিন রাতেই পেলের কন্যা জানিয়েছিলেন, স্থিতিশীল আছেন Football সম্রাট। বৃহস্পতিবার মুখ খুললেন পেলে স্বয়ং। কঠিন সময়ে তাঁর জন্য যেভাবে প্রার্থনা করেছেন ভক্তরা, তার জন্য ধন্যবাদ জানিয়েছেন ব্রাজিলিয় কিংবদন্তি। সেই সঙ্গে জানিয়ে দিয়েছেন, তাঁকে নিয়ে চিন্তা করার কিচ্ছু নেই।

Peleর অসুস্থতার খবর পেয়ে বিশ্বজুড়ে অসংখ্য ভক্ত তাঁর আরোগ্য কামনা করে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ফুটবল সম্রাটের দ্রুত আরোগ্য কামনা করেছিলেন ব্রাজিলের কোচ তিতেও। Qatarএর বেশ কিছু দর্শনীয় বিল্ডিংয়ে আলোকসজ্জার মাধ্যমে পেলের সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করা হয়। সমস্ত কিছু দেখে অভিভূত পেলে। অন্তরের কৃতজ্ঞতা প্রকাশ করে ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন তিনি।

 সকলকে আশ্বস্ত করে তাঁর বার্তা, “প্রতি মাসের নিয়ম মতোই এবারেও হাসপাতালে চিকিৎসা করতে এসেছি। তবে সকলে আমার সুস্থতা কামনা করেছেন, তা দেখে সত্যিই খুব ভাল লাগছে। সকলকে ধন্যবাদ জানাই। ” কাতারের একটি ছবিও পোস্ট করেছেন কিংবদন্তি।

Peleর অসুস্থতার খবর ছড়িয়ে পরতেই গোটা বিশ্বে তাঁর অসংখ্য অনুরাগী আশঙ্কায় ভুগছিলেন। Peleর কন্যা কেলি নাসিমেন্তো (Kely Nascimento) জানিয়েছিলেন, বাবার শরীর নিয়ে চিন্তার কিছু নেই। হাসপাতালের তরফেও জানিয়ে দেওয়া হয়, সাধারণ বেডেই রাখা হয়েছে ফুটবল সম্রাটকে। তাঁর শারীরিক অবস্থা নিয়ে কোনও সমস্যা নেই। কোলন ক্যানসারের পরে কেমোথেরাপি সংক্রান্ত চিকিৎসার জন্যই নিয়মিত হাসপাতালে যেতে হয় তাঁকে। এবারেও সেই জন্যই হাসপাতালে ভরতি হয়েছিলেন। তবে জানা গিয়েছে, ব্রঙ্কোনিউমোনিয়ায় ভুগছেন তিনি। 

গত বুধবার ব্ৰাজিলের এক সংবাদমাধ্যম সূত্ৰে জানা গেছে, সর্বাঙ্গ ফুলে গিয়েছে পেলের। কেমোথেরাপিও কাজ করছে না। শারীরিক সমস্যার জন্য ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছেন না কিংবদন্তী ফুটবলার। লোকজনকে চিনতে পারছেন না। তবে বর্তমানে সংকটমুক্ত তিনি। দ্ৰুত সুস্থ হয়ে বাড়ি ফিরুক তিনি, প্ৰার্থানা গোটা বিশ্বের ফুটবলপ্ৰেমীদের। 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

6 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago